A
নীলনদ
B
ইউফ্রেটিস
C
ভলগা
D
দানিয়ুব
উত্তরের বিবরণ
মেসোপটেমীয় সভ্যতা
-
মেসোপটেমীয়া একটি গ্রিক শব্দ, যার অর্থ “দুই নদীর মধ্যবর্তী ভূমি”।
-
টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উপত্যকাটির নাম মেসোপটেমিয়া, যা গ্রীক লেখকরা নামকরণ করেন।
-
মেসোপটেমিয়া দুই ভাগে বিভক্ত ছিল: উত্তর অংশ: অ্যাসেরীয়, দক্ষিণ অংশ: মেসোপটেমিয়া। তবে এটি মূলত একটি অভিন্ন এলাকা হিসাবেই পরিচিত।
-
এই অঞ্চলে খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে বিশ্বের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল।
-
বর্তমান ভৌগোলিক অবস্থান: প্রাচীন মেসোপটেমিয়ার বেশিরভাগ অঞ্চল বর্তমান ইরাকের মধ্যে অবস্থিত। এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতের কিছু অংশে এই সভ্যতার অবশেষ রয়েছে।
-
মেসোপটেমিয়ার মানুষ বহু-ঈশ্বরবাদী ছিলেন।
উৎস: হিস্টোরি.কম ও ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
Created: 1 week ago
A
দ্বাদশ লুই
B
ষোড়শ লুই
C
নেপোলিয়ন
D
ডিউক অব ওয়েলিংটন
ফরাসি বিপ্লব
-
ফরাসি বিপ্লবের পেছনে ফ্রান্সের রাজনৈতিক অনিয়ম ও স্বৈরতান্ত্রিক শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
চতুর্দশ লুইয়ের শাসনামলে ফ্রান্স শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু তার সাম্রাজ্যবাদী নীতি দেশের ভিতর থেকে দুর্বলতা সৃষ্টি করে।
-
পুত্র পঞ্চদশ লুইয়ের অতিরিক্ত খরচের কারণে এই দুর্বলতা আরও বৃদ্ধি পায়।
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই, যিনি ১৭৭৪ সালে সিংহাসনে বসে ক্রমশ অরাজক পরিস্থিতির মধ্যে পড়েন।
-
আর্থ-সামাজিক বৈষম্য ও রাজনৈতিক দুর্বলতা একত্রিত হয়ে ১৭৮৯ সালে বিস্ফোরক পরিস্থিতি সৃষ্টি করে।
-
ফরাসি বিপ্লবের মূল স্লোগান ছিল “স্বাধীনতা, সাম্য, মৈত্রী”।
-
দার্শনিক রুশো ও ভলতেয়ার তাদের লেখনীর মাধ্যমে বিপ্লবকে প্রেরণা যুগিয়েছিলেন।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই, বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
-
এই বিপ্লব প্রায় ১০ বছর স্থায়ী হয়।
-
রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে, যা রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক ছিল।
-
ফরাসি বিপ্লবের “শিশু” হিসেবে পরিচিত নেপোলিয়ন বোনাপার্ট।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
পারমানবিক বোমার আবিষ্কারক কে?
Created: 1 week ago
A
আইনস্টাইন
B
ওপেন হেইমার
C
বিসমার্ক
D
ক্লেমেন শো
পারমাণবিক বোমা
-
পারমাণবিক বোমা আবিষ্কার করেন জে. রবার্ট ওপেনহেইমার, যিনি একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ।
-
শিক্ষা: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা, এবং গটিংজেন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট।
-
ম্যানহাটন প্রকল্প: মার্কিন সরকারের গবেষণা প্রকল্প, যা প্রথম পারমাণবিক বোমা তৈরি করে।
-
প্রকল্পের বিজ্ঞানীরা দক্ষিণ নিউ মেক্সিকোর আলামোগোর্ডোর কাছে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটান।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
বলশেভিক বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল?
Created: 1 week ago
A
আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
B
কার্ল মার্কস
C
ভ্লাদিমির লেনিন
D
মিখাইল গর্ভাচেভ
বলশেভিক বিপ্লব (অক্টোবর বিপ্লব)
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপকে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলা হয়।
-
বিপ্লবের ফলশ্রুতিতে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
-
এর ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি হন।
-
বিপ্লবের নেতৃত্ব দেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম

0
Updated: 1 week ago