A
দ্বাদশ লুই
B
ষোড়শ লুই
C
নেপোলিয়ন
D
ডিউক অব ওয়েলিংটন
উত্তরের বিবরণ
ফরাসি বিপ্লব
-
ফরাসি বিপ্লবের পেছনে ফ্রান্সের রাজনৈতিক অনিয়ম ও স্বৈরতান্ত্রিক শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
চতুর্দশ লুইয়ের শাসনামলে ফ্রান্স শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু তার সাম্রাজ্যবাদী নীতি দেশের ভিতর থেকে দুর্বলতা সৃষ্টি করে।
-
পুত্র পঞ্চদশ লুইয়ের অতিরিক্ত খরচের কারণে এই দুর্বলতা আরও বৃদ্ধি পায়।
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই, যিনি ১৭৭৪ সালে সিংহাসনে বসে ক্রমশ অরাজক পরিস্থিতির মধ্যে পড়েন।
-
আর্থ-সামাজিক বৈষম্য ও রাজনৈতিক দুর্বলতা একত্রিত হয়ে ১৭৮৯ সালে বিস্ফোরক পরিস্থিতি সৃষ্টি করে।
-
ফরাসি বিপ্লবের মূল স্লোগান ছিল “স্বাধীনতা, সাম্য, মৈত্রী”।
-
দার্শনিক রুশো ও ভলতেয়ার তাদের লেখনীর মাধ্যমে বিপ্লবকে প্রেরণা যুগিয়েছিলেন।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই, বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
-
এই বিপ্লব প্রায় ১০ বছর স্থায়ী হয়।
-
রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে, যা রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক ছিল।
-
ফরাসি বিপ্লবের “শিশু” হিসেবে পরিচিত নেপোলিয়ন বোনাপার্ট।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হয় কত সালে?
Created: 1 week ago
A
১৯৩৮ সালে
B
১৯৩৯ সালে
C
১৯৪৯ সালে
D
১৯৫১ সালে
গণচীন
-
১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়।
-
এই দিনে চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়ি সিংহাসন থেকে উৎখাত হন।
-
১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
-
১৯৪৯ সালের ১লা অক্টোবর China বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
-
মাও সেতুংকে গণচীনের জনক বলা হয়।
উল্লেখযোগ্য ঘটনা:
-
১৯১১ সালের অক্টোবর: সান ইয়েৎ সেন এর নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব।
-
১৯৬৬-১৯৭৬: মাও সেতুং-এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়-
Created: 1 week ago
A
১৯৭৮ সালে
B
১৯৭৯ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৮৯ সালে
ইরানে ইসলামি বিপ্লব
-
১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী-এর নেতৃত্বে ইসলামি বিপ্লব সংঘটিত হয়।
-
বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে।
-
১১ ফেব্রুয়ারি ১৯৭৯-এ ইরানের তৎকালীন সরকারের পতনের মাধ্যমে বিপ্লব পূর্ণতা পায়।
-
বিপ্লবের ফলশ্রুতিতে ইরানের শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভী ক্ষমতাচ্যুত হন।
-
১ এপ্রিল ১৯৭৯-এ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন।
উল্লেখযোগ্য অন্যান্য বিপ্লব:
-
ভেলভেট বিপ্লব: চেকোস্লোভাকিয়ায়, ১৯৮৯।
-
রোজ বিপ্লব: জর্জিয়ায়, ২০০৩।
-
ফরাসি বিপ্লব: ফ্রান্সে, ১৭৮৯।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
Created: 1 week ago
A
ব্যারন রথচাইল্ড
B
থিয়োডোর হার্জেল
C
আর্থার বেলফোর
D
মেনোটেম বেগিন
ইসরাইল
-
১৯৪৮ সালের ১৪ মে ব্রিটেন ফিলিস্তিন ছেড়ে গেলে ইহুদিরা নিজস্ব রাষ্ট্র ইসরাইল ঘোষণা করে।
-
ইসরাইল একমাত্র দেশ যেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সরাসরি প্রদান করা হয়, বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদি হোক না কেন।
-
ইতিহাসে “ইসরাইল” নামে পূর্বে কোনো রাষ্ট্র ছিল না।
-
ইসরাইলের স্বপ্নদ্রষ্টা ছিলেন অস্ট্রিয়ান সাংবাদিক থিওডোর হার্জেল।
-
১৮৯৬ সালে তিনি ‘জুডেনস্টাট’ বা ‘ইহুদি রাষ্ট্র’ শীর্ষক বই লিখেন, যা ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী।
-
হার্জেল লিখেছেন, “আমরা সেখানে (ফিলিস্তিনে) এশিয়ার বিরুদ্ধে ইউরোপের দুর্গপ্রাচীর বানাব।”
-
যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রথম স্বীকৃতি প্রদান করে।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago