A
যুক্তরাষ্ট্র-মেক্সিকো
B
কানাডা-যুক্তরাষ্ট্র
C
জার্মানি- ফ্রান্স
D
ভারত- আফগানিস্তান
উত্তরের বিবরণ
সনোরা লাইন
-
সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে পৃথককারী সীমান্তরেখা।
-
এটি মেক্সিকোর সনোরা প্রদেশকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে আলাদা করে।
-
এই সীমান্তরেখা ১৮৫৩ সালে নির্ধারিত হয়।
-
এর বিপরীতে, ৪৯° উত্তর অক্ষরেখা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত হিসেবে কাজ করে।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 1 week ago
মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন কোরীয় উপদ্বীপকে কোন সমান্তরাল রেখায় ভাগ করে?
Created: 1 week ago
A
৮° অক্ষরেখা
B
২৮° অক্ষরেখা
C
৩৮° অক্ষরেখা
D
৪১° অক্ষরেখা
৩৮° অক্ষরেখা ও কোরিয়ার বিভাজন
-
১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের পরাজয়ের ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরিয়াকে ৩৮° সমান্তরাল রেখা দিয়ে বিভক্ত করে।
-
এর ফলে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া গঠন করে।
-
উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়।
-
১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে দুই দেশ প্রতিষ্ঠিত হয়।
বিভিন্ন দেশের উল্লেখযোগ্য আন্তর্জাতিক সীমারেখা
-
১০° চ্যানেল: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
২৮তম প্যারালাল: ভারত ও পাকিস্তান
-
৮° চ্যানেল: ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
পারমানবিক বোমার আবিষ্কারক কে?
Created: 1 week ago
A
আইনস্টাইন
B
ওপেন হেইমার
C
বিসমার্ক
D
ক্লেমেন শো
পারমাণবিক বোমা
-
পারমাণবিক বোমা আবিষ্কার করেন জে. রবার্ট ওপেনহেইমার, যিনি একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ।
-
শিক্ষা: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা, এবং গটিংজেন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট।
-
ম্যানহাটন প্রকল্প: মার্কিন সরকারের গবেষণা প্রকল্প, যা প্রথম পারমাণবিক বোমা তৈরি করে।
-
প্রকল্পের বিজ্ঞানীরা দক্ষিণ নিউ মেক্সিকোর আলামোগোর্ডোর কাছে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটান।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
বলশেভিক বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল?
Created: 1 week ago
A
আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
B
কার্ল মার্কস
C
ভ্লাদিমির লেনিন
D
মিখাইল গর্ভাচেভ
বলশেভিক বিপ্লব (অক্টোবর বিপ্লব)
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপকে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলা হয়।
-
বিপ্লবের ফলশ্রুতিতে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
-
এর ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি হন।
-
বিপ্লবের নেতৃত্ব দেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম

0
Updated: 1 week ago