How many government EPZs are currently in Bangladesh?
A
7
B
8
C
9
D
10
উত্তরের বিবরণ
বাংলাদেশে ইপিজেড (EPZ)
মোট সংখ্যা
-
বাংলাদেশের মোট ইপিজেড: ৯টি
-
সরকারি: ৮টি
-
বেসরকারি: ১টি
-
প্রধান ইপিজেড
-
চট্টগ্রাম ইপিজেড
-
প্রথম ইপিজেড
-
যাত্রা শুরু: ১৯৮৩
-
-
ঢাকা ইপিজেড
-
অবস্থান: সাভার, ঢাকা
-
-
উত্তরা ইপিজেড
-
একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড
-
অবস্থান: নীলফামারী
-
-
মংলা ইপিজেড
-
অবস্থান: বাগেরহাট
-
-
আদমজী ইপিজেড
-
অবস্থান: নারায়ণগঞ্জ
-
-
কর্ণফুলী ইপিজেড
-
অবস্থান: পতেঙ্গা, চট্টগ্রাম
-
বিঃদ্রঃ
-
বাজারের কিছু গাইড বইতে মোট ইপিজেড সংখ্যা ১০টি লেখা হলেও সঠিক সংখ্যা ৯টি।
সূত্র: বেপজা ওয়েবসাইট

0
Updated: 1 month ago
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
নীলফামারী
B
সৈয়দপুর
C
রংপুর
D
গাইবান্ধা
সরকারি EPZ (Export Processing Zone)
-
বাংলাদেশে সরকারি EPZ-এর সংখ্যা ৮টি।
-
অবস্থানগুলো:
-
চট্টগ্রাম
-
সাভার
-
মংলা (খুলনা)
-
উত্তরা (নীলফামারী)
-
ঈশ্বরদী (পাবনা)
-
কুমিল্লা
-
কর্ণফুলী (চট্টগ্রাম)
-
আদমজী (নারায়ণগঞ্জ)
-
-
সরকারি EPZ প্রতিষ্ঠা করা হয় ১৯৮৩ সালে, যা ১৯৮০ সালে বাংলাদেশ সরকারের সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী পরিচালিত।
-
বাংলাদেশের EPZ-এর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পাদন করে BEPZA।
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ হলো উত্তরা, নীলফামারী।
উৎস: BEPZA ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের ’জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
Created: 1 month ago
A
মেজর খালেদ মোশাররফ
B
মেজর জামিল চৌধুরি
C
মেজর জিয়াউর রহমান
D
মেজর সফিউল্লাহ
মুক্তিবাহিনীর ব্রিগেডসমূহ
জেড ফোর্স
-
মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড, জেড ফোর্স, জুলাই মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটির নামকরণ করা হয়েছে মেজর জিয়াউর রহমানের ইংরেজি আদ্যক্ষর ‘জেড’ অনুসারে।
-
এটি গঠিত হয় ১ম, ৩য় এবং ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
এস ফোর্স
-
দ্বিতীয় নিয়মিত ব্রিগেড, এস ফোর্স, অক্টোবর মাসে গঠিত হয়।
-
এতে অংশ নেয় দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা।
-
ব্রিগেডের অধিনায়ক ছিলেন সফিউল্লাহ।
কে ফোর্স
-
কে ফোর্স গঠিত হয় ৭ই অক্টোবর, যার সদস্যরা ছিলেন ৪র্থ, ৯ম এবং ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা।
-
ব্রিগেডের অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ, এবং ব্রিগেডটির নামকরণ করা হয় তার ইংরেজি আদ্যক্ষর ‘কে’ অনুসারে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়?
Created: 5 days ago
A
সাভার
B
চট্টগ্রাম
C
মংলা
D
গাজীপুর
বাংলাদেশের প্রথম ইপিজেড (EPZ) স্থাপিত হয় চট্টগ্রামের পতেঙ্গায় ১৯৮৩ সালে, যা দেশের শিল্পায়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি দেশের রপ্তানি খাতকে শক্তিশালী করতে ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে গঠিত হয়। পরে, ১৯৯৩ সালে দ্বিতীয় ইপিজেড হিসেবে ঢাকা ইপিজেড প্রতিষ্ঠিত হয় সাভারে।

0
Updated: 5 days ago