মেসোপটেমিয়া সভ্যতার সাথে কোন নদীটি জড়িত?
A
নীলনদ
B
ইউফ্রেটিস
C
ভলগা
D
দানিয়ুব
উত্তরের বিবরণ
মেসোপটেমীয় সভ্যতা
-
মেসোপটেমীয়া একটি গ্রিক শব্দ, যার অর্থ “দুই নদীর মধ্যবর্তী ভূমি”।
-
টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উপত্যকাটির নাম মেসোপটেমিয়া, যা গ্রীক লেখকরা নামকরণ করেন।
-
মেসোপটেমিয়া দুই ভাগে বিভক্ত ছিল: উত্তর অংশ: অ্যাসেরীয়, দক্ষিণ অংশ: মেসোপটেমিয়া। তবে এটি মূলত একটি অভিন্ন এলাকা হিসাবেই পরিচিত।
-
এই অঞ্চলে খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে বিশ্বের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল।
-
বর্তমান ভৌগোলিক অবস্থান: প্রাচীন মেসোপটেমিয়ার বেশিরভাগ অঞ্চল বর্তমান ইরাকের মধ্যে অবস্থিত। এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতের কিছু অংশে এই সভ্যতার অবশেষ রয়েছে।
-
মেসোপটেমিয়ার মানুষ বহু-ঈশ্বরবাদী ছিলেন।
উৎস: হিস্টোরি.কম ও ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৩৮ সালে
B
১৯৩৯ সালে
C
১৯৪৯ সালে
D
১৯৫১ সালে
গণচীন
-
১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়।
-
এই দিনে চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়ি সিংহাসন থেকে উৎখাত হন।
-
১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
-
১৯৪৯ সালের ১লা অক্টোবর China বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
-
মাও সেতুংকে গণচীনের জনক বলা হয়।
উল্লেখযোগ্য ঘটনা:
-
১৯১১ সালের অক্টোবর: সান ইয়েৎ সেন এর নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব।
-
১৯৬৬-১৯৭৬: মাও সেতুং-এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
Created: 1 month ago
A
ব্যারন রথচাইল্ড
B
থিয়োডোর হার্জেল
C
আর্থার বেলফোর
D
মেনোটেম বেগিন
ইসরাইল
-
১৯৪৮ সালের ১৪ মে ব্রিটেন ফিলিস্তিন ছেড়ে গেলে ইহুদিরা নিজস্ব রাষ্ট্র ইসরাইল ঘোষণা করে।
-
ইসরাইল একমাত্র দেশ যেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সরাসরি প্রদান করা হয়, বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদি হোক না কেন।
-
ইতিহাসে “ইসরাইল” নামে পূর্বে কোনো রাষ্ট্র ছিল না।
-
ইসরাইলের স্বপ্নদ্রষ্টা ছিলেন অস্ট্রিয়ান সাংবাদিক থিওডোর হার্জেল।
-
১৮৯৬ সালে তিনি ‘জুডেনস্টাট’ বা ‘ইহুদি রাষ্ট্র’ শীর্ষক বই লিখেন, যা ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী।
-
হার্জেল লিখেছেন, “আমরা সেখানে (ফিলিস্তিনে) এশিয়ার বিরুদ্ধে ইউরোপের দুর্গপ্রাচীর বানাব।”
-
যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রথম স্বীকৃতি প্রদান করে।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
ইউরোপে প্রথম শিল্প বিপ্লব কত শতকে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
সতের শতকে
B
আঠার শতকে
C
উনিশ শতকে
D
বিশ শতকে
প্রথম শিল্প বিপ্লব
-
প্রথম শিল্প বিপ্লব ছিল যুগান্তকারী প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা।
-
এটি প্রায় ১৭৬০ সালে গ্রেট ব্রিটেনে শুরু হয়।
-
১৮৪০ সালের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে।
-
বিপ্লবটি যন্ত্রনির্ভর উৎপাদনের যুগের সূচনা করে।
-
সময়কাল: আনুমানিক ১৭৬০ – ১৮৪০ (অষ্টাদশ শতাব্দী)।
-
প্রধান কেন্দ্র: গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড), পরে ইউরোপ ও আমেরিকা।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago