A
সতের শতকে
B
আঠার শতকে
C
উনিশ শতকে
D
বিশ শতকে
উত্তরের বিবরণ
প্রথম শিল্প বিপ্লব
-
প্রথম শিল্প বিপ্লব ছিল যুগান্তকারী প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা।
-
এটি প্রায় ১৭৬০ সালে গ্রেট ব্রিটেনে শুরু হয়।
-
১৮৪০ সালের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে।
-
বিপ্লবটি যন্ত্রনির্ভর উৎপাদনের যুগের সূচনা করে।
-
সময়কাল: আনুমানিক ১৭৬০ – ১৮৪০ (অষ্টাদশ শতাব্দী)।
-
প্রধান কেন্দ্র: গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড), পরে ইউরোপ ও আমেরিকা।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
বলশেভিক বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল?
Created: 1 week ago
A
আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
B
কার্ল মার্কস
C
ভ্লাদিমির লেনিন
D
মিখাইল গর্ভাচেভ
বলশেভিক বিপ্লব (অক্টোবর বিপ্লব)
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপকে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলা হয়।
-
বিপ্লবের ফলশ্রুতিতে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
-
এর ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি হন।
-
বিপ্লবের নেতৃত্ব দেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম

0
Updated: 1 week ago
পারমানবিক বোমার আবিষ্কারক কে?
Created: 1 week ago
A
আইনস্টাইন
B
ওপেন হেইমার
C
বিসমার্ক
D
ক্লেমেন শো
পারমাণবিক বোমা
-
পারমাণবিক বোমা আবিষ্কার করেন জে. রবার্ট ওপেনহেইমার, যিনি একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ।
-
শিক্ষা: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা, এবং গটিংজেন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট।
-
ম্যানহাটন প্রকল্প: মার্কিন সরকারের গবেষণা প্রকল্প, যা প্রথম পারমাণবিক বোমা তৈরি করে।
-
প্রকল্পের বিজ্ঞানীরা দক্ষিণ নিউ মেক্সিকোর আলামোগোর্ডোর কাছে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটান।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
Created: 1 week ago
A
ব্যারন রথচাইল্ড
B
থিয়োডোর হার্জেল
C
আর্থার বেলফোর
D
মেনোটেম বেগিন
ইসরাইল
-
১৯৪৮ সালের ১৪ মে ব্রিটেন ফিলিস্তিন ছেড়ে গেলে ইহুদিরা নিজস্ব রাষ্ট্র ইসরাইল ঘোষণা করে।
-
ইসরাইল একমাত্র দেশ যেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সরাসরি প্রদান করা হয়, বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদি হোক না কেন।
-
ইতিহাসে “ইসরাইল” নামে পূর্বে কোনো রাষ্ট্র ছিল না।
-
ইসরাইলের স্বপ্নদ্রষ্টা ছিলেন অস্ট্রিয়ান সাংবাদিক থিওডোর হার্জেল।
-
১৮৯৬ সালে তিনি ‘জুডেনস্টাট’ বা ‘ইহুদি রাষ্ট্র’ শীর্ষক বই লিখেন, যা ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী।
-
হার্জেল লিখেছেন, “আমরা সেখানে (ফিলিস্তিনে) এশিয়ার বিরুদ্ধে ইউরোপের দুর্গপ্রাচীর বানাব।”
-
যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রথম স্বীকৃতি প্রদান করে।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago