A
আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
B
কার্ল মার্কস
C
ভ্লাদিমির লেনিন
D
মিখাইল গর্ভাচেভ
উত্তরের বিবরণ
বলশেভিক বিপ্লব (অক্টোবর বিপ্লব)
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপকে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলা হয়।
-
বিপ্লবের ফলশ্রুতিতে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
-
এর ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি হন।
-
বিপ্লবের নেতৃত্ব দেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম

0
Updated: 1 week ago
ইউরোপে প্রথম শিল্প বিপ্লব কত শতকে সংঘটিত হয়?
Created: 1 week ago
A
সতের শতকে
B
আঠার শতকে
C
উনিশ শতকে
D
বিশ শতকে
প্রথম শিল্প বিপ্লব
-
প্রথম শিল্প বিপ্লব ছিল যুগান্তকারী প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা।
-
এটি প্রায় ১৭৬০ সালে গ্রেট ব্রিটেনে শুরু হয়।
-
১৮৪০ সালের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে।
-
বিপ্লবটি যন্ত্রনির্ভর উৎপাদনের যুগের সূচনা করে।
-
সময়কাল: আনুমানিক ১৭৬০ – ১৮৪০ (অষ্টাদশ শতাব্দী)।
-
প্রধান কেন্দ্র: গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড), পরে ইউরোপ ও আমেরিকা।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হয় কত সালে?
Created: 1 week ago
A
১৯৩৮ সালে
B
১৯৩৯ সালে
C
১৯৪৯ সালে
D
১৯৫১ সালে
গণচীন
-
১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়।
-
এই দিনে চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়ি সিংহাসন থেকে উৎখাত হন।
-
১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
-
১৯৪৯ সালের ১লা অক্টোবর China বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
-
মাও সেতুংকে গণচীনের জনক বলা হয়।
উল্লেখযোগ্য ঘটনা:
-
১৯১১ সালের অক্টোবর: সান ইয়েৎ সেন এর নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব।
-
১৯৬৬-১৯৭৬: মাও সেতুং-এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
'সনোরা লাইন' কোন দুইটি দেশের মাঝে অবস্থিত?
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র-মেক্সিকো
B
কানাডা-যুক্তরাষ্ট্র
C
জার্মানি- ফ্রান্স
D
ভারত- আফগানিস্তান
সনোরা লাইন
-
সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে পৃথককারী সীমান্তরেখা।
-
এটি মেক্সিকোর সনোরা প্রদেশকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে আলাদা করে।
-
এই সীমান্তরেখা ১৮৫৩ সালে নির্ধারিত হয়।
-
এর বিপরীতে, ৪৯° উত্তর অক্ষরেখা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত হিসেবে কাজ করে।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 1 week ago