'The Rainbow' is-
A
a poem by Wordsworth
B
a short story by Somerst Maugham
C
a novel by D. H. Lawrence
D
a verse by Coleridge
উত্তরের বিবরণ
The Rainbow
-
D. H. Lawrence-এর লেখা The Rainbow উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের অল্প সময়ের মধ্যেই উপন্যাসটি তীব্র বিতর্কের সৃষ্টি করে, কারণ এতে যৌন উপাদানের বিস্তার ছিল। এই কারণে উপন্যাসটিকে Obscene (অশ্লীল) এবং আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে এটি নিষিদ্ধ করা হয়।
-
উপন্যাসটিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের কারণে মানব মনের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে, তা তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহের মতো প্রতিষ্ঠিত প্রথাকে তার লেখার মাধ্যমে ব্যর্থ ও অপ্রয়োজনীয় হিসেবে উপস্থাপন করেছেন বলে অনেকে মনে করেন।
-
এই উপন্যাসের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে Brangwen পরিবার এবং তাদের তিন প্রজন্মের জীবনকাহিনী।
D. H. Lawrence
-
D. H. Lawrence ছিলেন একাধারে একজন ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তার লেখা উপন্যাস Sons and Lovers, The Rainbow, ও Women in Love—এই তিনটি তাকে বিশ শতকের অন্যতম প্রভাবশালী ইংরেজ সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা দেয়।
His Most Famous Novels Are:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover ইত্যাদি।
'The Rainbow' as a Poem
-
William Wordsworth-এর লেখা একটি বিখ্যাত কবিতা হলো My Heart Leaps Up, যা The Rainbow নামেও পরিচিত।
-
এই সংক্ষিপ্ত lyric poem-টি ১৮০২ সালে রচিত হয়।
-
তবে, যেহেতু কবিতাটির মূল নাম My Heart Leaps Up, তাই “The Rainbow” বলতে সাধারণত D. H. Lawrence-এর উপন্যাসকেই বোঝানো হয়।
Source:
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
Encyclopædia Britannica
0
Updated: 5 months ago
"Vanity Fair" is a renowned-
Created: 1 month ago
A
novel
B
poem
C
drama
D
epic poem
“Vanity Fair” একটি প্রসিদ্ধ উপন্যাস, যা ইংরেজি সাহিত্যের ১৯ শতকের সমাজকে চিত্রিত করেছে এবং লেখক William Makepeace Thackeray রচনা করেছেন। এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস এবং বিশেষভাবে “A Novel Without a Hero” হিসেবে পরিচিত, কারণ এখানে কোনও একক নায়ক বা নায়িকাকে কেন্দ্র করে কাহিনি আবর্তিত হয় না; বরং বহু চরিত্রের জীবনের উত্থান-পতনকে ঘিরে গল্পটি গড়ে উঠেছে।
-
উপন্যাসের নাম: Vanity Fair
-
লেখক: William Makepeace Thackeray
-
প্রকাশ: 1848
-
ধরণ: ১৯ শতকের ইংরেজি সমাজচিত্র
-
বৈশিষ্ট্য: A Novel Without a Hero – একক নায়ক বা নায়িকাকে কেন্দ্র না করে বহু চরিত্রের জীবনকে গল্পের কেন্দ্র করে তৈরি
-
-
সারসংক্ষেপ:
-
Becky Sharp: জাগতিক সাফল্য অর্জনকে জীবনের প্রধান লক্ষ্য মনে করে এবং নৈতিকতার সীমা মানে না
-
Amelia: সৎ এবং নৈতিক গুণসম্পন্ন, তবে রোমাঞ্চ-অন্বেষী নয়
-
উপন্যাসে এই দুই নারী চরিত্রের জীবনের নানা উত্থান-পতন এবং তাদের সংস্পর্শে আসা পুরুষদের ঘটনাবহুল চিত্র ফুটিয়ে তোলা হয়েছে
-
-
লেখক: William Makepeace Thackeray (1811-1863)
-
জন্ম: ভারত (Indian-born)
-
সময়কাল: Victorian Period এর ঔপন্যাসিক
-
উল্লেখযোগ্য ভূমিকা: The Cornhill Magazine এর প্রতিষ্ঠাতা
-
-
প্রধান রচনা:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians ইত্যাদি
-
0
Updated: 1 month ago
'For Whom the Bell Tolls' is a novel by-
Created: 1 month ago
A
John Donne
B
Mark Twain
C
Ernest Hemingway
D
Christopher Marlowe
For Whom the Bell Tolls
-
এটি Ernest Hemingway রচিত একটি উপন্যাস।
-
প্রকাশিত হয় ১৯৪০ সালে।
-
কাহিনী স্পেনের Segovia শহরকে কেন্দ্র করে এবং Spanish Civil War-এর প্রেক্ষাপটে রচিত।
Important Characters:
-
Robert Jordan
-
Maria
-
Pablo
-
Pilar
Ernest Hemingway (1899–1961)
-
একজন আমেরিকান novelist এবং short-story writer।
-
১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
Notable Novels:
-
For Whom the Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
Note: ‘For Whom the Bell Tolls’ নামের কবিতা লিখেছেন John Donne।
Source:
0
Updated: 1 month ago
Who is the main human character in The Jungle Book?
Created: 1 month ago
A
Tarzan
B
Mowgli
C
Shere Khan
D
Rikki-Tikki-Tavi
The Jungle Book রচনা করেছেন Rudyard Kipling, এবং এর প্রধান মানব চরিত্র হলো Mowgli, যিনি বন্য জঙ্গলে বন্যপ্রাণীদের সঙ্গে বড় হন।
-
লেখক: Rudyard Kipling, একজন Indian-born British Journalist।
-
প্রকাশিত: ১৮৯৪ সালে
-
ধরন: গল্প সংকলন (a collection of stories)
-
গল্পগুলো মূলত Mowgli-এর জীবন ও বন্যপ্রাণীদের সঙ্গে তার সম্পর্কের ওপর ভিত্তি করে।
-
বইটি বর্ণনা করে ওলফ প্যাকের সামাজিক জীবন, এবং কল্পনাপ্রসূতভাবে জঙ্গলের ন্যায়বিচার ও প্রাকৃতিক ক্রম।
-
কেন্দ্রীয় চরিত্র: Mowgli
Rudyard Kipling-এর প্রসিদ্ধ সাহিত্যকর্মসমূহ:
-
Kim
-
The Jungle Book
-
Puck of Pook's Hill
-
Captain Courageous
-
Limits & Renewals
-
Just So Stories
-
Soldiers Three
-
The Light that Failed
-
Plain Tales from the Hills
-
Seven Seas
-
The White Man's Burden
উৎস:
0
Updated: 1 month ago