কোন দুইটি দেশের মাঝে বিশ্বের দীর্ঘতম সীমান্ত অবস্থিত?
A
আর্জেন্টিনা-চিলি
B
চীন-রাশিয়া
C
যুক্তরাষ্ট্র-কানাডা
D
রাশিয়া-কাজাখস্তান
উত্তরের বিবরণ
বিশ্বের দীর্ঘতম সীমান্ত
-
যুক্তরাষ্ট্র ও কানাডা: বিশ্বের দীর্ঘতম সীমান্ত, প্রায় ৮,৮৯৩ কিলোমিটার দীর্ঘ।
অন্যান্য উল্লেখযোগ্য দীর্ঘ সীমান্তরেখা:
-
রাশিয়া-কাজাখস্তান: বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত।
-
আর্জেন্টিনা-চিলি: বিশ্বের তৃতীয় দীর্ঘতম সীমান্ত।
-
চীন-রাশিয়া: বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম সীমান্ত।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।

0
Updated: 1 month ago
হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
অস্ট্রেলিয়া
হিউম্যান রাইটস ওয়াচ:
- যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, থাকে।
- পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ।
- মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর সদর দপ্তর নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

0
Updated: 1 month ago
কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
Created: 1 month ago
A
ইতালি
B
ফ্রান্স
C
জার্মানি
D
যুক্তরাজ্য
কার্ল মার্কস
-
জন্ম: ৫ মে ১৮১৮, ট্রায়ার, রাইন প্রদেশ, জার্মানি।
-
তিনি একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ।
-
সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৪ মার্চ ১৮৮৩, লন্ডন।
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
The Communist Manifesto
-
Das Kapital
-
The German Ideology
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কতটি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়?
Created: 1 week ago
A
২৭০টি
B
২৬০টি
C
২৭২টি
D
২৭৫টি
মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কৃত হয় ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাসের মাধ্যমে। দেশটি যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ৪ জুলাই ১৭৭৬ সালে, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
-
প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি
-
বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি
-
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই
-
ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮টি
-
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম ইলেক্টোরাল ভোট: ২৭০টি
-
আইনসভা (কংগ্রেস): দ্বিকক্ষ বিশিষ্ট
-
নিম্নকক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
-
উচ্চকক্ষ: সিনেট
-
-
বর্তমান প্রেসিডেন্ট: জো বাইডেন
-
যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়: ফ্রান্স

0
Updated: 1 week ago