ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
A
ব্যারন রথচাইল্ড
B
থিয়োডোর হার্জেল
C
আর্থার বেলফোর
D
মেনোটেম বেগিন
উত্তরের বিবরণ
ইসরাইল
-
১৯৪৮ সালের ১৪ মে ব্রিটেন ফিলিস্তিন ছেড়ে গেলে ইহুদিরা নিজস্ব রাষ্ট্র ইসরাইল ঘোষণা করে।
-
ইসরাইল একমাত্র দেশ যেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সরাসরি প্রদান করা হয়, বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদি হোক না কেন।
-
ইতিহাসে “ইসরাইল” নামে পূর্বে কোনো রাষ্ট্র ছিল না।
-
ইসরাইলের স্বপ্নদ্রষ্টা ছিলেন অস্ট্রিয়ান সাংবাদিক থিওডোর হার্জেল।
-
১৮৯৬ সালে তিনি ‘জুডেনস্টাট’ বা ‘ইহুদি রাষ্ট্র’ শীর্ষক বই লিখেন, যা ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী।
-
হার্জেল লিখেছেন, “আমরা সেখানে (ফিলিস্তিনে) এশিয়ার বিরুদ্ধে ইউরোপের দুর্গপ্রাচীর বানাব।”
-
যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রথম স্বীকৃতি প্রদান করে।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
ইসরায়েলের মুদ্রার নাম কী?
Created: 2 weeks ago
A
পাউন্ড
B
শেকেল
C
দিরহাম
D
দিনার
ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি দেশ, যা ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। এটি ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে এবং বিভিন্ন সীমান্ত দেশগুলোর সঙ্গে সংযোগযুক্ত। জেরুজালেম সরকারি আসন এবং ঘোষিত রাজধানী হলেও আন্তর্জাতিকভাবে এর মর্যাদা সব দেশ স্বীকৃতি দেয়নি। দেশের অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবহৃত মুদ্রা হলো শেকেল।
-
অবস্থান: ভূমধ্যসাগরের পূর্ব প্রান্ত, মধ্যপ্রাচ্য।
-
সীমান্তবর্তী দেশসমূহ:
-
উত্তরে লেবানন
-
উত্তর-পূর্বে সিরিয়া
-
পূর্বে ও দক্ষিণ-পূর্বে জর্ডান
-
দক্ষিণ-পশ্চিমে মিশর
-
পশ্চিমে ভূমধ্যসাগর
-
-
রাজধানী: জেরুজালেম (সরকারি আসন ও ঘোষিত রাজধানী)
-
মুদ্রা: শেকেল

0
Updated: 2 weeks ago
কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
Created: 1 month ago
A
ইতালি
B
ফ্রান্স
C
জার্মানি
D
যুক্তরাজ্য
কার্ল মার্কস
-
জন্ম: ৫ মে ১৮১৮, ট্রায়ার, রাইন প্রদেশ, জার্মানি।
-
তিনি একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ।
-
সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৪ মার্চ ১৮৮৩, লন্ডন।
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
The Communist Manifesto
-
Das Kapital
-
The German Ideology
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
কোন দুইটি দেশের মাঝে বিশ্বের দীর্ঘতম সীমান্ত অবস্থিত?
Created: 1 month ago
A
আর্জেন্টিনা-চিলি
B
চীন-রাশিয়া
C
যুক্তরাষ্ট্র-কানাডা
D
রাশিয়া-কাজাখস্তান
বিশ্বের দীর্ঘতম সীমান্ত
-
যুক্তরাষ্ট্র ও কানাডা: বিশ্বের দীর্ঘতম সীমান্ত, প্রায় ৮,৮৯৩ কিলোমিটার দীর্ঘ।
অন্যান্য উল্লেখযোগ্য দীর্ঘ সীমান্তরেখা:
-
রাশিয়া-কাজাখস্তান: বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত।
-
আর্জেন্টিনা-চিলি: বিশ্বের তৃতীয় দীর্ঘতম সীমান্ত।
-
চীন-রাশিয়া: বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম সীমান্ত।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।

0
Updated: 1 month ago