আধুনিক সিঙ্গাপুরের জনক হলেন-
A
লি কুয়ান ইউ
B
সুকর্ণ দিয়ান
C
কুই কিন মিন
D
দিন জু ইউ
উত্তরের বিবরণ
লি কুয়ান ইউ
-
আধুনিক সিঙ্গাপুরের জনক হিসেবে পরিচিত লি কুয়ান ইউ।
-
তিনি ১৯৫৯ সালের জুন মাসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন।
-
১৯৫৯ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
-
তাঁর দীর্ঘ শাসনামলে সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশে পরিণত হয়।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
হায়ারোগ্লিফিক কোন সভ্যতার প্রাচীন লিখন-পদ্ধতি?
Created: 1 month ago
A
মিশরীয় সভ্যতা
B
পারস্য সভ্যতা
C
গ্রিক সভ্যতা
D
মায়া সভ্যতা
হায়ারোগ্লিফিক
-
মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
-
নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতি উদ্ভব হয়।
-
প্রায় ৫,০০০ বছর আগে তারা প্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা তৈরি করে।
-
প্রাথমিকভাবে তারা ছবি আঁকেই মনের ভাব প্রকাশ করত।
-
এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি (Hieroglyphics)।
-
প্রাচীন মিশরীয়রা চিত্রলিপিকে ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর বলতেন।
-
মিশরীয় সভ্যতা মানব ইতিহাসে গৌরবময় স্থান দখল করেছে।
-
তাদের অবদানে মানব সভ্যতার অগ্রগতি সমৃদ্ধ হয়েছে।
-
স্থাপত্য ও ভাস্কর্যে তারা ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা।
-
চিত্রকলায় মিশরীয় সভ্যতার বিশেষ বৈচিত্রপূর্ণ অবদান রয়েছে।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৩৮ সালে
B
১৯৩৯ সালে
C
১৯৪৯ সালে
D
১৯৫১ সালে
গণচীন
-
১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়।
-
এই দিনে চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়ি সিংহাসন থেকে উৎখাত হন।
-
১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
-
১৯৪৯ সালের ১লা অক্টোবর China বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
-
মাও সেতুংকে গণচীনের জনক বলা হয়।
উল্লেখযোগ্য ঘটনা:
-
১৯১১ সালের অক্টোবর: সান ইয়েৎ সেন এর নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব।
-
১৯৬৬-১৯৭৬: মাও সেতুং-এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
বলশেভিক বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল?
Created: 1 month ago
A
আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
B
কার্ল মার্কস
C
ভ্লাদিমির লেনিন
D
মিখাইল গর্ভাচেভ
বলশেভিক বিপ্লব (অক্টোবর বিপ্লব)
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপকে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলা হয়।
-
বিপ্লবের ফলশ্রুতিতে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
-
এর ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি হন।
-
বিপ্লবের নেতৃত্ব দেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম

0
Updated: 1 month ago