কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
A
ইতালি
B
ফ্রান্স
C
জার্মানি
D
যুক্তরাজ্য
উত্তরের বিবরণ
কার্ল মার্কস
-
জন্ম: ৫ মে ১৮১৮, ট্রায়ার, রাইন প্রদেশ, জার্মানি।
-
তিনি একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ।
-
সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৪ মার্চ ১৮৮৩, লন্ডন।
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
The Communist Manifesto
-
Das Kapital
-
The German Ideology
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
কোন দুইটি দেশের মাঝে বিশ্বের দীর্ঘতম সীমান্ত অবস্থিত?
Created: 1 month ago
A
আর্জেন্টিনা-চিলি
B
চীন-রাশিয়া
C
যুক্তরাষ্ট্র-কানাডা
D
রাশিয়া-কাজাখস্তান
বিশ্বের দীর্ঘতম সীমান্ত
-
যুক্তরাষ্ট্র ও কানাডা: বিশ্বের দীর্ঘতম সীমান্ত, প্রায় ৮,৮৯৩ কিলোমিটার দীর্ঘ।
অন্যান্য উল্লেখযোগ্য দীর্ঘ সীমান্তরেখা:
-
রাশিয়া-কাজাখস্তান: বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত।
-
আর্জেন্টিনা-চিলি: বিশ্বের তৃতীয় দীর্ঘতম সীমান্ত।
-
চীন-রাশিয়া: বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম সীমান্ত।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।

0
Updated: 1 month ago
ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়-
Created: 1 month ago
A
১৯৭৮ সালে
B
১৯৭৯ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৮৯ সালে
ইরানে ইসলামি বিপ্লব
-
১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী-এর নেতৃত্বে ইসলামি বিপ্লব সংঘটিত হয়।
-
বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে।
-
১১ ফেব্রুয়ারি ১৯৭৯-এ ইরানের তৎকালীন সরকারের পতনের মাধ্যমে বিপ্লব পূর্ণতা পায়।
-
বিপ্লবের ফলশ্রুতিতে ইরানের শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভী ক্ষমতাচ্যুত হন।
-
১ এপ্রিল ১৯৭৯-এ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন।
উল্লেখযোগ্য অন্যান্য বিপ্লব:
-
ভেলভেট বিপ্লব: চেকোস্লোভাকিয়ায়, ১৯৮৯।
-
রোজ বিপ্লব: জর্জিয়ায়, ২০০৩।
-
ফরাসি বিপ্লব: ফ্রান্সে, ১৭৮৯।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
Created: 1 month ago
A
ব্যারন রথচাইল্ড
B
থিয়োডোর হার্জেল
C
আর্থার বেলফোর
D
মেনোটেম বেগিন
ইসরাইল
-
১৯৪৮ সালের ১৪ মে ব্রিটেন ফিলিস্তিন ছেড়ে গেলে ইহুদিরা নিজস্ব রাষ্ট্র ইসরাইল ঘোষণা করে।
-
ইসরাইল একমাত্র দেশ যেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সরাসরি প্রদান করা হয়, বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদি হোক না কেন।
-
ইতিহাসে “ইসরাইল” নামে পূর্বে কোনো রাষ্ট্র ছিল না।
-
ইসরাইলের স্বপ্নদ্রষ্টা ছিলেন অস্ট্রিয়ান সাংবাদিক থিওডোর হার্জেল।
-
১৮৯৬ সালে তিনি ‘জুডেনস্টাট’ বা ‘ইহুদি রাষ্ট্র’ শীর্ষক বই লিখেন, যা ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী।
-
হার্জেল লিখেছেন, “আমরা সেখানে (ফিলিস্তিনে) এশিয়ার বিরুদ্ধে ইউরোপের দুর্গপ্রাচীর বানাব।”
-
যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রথম স্বীকৃতি প্রদান করে।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago