A
মিশরীয় সভ্যতা
B
পারস্য সভ্যতা
C
গ্রিক সভ্যতা
D
মায়া সভ্যতা
উত্তরের বিবরণ
হায়ারোগ্লিফিক
-
মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
-
নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতি উদ্ভব হয়।
-
প্রায় ৫,০০০ বছর আগে তারা প্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা তৈরি করে।
-
প্রাথমিকভাবে তারা ছবি আঁকেই মনের ভাব প্রকাশ করত।
-
এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি (Hieroglyphics)।
-
প্রাচীন মিশরীয়রা চিত্রলিপিকে ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর বলতেন।
-
মিশরীয় সভ্যতা মানব ইতিহাসে গৌরবময় স্থান দখল করেছে।
-
তাদের অবদানে মানব সভ্যতার অগ্রগতি সমৃদ্ধ হয়েছে।
-
স্থাপত্য ও ভাস্কর্যে তারা ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা।
-
চিত্রকলায় মিশরীয় সভ্যতার বিশেষ বৈচিত্রপূর্ণ অবদান রয়েছে।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
Created: 1 week ago
A
ইতালি
B
ফ্রান্স
C
জার্মানি
D
যুক্তরাজ্য
কার্ল মার্কস
-
জন্ম: ৫ মে ১৮১৮, ট্রায়ার, রাইন প্রদেশ, জার্মানি।
-
তিনি একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ।
-
সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৪ মার্চ ১৮৮৩, লন্ডন।
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
The Communist Manifesto
-
Das Kapital
-
The German Ideology
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়-
Created: 1 week ago
A
১৯৭৮ সালে
B
১৯৭৯ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৮৯ সালে
ইরানে ইসলামি বিপ্লব
-
১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী-এর নেতৃত্বে ইসলামি বিপ্লব সংঘটিত হয়।
-
বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে।
-
১১ ফেব্রুয়ারি ১৯৭৯-এ ইরানের তৎকালীন সরকারের পতনের মাধ্যমে বিপ্লব পূর্ণতা পায়।
-
বিপ্লবের ফলশ্রুতিতে ইরানের শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভী ক্ষমতাচ্যুত হন।
-
১ এপ্রিল ১৯৭৯-এ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন।
উল্লেখযোগ্য অন্যান্য বিপ্লব:
-
ভেলভেট বিপ্লব: চেকোস্লোভাকিয়ায়, ১৯৮৯।
-
রোজ বিপ্লব: জর্জিয়ায়, ২০০৩।
-
ফরাসি বিপ্লব: ফ্রান্সে, ১৭৮৯।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
আধুনিক সিঙ্গাপুরের জনক হলেন-
Created: 1 week ago
A
লি কুয়ান ইউ
B
সুকর্ণ দিয়ান
C
কুই কিন মিন
D
দিন জু ইউ
লি কুয়ান ইউ
-
আধুনিক সিঙ্গাপুরের জনক হিসেবে পরিচিত লি কুয়ান ইউ।
-
তিনি ১৯৫৯ সালের জুন মাসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন।
-
১৯৫৯ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
-
তাঁর দীর্ঘ শাসনামলে সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশে পরিণত হয়।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago