বিশ্ব ঐতিহ্য মাচুপিচু কোন দেশে অবস্থিত?
A
কলম্বিয়া
B
পেরু
C
মেক্সিকো
D
চিলি
উত্তরের বিবরণ
মাচুপিচু
-
মাচুপিচু হলো পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার একটি পার্বত্য পাথুরে শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৭০০ ফুট উঁচুতে অবস্থিত।
-
শহরটি ইনকা জনগণ দ্বারা নির্মিত।
-
ষোড়শ শতকে স্পেনিশরা ইনকা সাম্রাজ্য ধ্বংস করলেও মাচুপিচু অজানার মধ্যে থেকে যায়।
-
১৯১১ সালে মার্কিন প্রত্নতাত্ত্বিক হিরাম বিঙহাম মাচুপিচু আবিষ্কার করেন।
-
এটি পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নিদর্শন।
-
ইনকা সভ্যতা দ্বাদশ শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর আন্দিজ পার্বত্য অঞ্চলে রেড ইন্ডিয়ানদের দ্বারা গড়ে উঠে, যা ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ধ্বংস হয়।
উৎস: ইতিহাস.কম এবং ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
Created: 1 month ago
A
ইতালি
B
ফ্রান্স
C
জার্মানি
D
যুক্তরাজ্য
কার্ল মার্কস
-
জন্ম: ৫ মে ১৮১৮, ট্রায়ার, রাইন প্রদেশ, জার্মানি।
-
তিনি একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ।
-
সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৪ মার্চ ১৮৮৩, লন্ডন।
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
The Communist Manifesto
-
Das Kapital
-
The German Ideology
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
Created: 1 month ago
A
ব্যারন রথচাইল্ড
B
থিয়োডোর হার্জেল
C
আর্থার বেলফোর
D
মেনোটেম বেগিন
ইসরাইল
-
১৯৪৮ সালের ১৪ মে ব্রিটেন ফিলিস্তিন ছেড়ে গেলে ইহুদিরা নিজস্ব রাষ্ট্র ইসরাইল ঘোষণা করে।
-
ইসরাইল একমাত্র দেশ যেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সরাসরি প্রদান করা হয়, বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদি হোক না কেন।
-
ইতিহাসে “ইসরাইল” নামে পূর্বে কোনো রাষ্ট্র ছিল না।
-
ইসরাইলের স্বপ্নদ্রষ্টা ছিলেন অস্ট্রিয়ান সাংবাদিক থিওডোর হার্জেল।
-
১৮৯৬ সালে তিনি ‘জুডেনস্টাট’ বা ‘ইহুদি রাষ্ট্র’ শীর্ষক বই লিখেন, যা ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী।
-
হার্জেল লিখেছেন, “আমরা সেখানে (ফিলিস্তিনে) এশিয়ার বিরুদ্ধে ইউরোপের দুর্গপ্রাচীর বানাব।”
-
যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রথম স্বীকৃতি প্রদান করে।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
আধুনিক সিঙ্গাপুরের জনক হলেন-
Created: 1 month ago
A
লি কুয়ান ইউ
B
সুকর্ণ দিয়ান
C
কুই কিন মিন
D
দিন জু ইউ
লি কুয়ান ইউ
-
আধুনিক সিঙ্গাপুরের জনক হিসেবে পরিচিত লি কুয়ান ইউ।
-
তিনি ১৯৫৯ সালের জুন মাসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন।
-
১৯৫৯ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
-
তাঁর দীর্ঘ শাসনামলে সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশে পরিণত হয়।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago