In which district is the Barapukuria coal mine located?
A
Joypurhat
B
Rangpur
C
Dinajpur
D
Naogaon
উত্তরের বিবরণ
বড়পুকুরিয়া কয়লা খনি
অবস্থান
-
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের ভবানীপুর বাজারের দক্ষিণে বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত।
কয়লার ধরন ও উৎপাদন
-
এখানে বিটুমিনাস কয়লা উত্তোলন করা হয়, যা সবচেয়ে দামী কয়লা হিসেবে পরিচিত।
-
বার্ষিক উৎপাদন: প্রায় ১০ লক্ষ মেট্রিক টন।
ব্যবহার ও বিতরণ
-
উত্তোলিত কয়লা দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করার পাশাপাশি স্থানীয় শিল্পকারখানায় বিক্রি করা হয়।
-
কয়লাকে কেন্দ্র করে এখানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে, যা কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করে।
গুরুত্ব
-
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার একটি প্রসিদ্ধ স্থান হিসেবে বড়পুকুরিয়া কয়লা খনি পরিচিত।
সূত্র: বড়পুকুরিয়া কয়লা খনি ও দিনাজপুর জেলা ওয়েবসাইট

0
Updated: 1 month ago
Where is the first oil field in Bangladesh located?
Created: 1 month ago
A
Haripur, Sylhet
B
Shahbazpur, Bhola
C
Sangu, Chattogram
D
Titas, Brahmanbaria
হরিপুর তেলক্ষেত্র
আবিষ্কার ও উৎপাদন
-
বাংলাদেশে প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে।
-
১৯৮৭ সালের জানুয়ারি থেকে তেল উৎপাদন শুরু হয়।
-
এর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে প্রবেশ করে।
-
১৯৯৪ সালের জুলাই থেকে উৎপাদন স্থগিত রয়েছে।
তেলের বৈশিষ্ট্য
-
রঙ: গাঢ় বাদামী।
-
ধরন: প্যারাফিনিক শ্রেণীর মোমযুক্ত তেল।
-
ঘনত্ব: মধ্যম মাত্রার।
-
API Gravity মান: ২৮.২০।
উৎপত্তি ও মজুত
-
মহাদেশীয় ভূখণ্ডের উদ্ভিদজাত জৈব পদার্থ হতে সৃষ্টি।
-
উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ ছিল প্রায় ৬ মিলিয়ন ব্যারেল।
-
এই কারণে হরিপুরকে একটি ছোট তেলক্ষেত্র হিসেবে ধরা হয়।
গুরুত্ব
-
বাংলাদেশের প্রথম তেলক্ষেত্র হিসেবে এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
CNG এর মূল দাহ্য পদার্থ কোনটি?
Created: 5 months ago
A
বিউটেন
B
প্রোপেন
C
ইথেন
D
মিথেন
CNG (Compressed Natural Gas) এর মূল দাহ্য পদার্থ হলো মিথেন (Methane)।
- মিথেনের রাসায়নিক সংকেত: CH₄
- এটি একটি হালকা, রঙহীন এবং গন্ধহীন গ্যাস।
- প্রাকৃতিক গ্যাসের প্রায় ৮০-৯০% অংশই মিথেন দিয়ে গঠিত।
এটি পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে পরিচিত কারণ এটি অন্যান্য জ্বালানির তুলনায় কম কার্বন ডাই-অক্সাইড নির্গত করে।

0
Updated: 5 months ago
চুনাপাথর রূপান্তরিত হয়ে কী হয়?
Created: 3 weeks ago
A
মার্বেল
B
কোয়ার্টজাইট
C
স্লেট
D
নিস
রূপান্তরিত শিলা (Metamorphic Rocks) হলো সেই শিলা, যা আগ্নেয় বা পাললিক শিলা প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে।
-
রূপান্তরিত শিলা গঠনে ভূমিকা রাখে—ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া ও ভূগর্ভস্থ তাপ
-
উদাহরণসমূহ:
-
চুনাপাথর → মার্বেল
-
বেলেপাথর → কোয়ার্টজাইট
-
কাদা ও শেল → স্লেট
-
গ্রানাইট → নিস
-
কয়লা → গ্রাফাইট
-

0
Updated: 3 weeks ago