A
4.36%
B
4.91%
C
5.12%
D
5.82%
উত্তরের বিবরণ
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ (বাংলাদেশ)
সূচক | তথ্য |
---|---|
মাথাপিছু জাতীয় আয় (Per Capita GNI) | ২,৭৮৪ মার্কিন ডলার |
মাথাপিছু জিডিপি (Per Capita GDP) | ২,৬৭৫ মার্কিন ডলার |
মোট জাতীয় আয় (চলতি মূল্যে GNI) | ৩,০৬,১৪৪ কোটি টাকা |
স্থির মূল্যে জিডিপি (GDP) | ৩৩,৯৭,২৩১ কোটি টাকা |
স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধি | ৫.৮২% |
মোট রপ্তানি আয় | ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার |
মোট আমদানি ব্যয় | ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার |
মূল্যস্ফীতি হার | ৯.৭৪% |
সাক্ষরতার হার (৭ বছর ঊর্ধ্ব) | ৭৭.৯% |
দারিদ্র্যের হার | ১৮.৭% |
চরম দারিদ্র্যের হার | ৫.৬% |
সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪

0
Updated: 1 week ago
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
Created: 3 months ago
A
রাজশাহী
B
ফরিদপুর
C
রংপুর
D
যশোর
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
---------------
তুলা চাষ:
- ১৯৭৩-৭৪ সনে বাংলাদেশে সমভূমির তুলাচাষ শুরু হওয়ার পর থেকে তুলা চাষ এলাকা ও উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
- বর্তমানে সমতল এলাকার ৩৪টি জেলায় সমভূমির জাতের তুলার আবাদ হচ্ছে এবং অতি সম্প্রতি ৩টি পার্বত্য জেলাতেও পাহাড়ি জাতের পাশাপাশি সমভূমির জাতের তুলার চাষাবাদ হচ্ছে।
- ঝিনাইদহ জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী।
- পাহাড়ি তুলা এপ্রিল-মে মাসে এবং সমভূমির তুলা জুলাই-আগস্ট মাসে বপন করা হয়।
- পাহাড়ি তুলা ডিসেম্বর-জানুয়ারি মাসে এবং সমভূমির তুলা জানুয়ারি-মার্চ মাসে উত্তোলন করা হয়।
- বর্তমানে তুলা উন্নয়ন বোর্ড তুলা গবেষণা, এর সম্প্রসারণ, বীজ উৎপাদন ও বিতরণ, প্রশিক্ষণ, বাজারজাতকরণ ও জিনিং এবং ঋণ বিতরণ প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
- ১৯৭৬-৭৭ সালে আমেরিকা হতে নতুন তুলার জাত প্রবর্তনের মাধ্যমে দেশে ব্যপক পরিমানে তুলা চাষ শুরু হয়।
- ১৯৯১ সালে তুলা গবেষণার দায়িত্ব বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান হতে তুলা উন্নয়ন বোর্ডের নিকট স্থানান্তর করা হয়।
তুলার চাষকৃত জাতগুলো:
- সমতল এলাকায় বর্তমানে, সিবি-৫, সিবি-৯ সিবি-১০ ও সিবি-১১ প্রভৃতি উচ্চফলনশীল জাতের তুলা এবং
- হাইব্রিড জাতের মধ্যে হীরা ও রূপালী-১ ও ডিএম-১ জাতের তুলা চাষ হচ্ছে।
- এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি তুলা-১ ও পাহাড়ি তুলা-২ নামে উচ্চফলনশীল জাতের তুলা চাষ হয়।
২০২২-২৩ মৌসুমে আশতুলা উৎপাদন:
কুষ্টিয়া- ৩০৭৪৫,
চুয়াডাংগা- ৩০১৯৬,
ঝিনাইদহ- ২৯০৭৭,
যশোর - ২১৭৩২।
২০২২-২৩ মৌসুমে বীজতুলা উৎপাদন:
কুষ্টিয়া-১৩৯৮৯,
চুয়াডাংগা- ১৩৭৩৯,
ঝিনাইদহ- ১৩২৩০,
যশোর - ৯৮৮৮।
বাংলাদেশের এই চারটি জেলায় সবচেয়ে বেশি তুলা চাষ ও উৎপাদন হয়ে থাকে।
অর্থ্যাৎ- যশোর অঞ্চল তুলা চাষের জন্য বিখ্যাত।
সে হিসেবে উত্তর - যশোর গ্রহণ করা হয়েছে।
উৎস- বাংলাপিডিয়া, তুলা উন্নয়ন বোর্ডের বার্ষিক প্রতিবেদন ২০২২-২৩।

0
Updated: 3 months ago
What is the per capita national income of Bangladesh according to the Economic Survey 2024?
Created: 1 week ago
A
2,784 US dollars
B
2,500 US dollars
C
2,600 US dollars
D
2,675 US dollars
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ (বাংলাদেশ)
সূচক | তথ্য |
---|---|
মাথাপিছু জাতীয় আয় (Per Capita GNI) | ২,৭৮৪ মার্কিন ডলার |
মাথাপিছু জিডিপি (Per Capita GDP) | ২,৬৭৫ মার্কিন ডলার |
মোট জাতীয় আয় (চলতি মূল্যে GNI) | ৩,০৬,১৪৪ কোটি টাকা |
স্থির মূল্যে জিডিপি (GDP) | ৩৩,৯৭,২৩১ কোটি টাকা |
জিডিপি প্রবৃদ্ধির হার (স্থির মূল্যে) | ৫.৮২% |
মোট রপ্তানি আয় | ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার |
মোট আমদানি ব্যয় | ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার |
মূল্যস্ফীতি হার | ৯.৭৪% |
সাক্ষরতার হার (৭ বছর ঊর্ধ্ব) | ৭৭.৯% |
দারিদ্র্যের হার | ১৮.৭% |
চরম দারিদ্র্যের হার | ৫.৬% |
সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪

0
Updated: 1 week ago
How many years is the duration of the medium-term plan?
Created: 1 week ago
A
1 to 6 years
B
1 to 5 years
C
2 to 6 years
D
1 to 3 years
পরিকল্পনার ধরন
১. স্বল্পমেয়াদি পরিকল্পনা (Short-term plan)
-
মেয়াদ: সাধারণত ১ বছর বা তার কম।
-
ধরন: দুটি প্রকার—
-
এ্যাকশন প্লান (Action Plan)
-
রি-এ্যাকশন প্লান (Re-action Plan)
-
২. মধ্যমেয়াদি পরিকল্পনা (Medium-term plan)
-
মেয়াদ: সাধারণত ১ বছর থেকে ৫ বছর।
-
লক্ষ্য: মধ্যম ও প্রথম স্তরের ব্যবস্থাপকদের জন্য গুরুত্বপূর্ণ।
৩. দীর্ঘমেয়াদি পরিকল্পনা (Long-term plan)
-
মেয়াদ: সাধারণত ৫ বছরের বেশি।
উৎস: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago