A
2025
B
2028
C
2026
D
2030
উত্তরের বিবরণ
বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ
মূল তথ্য
-
বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসি (Least Developed Country) তে অন্তর্ভুক্ত হয়।
-
২০২6 সালে বাংলাদেশ এলডিসি থেকে সম্পূর্ণভাবে উত্তীর্ণ হবে।
-
এ সিদ্ধান্ত জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (CDP) গ্রহণ করে।
-
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
-
২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রস্তুতিকালীন সময় নির্ধারণ করা হয়েছে।
অতিরিক্ত সুবিধা
-
ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ২০২৬ সালের পর আরও ৩ বছর (অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত) শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা ভোগ করবে।
সূত্র: UN ওয়েবসাইট ও প্রথম আলো

0
Updated: 1 week ago