A
কলম্বিয়া
B
পেরু
C
মেক্সিকো
D
চিলি
উত্তরের বিবরণ
মাচুপিচু
-
মাচুপিচু হলো পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার একটি পার্বত্য পাথুরে শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৭০০ ফুট উঁচুতে অবস্থিত।
-
শহরটি ইনকা জনগণ দ্বারা নির্মিত।
-
ষোড়শ শতকে স্পেনিশরা ইনকা সাম্রাজ্য ধ্বংস করলেও মাচুপিচু অজানার মধ্যে থেকে যায়।
-
১৯১১ সালে মার্কিন প্রত্নতাত্ত্বিক হিরাম বিঙহাম মাচুপিচু আবিষ্কার করেন।
-
এটি পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নিদর্শন।
-
ইনকা সভ্যতা দ্বাদশ শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর আন্দিজ পার্বত্য অঞ্চলে রেড ইন্ডিয়ানদের দ্বারা গড়ে উঠে, যা ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ধ্বংস হয়।
উৎস: ইতিহাস.কম এবং ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
বলশেভিক বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল?
Created: 1 week ago
A
আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
B
কার্ল মার্কস
C
ভ্লাদিমির লেনিন
D
মিখাইল গর্ভাচেভ
বলশেভিক বিপ্লব (অক্টোবর বিপ্লব)
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপকে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলা হয়।
-
বিপ্লবের ফলশ্রুতিতে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
-
এর ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি হন।
-
বিপ্লবের নেতৃত্ব দেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম

0
Updated: 1 week ago
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
Created: 1 week ago
A
দ্বাদশ লুই
B
ষোড়শ লুই
C
নেপোলিয়ন
D
ডিউক অব ওয়েলিংটন
ফরাসি বিপ্লব
-
ফরাসি বিপ্লবের পেছনে ফ্রান্সের রাজনৈতিক অনিয়ম ও স্বৈরতান্ত্রিক শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
চতুর্দশ লুইয়ের শাসনামলে ফ্রান্স শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু তার সাম্রাজ্যবাদী নীতি দেশের ভিতর থেকে দুর্বলতা সৃষ্টি করে।
-
পুত্র পঞ্চদশ লুইয়ের অতিরিক্ত খরচের কারণে এই দুর্বলতা আরও বৃদ্ধি পায়।
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই, যিনি ১৭৭৪ সালে সিংহাসনে বসে ক্রমশ অরাজক পরিস্থিতির মধ্যে পড়েন।
-
আর্থ-সামাজিক বৈষম্য ও রাজনৈতিক দুর্বলতা একত্রিত হয়ে ১৭৮৯ সালে বিস্ফোরক পরিস্থিতি সৃষ্টি করে।
-
ফরাসি বিপ্লবের মূল স্লোগান ছিল “স্বাধীনতা, সাম্য, মৈত্রী”।
-
দার্শনিক রুশো ও ভলতেয়ার তাদের লেখনীর মাধ্যমে বিপ্লবকে প্রেরণা যুগিয়েছিলেন।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই, বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
-
এই বিপ্লব প্রায় ১০ বছর স্থায়ী হয়।
-
রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে, যা রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক ছিল।
-
ফরাসি বিপ্লবের “শিশু” হিসেবে পরিচিত নেপোলিয়ন বোনাপার্ট।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হয় কত সালে?
Created: 1 week ago
A
১৯৩৮ সালে
B
১৯৩৯ সালে
C
১৯৪৯ সালে
D
১৯৫১ সালে
গণচীন
-
১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়।
-
এই দিনে চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়ি সিংহাসন থেকে উৎখাত হন।
-
১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
-
১৯৪৯ সালের ১লা অক্টোবর China বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
-
মাও সেতুংকে গণচীনের জনক বলা হয়।
উল্লেখযোগ্য ঘটনা:
-
১৯১১ সালের অক্টোবর: সান ইয়েৎ সেন এর নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব।
-
১৯৬৬-১৯৭৬: মাও সেতুং-এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago