A
১৯৭৮ সালে
B
১৯৭৯ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৮৯ সালে
উত্তরের বিবরণ
ইরানে ইসলামি বিপ্লব
-
১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী-এর নেতৃত্বে ইসলামি বিপ্লব সংঘটিত হয়।
-
বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে।
-
১১ ফেব্রুয়ারি ১৯৭৯-এ ইরানের তৎকালীন সরকারের পতনের মাধ্যমে বিপ্লব পূর্ণতা পায়।
-
বিপ্লবের ফলশ্রুতিতে ইরানের শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভী ক্ষমতাচ্যুত হন।
-
১ এপ্রিল ১৯৭৯-এ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন।
উল্লেখযোগ্য অন্যান্য বিপ্লব:
-
ভেলভেট বিপ্লব: চেকোস্লোভাকিয়ায়, ১৯৮৯।
-
রোজ বিপ্লব: জর্জিয়ায়, ২০০৩।
-
ফরাসি বিপ্লব: ফ্রান্সে, ১৭৮৯।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
বিশ্ব ঐতিহ্য মাচুপিচু কোন দেশে অবস্থিত?
Created: 1 week ago
A
কলম্বিয়া
B
পেরু
C
মেক্সিকো
D
চিলি
মাচুপিচু
-
মাচুপিচু হলো পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার একটি পার্বত্য পাথুরে শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৭০০ ফুট উঁচুতে অবস্থিত।
-
শহরটি ইনকা জনগণ দ্বারা নির্মিত।
-
ষোড়শ শতকে স্পেনিশরা ইনকা সাম্রাজ্য ধ্বংস করলেও মাচুপিচু অজানার মধ্যে থেকে যায়।
-
১৯১১ সালে মার্কিন প্রত্নতাত্ত্বিক হিরাম বিঙহাম মাচুপিচু আবিষ্কার করেন।
-
এটি পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নিদর্শন।
-
ইনকা সভ্যতা দ্বাদশ শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর আন্দিজ পার্বত্য অঞ্চলে রেড ইন্ডিয়ানদের দ্বারা গড়ে উঠে, যা ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ধ্বংস হয়।
উৎস: ইতিহাস.কম এবং ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
বলশেভিক বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল?
Created: 1 week ago
A
আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
B
কার্ল মার্কস
C
ভ্লাদিমির লেনিন
D
মিখাইল গর্ভাচেভ
বলশেভিক বিপ্লব (অক্টোবর বিপ্লব)
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপকে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলা হয়।
-
বিপ্লবের ফলশ্রুতিতে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
-
এর ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি হন।
-
বিপ্লবের নেতৃত্ব দেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম

0
Updated: 1 week ago
আধুনিক সিঙ্গাপুরের জনক হলেন-
Created: 1 week ago
A
লি কুয়ান ইউ
B
সুকর্ণ দিয়ান
C
কুই কিন মিন
D
দিন জু ইউ
লি কুয়ান ইউ
-
আধুনিক সিঙ্গাপুরের জনক হিসেবে পরিচিত লি কুয়ান ইউ।
-
তিনি ১৯৫৯ সালের জুন মাসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন।
-
১৯৫৯ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
-
তাঁর দীর্ঘ শাসনামলে সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশে পরিণত হয়।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago