A
ইতালি
B
ফ্রান্স
C
জার্মানি
D
যুক্তরাজ্য
উত্তরের বিবরণ
কার্ল মার্কস
-
জন্ম: ৫ মে ১৮১৮, ট্রায়ার, রাইন প্রদেশ, জার্মানি।
-
তিনি একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ।
-
সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৪ মার্চ ১৮৮৩, লন্ডন।
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
The Communist Manifesto
-
Das Kapital
-
The German Ideology
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
Created: 1 week ago
A
ব্যারন রথচাইল্ড
B
থিয়োডোর হার্জেল
C
আর্থার বেলফোর
D
মেনোটেম বেগিন
ইসরাইল
-
১৯৪৮ সালের ১৪ মে ব্রিটেন ফিলিস্তিন ছেড়ে গেলে ইহুদিরা নিজস্ব রাষ্ট্র ইসরাইল ঘোষণা করে।
-
ইসরাইল একমাত্র দেশ যেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সরাসরি প্রদান করা হয়, বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদি হোক না কেন।
-
ইতিহাসে “ইসরাইল” নামে পূর্বে কোনো রাষ্ট্র ছিল না।
-
ইসরাইলের স্বপ্নদ্রষ্টা ছিলেন অস্ট্রিয়ান সাংবাদিক থিওডোর হার্জেল।
-
১৮৯৬ সালে তিনি ‘জুডেনস্টাট’ বা ‘ইহুদি রাষ্ট্র’ শীর্ষক বই লিখেন, যা ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী।
-
হার্জেল লিখেছেন, “আমরা সেখানে (ফিলিস্তিনে) এশিয়ার বিরুদ্ধে ইউরোপের দুর্গপ্রাচীর বানাব।”
-
যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রথম স্বীকৃতি প্রদান করে।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
Created: 1 week ago
A
দ্বাদশ লুই
B
ষোড়শ লুই
C
নেপোলিয়ন
D
ডিউক অব ওয়েলিংটন
ফরাসি বিপ্লব
-
ফরাসি বিপ্লবের পেছনে ফ্রান্সের রাজনৈতিক অনিয়ম ও স্বৈরতান্ত্রিক শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
চতুর্দশ লুইয়ের শাসনামলে ফ্রান্স শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, কিন্তু তার সাম্রাজ্যবাদী নীতি দেশের ভিতর থেকে দুর্বলতা সৃষ্টি করে।
-
পুত্র পঞ্চদশ লুইয়ের অতিরিক্ত খরচের কারণে এই দুর্বলতা আরও বৃদ্ধি পায়।
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই, যিনি ১৭৭৪ সালে সিংহাসনে বসে ক্রমশ অরাজক পরিস্থিতির মধ্যে পড়েন।
-
আর্থ-সামাজিক বৈষম্য ও রাজনৈতিক দুর্বলতা একত্রিত হয়ে ১৭৮৯ সালে বিস্ফোরক পরিস্থিতি সৃষ্টি করে।
-
ফরাসি বিপ্লবের মূল স্লোগান ছিল “স্বাধীনতা, সাম্য, মৈত্রী”।
-
দার্শনিক রুশো ও ভলতেয়ার তাদের লেখনীর মাধ্যমে বিপ্লবকে প্রেরণা যুগিয়েছিলেন।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই, বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
-
এই বিপ্লব প্রায় ১০ বছর স্থায়ী হয়।
-
রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে, যা রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক ছিল।
-
ফরাসি বিপ্লবের “শিশু” হিসেবে পরিচিত নেপোলিয়ন বোনাপার্ট।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
পারমানবিক বোমার আবিষ্কারক কে?
Created: 1 week ago
A
আইনস্টাইন
B
ওপেন হেইমার
C
বিসমার্ক
D
ক্লেমেন শো
পারমাণবিক বোমা
-
পারমাণবিক বোমা আবিষ্কার করেন জে. রবার্ট ওপেনহেইমার, যিনি একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ।
-
শিক্ষা: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা, এবং গটিংজেন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট।
-
ম্যানহাটন প্রকল্প: মার্কিন সরকারের গবেষণা প্রকল্প, যা প্রথম পারমাণবিক বোমা তৈরি করে।
-
প্রকল্পের বিজ্ঞানীরা দক্ষিণ নিউ মেক্সিকোর আলামোগোর্ডোর কাছে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটান।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago