'সনোরা লাইন' কোন দুইটি দেশের মাঝে অবস্থিত?
A
যুক্তরাষ্ট্র-মেক্সিকো
B
কানাডা-যুক্তরাষ্ট্র
C
জার্মানি- ফ্রান্স
D
ভারত- আফগানিস্তান
উত্তরের বিবরণ
সনোরা লাইন
-
সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে পৃথককারী সীমান্তরেখা।
-
এটি মেক্সিকোর সনোরা প্রদেশকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে আলাদা করে।
-
এই সীমান্তরেখা ১৮৫৩ সালে নির্ধারিত হয়।
-
এর বিপরীতে, ৪৯° উত্তর অক্ষরেখা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত হিসেবে কাজ করে।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 1 month ago
বলশেভিক বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল?
Created: 1 month ago
A
আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
B
কার্ল মার্কস
C
ভ্লাদিমির লেনিন
D
মিখাইল গর্ভাচেভ
বলশেভিক বিপ্লব (অক্টোবর বিপ্লব)
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপকে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলা হয়।
-
বিপ্লবের ফলশ্রুতিতে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
-
এর ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি হন।
-
বিপ্লবের নেতৃত্ব দেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম

0
Updated: 1 month ago
হায়ারোগ্লিফিক কোন সভ্যতার প্রাচীন লিখন-পদ্ধতি?
Created: 1 month ago
A
মিশরীয় সভ্যতা
B
পারস্য সভ্যতা
C
গ্রিক সভ্যতা
D
মায়া সভ্যতা
হায়ারোগ্লিফিক
-
মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
-
নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতি উদ্ভব হয়।
-
প্রায় ৫,০০০ বছর আগে তারা প্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা তৈরি করে।
-
প্রাথমিকভাবে তারা ছবি আঁকেই মনের ভাব প্রকাশ করত।
-
এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি (Hieroglyphics)।
-
প্রাচীন মিশরীয়রা চিত্রলিপিকে ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর বলতেন।
-
মিশরীয় সভ্যতা মানব ইতিহাসে গৌরবময় স্থান দখল করেছে।
-
তাদের অবদানে মানব সভ্যতার অগ্রগতি সমৃদ্ধ হয়েছে।
-
স্থাপত্য ও ভাস্কর্যে তারা ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা।
-
চিত্রকলায় মিশরীয় সভ্যতার বিশেষ বৈচিত্রপূর্ণ অবদান রয়েছে।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কিরূপ?
Created: 1 day ago
A
রাষ্ট্রপতি শাসিত
B
সাংবিধানিক রাজতন্ত্র
C
সংসদীয় সরকার
D
রাজতন্ত্র
যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত। এখানে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন এবং তিনি রাষ্ট্র ও সরকারের প্রধান। নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগ একে অপরের থেকে স্বাধীনভাবে পরিচালিত হয়। সরকার ব্যবস্থা সংসদীয় নয়, সংসদ ও রাষ্ট্রপতি পরস্পরের উপর নির্ভরশীল নন।

0
Updated: 1 day ago