A
লি কুয়ান ইউ
B
সুকর্ণ দিয়ান
C
কুই কিন মিন
D
দিন জু ইউ
উত্তরের বিবরণ
লি কুয়ান ইউ
-
আধুনিক সিঙ্গাপুরের জনক হিসেবে পরিচিত লি কুয়ান ইউ।
-
তিনি ১৯৫৯ সালের জুন মাসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন।
-
১৯৫৯ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
-
তাঁর দীর্ঘ শাসনামলে সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশে পরিণত হয়।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
বিশ্ব ঐতিহ্য মাচুপিচু কোন দেশে অবস্থিত?
Created: 1 week ago
A
কলম্বিয়া
B
পেরু
C
মেক্সিকো
D
চিলি
মাচুপিচু
-
মাচুপিচু হলো পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার একটি পার্বত্য পাথুরে শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৭০০ ফুট উঁচুতে অবস্থিত।
-
শহরটি ইনকা জনগণ দ্বারা নির্মিত।
-
ষোড়শ শতকে স্পেনিশরা ইনকা সাম্রাজ্য ধ্বংস করলেও মাচুপিচু অজানার মধ্যে থেকে যায়।
-
১৯১১ সালে মার্কিন প্রত্নতাত্ত্বিক হিরাম বিঙহাম মাচুপিচু আবিষ্কার করেন।
-
এটি পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নিদর্শন।
-
ইনকা সভ্যতা দ্বাদশ শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর আন্দিজ পার্বত্য অঞ্চলে রেড ইন্ডিয়ানদের দ্বারা গড়ে উঠে, যা ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ধ্বংস হয়।
উৎস: ইতিহাস.কম এবং ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
ইউরোপে প্রথম শিল্প বিপ্লব কত শতকে সংঘটিত হয়?
Created: 1 week ago
A
সতের শতকে
B
আঠার শতকে
C
উনিশ শতকে
D
বিশ শতকে
প্রথম শিল্প বিপ্লব
-
প্রথম শিল্প বিপ্লব ছিল যুগান্তকারী প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা।
-
এটি প্রায় ১৭৬০ সালে গ্রেট ব্রিটেনে শুরু হয়।
-
১৮৪০ সালের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে।
-
বিপ্লবটি যন্ত্রনির্ভর উৎপাদনের যুগের সূচনা করে।
-
সময়কাল: আনুমানিক ১৭৬০ – ১৮৪০ (অষ্টাদশ শতাব্দী)।
-
প্রধান কেন্দ্র: গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড), পরে ইউরোপ ও আমেরিকা।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
মেসোপটেমিয়া সভ্যতার সাথে কোন নদীটি জড়িত?
Created: 1 week ago
A
নীলনদ
B
ইউফ্রেটিস
C
ভলগা
D
দানিয়ুব
মেসোপটেমীয় সভ্যতা
-
মেসোপটেমীয়া একটি গ্রিক শব্দ, যার অর্থ “দুই নদীর মধ্যবর্তী ভূমি”।
-
টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উপত্যকাটির নাম মেসোপটেমিয়া, যা গ্রীক লেখকরা নামকরণ করেন।
-
মেসোপটেমিয়া দুই ভাগে বিভক্ত ছিল: উত্তর অংশ: অ্যাসেরীয়, দক্ষিণ অংশ: মেসোপটেমিয়া। তবে এটি মূলত একটি অভিন্ন এলাকা হিসাবেই পরিচিত।
-
এই অঞ্চলে খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে বিশ্বের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল।
-
বর্তমান ভৌগোলিক অবস্থান: প্রাচীন মেসোপটেমিয়ার বেশিরভাগ অঞ্চল বর্তমান ইরাকের মধ্যে অবস্থিত। এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতের কিছু অংশে এই সভ্যতার অবশেষ রয়েছে।
-
মেসোপটেমিয়ার মানুষ বহু-ঈশ্বরবাদী ছিলেন।
উৎস: হিস্টোরি.কম ও ব্রিটানিকা।

0
Updated: 1 week ago