পারমানবিক বোমার আবিষ্কারক কে?
A
আইনস্টাইন
B
ওপেন হেইমার
C
বিসমার্ক
D
ক্লেমেন শো
উত্তরের বিবরণ
পারমাণবিক বোমা
-
পারমাণবিক বোমা আবিষ্কার করেন জে. রবার্ট ওপেনহেইমার, যিনি একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ।
-
শিক্ষা: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা, এবং গটিংজেন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট।
-
ম্যানহাটন প্রকল্প: মার্কিন সরকারের গবেষণা প্রকল্প, যা প্রথম পারমাণবিক বোমা তৈরি করে।
-
প্রকল্পের বিজ্ঞানীরা দক্ষিণ নিউ মেক্সিকোর আলামোগোর্ডোর কাছে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটান।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
ক্যালকুলাস আবিষ্কার করেন-
Created: 1 month ago
A
নিউটন
B
আইনস্টাইন
C
আল খোয়ারিজিমি
D
নেপিয়ার
সাধারণ জ্ঞান
আইজ্যাক নিউটন
আবিষ্কার ও আবিষ্কারক
প্যাস্কালেন যান্ত্রিক ক্যালকুলেটর
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন
গণিত ও বিজ্ঞানে উল্লেখযোগ্য আবিষ্কার ও অবদান
-
আইজ্যাক নিউটন: ক্যালকুলাস আবিষ্কারক।
-
আলবার্ট আইনস্টাইন: আপেক্ষিকতার তত্ত্বের জন্য খ্যাত।
-
আল-খোয়ারিজমি: গাণিতিক বীজগণিত (Algebra)-এর জনক।
-
জন নেপিয়ার: লঘুগুণ (Logarithm) আবিষ্কারক।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
আলফ্রেড নোবেল কী আবিস্কার করেন?
Created: 1 month ago
A
পেনিসিলিন
B
ডিনামাইট
C
পারমানবিক বোমা
D
রেডিও
আলফ্রেড নোবেল
-
আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ শিল্পপতি।
-
তিনি তাঁর বাবার কারখানায় কাজ শিখেছিলেন।
-
প্রথমে স্টকহোমে এবং পরে জার্মানিতে তিনি রাসায়নিক গবেষণাগার স্থাপন করেন।
-
১৮৬৬ সালে জার্মানির গবেষণাগারে তিনি ডিনামাইট আবিষ্কার করেন।
উল্লেখযোগ্য তথ্য:
-
নোবেলের মৃত্যুর পর ১৮৯৭ সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি গঠিত হয়।
-
১৯০০ সালে প্রতিষ্ঠিত হয় নোবেল ফাউন্ডেশন।
-
১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয়।
-
তাঁর উইল অনুযায়ী, পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়, যা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
আধুনিক সিঙ্গাপুরের জনক হলেন-
Created: 1 month ago
A
লি কুয়ান ইউ
B
সুকর্ণ দিয়ান
C
কুই কিন মিন
D
দিন জু ইউ
লি কুয়ান ইউ
-
আধুনিক সিঙ্গাপুরের জনক হিসেবে পরিচিত লি কুয়ান ইউ।
-
তিনি ১৯৫৯ সালের জুন মাসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন।
-
১৯৫৯ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
-
তাঁর দীর্ঘ শাসনামলে সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশে পরিণত হয়।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago