A
টুকুন
B
গোটা
C
টুক
D
খানি
উত্তরের বিবরণ
পদাশ্রিত নির্দেশক (Dependent Determiners)
-
সংজ্ঞা: কোনো পদ বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বা সংখ্যা বোঝানো অব্যয়/প্রত্যয়।
-
ভূমিকা: বাংলা ভাষায় নির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত; ইংরেজিতে Definite Article 'The' এর সমতুল্য।
উদাহরণ:
-
একবচনের জন্য
-
টা, টি, খানা, খানি, গাছা, গাছি
-
-
সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে
-
টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা
-

0
Updated: 1 week ago
টা, টি, খানা ইত্যাদি-
Created: 1 month ago
A
পদাশ্রিত নির্দেশক
B
প্রকৃতি
C
বিভক্তি
D
উপসর্গ
টি, টা, খানা পদাশ্রিত নির্দেশকের উদাহরণ।
-----------------------------
• পদাশ্রিত নির্দেশক:
যে সব অব্যয় বা প্রত্যয় বিশেষ্য ও সর্বনাম পদকে নির্দেশ করার জন্য বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়, সেগুলোকে পদাশ্রিত নির্দেশক বলা হয়।
পদার্শিত নির্দেশকের বচনভেদে প্রয়োগ:
• একবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক: টি, টা, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি।
উদাহরণ: কলমটি, বইটা, বৈঠকখানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।
• বহুবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক: গুলি, গুলা, গুলো ইত্যাদি।
উদাহরণ: আমগুলি, ফলগুলো, বিড়ালগুলা প্রভৃতি।
• কোনো সংখ্যা বা পরিমাপের স্বল্পতা বোঝাতে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক: টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা ইত্যাদি।
উদাহরণ: তিনটে চাল, ভাতটুকু, পায়েসটুকু, এতটুকুন মেয়ে দুটো ভাত, প্রভৃতি।
• পদাশ্রিত নির্দেশক 'গোটা' শব্দটি বচনবাচক ও সংখ্যাবাচক শব্দের আগে বসে অনির্দিষ্টিতা বোঝায়।
যেমন -
- গোটা দেশটাই গোল্লায় গেছে।
- গোটা দুই আম দাও।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
একবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক কোনটি?
Created: 6 days ago
A
গুলিন
B
গোটা
C
টুক
D
গাছি
• পদাশ্রিত নির্দেশক:
কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত নির্দেশক বলে। বচন ভেদে পদাশ্রিত নির্দেশক ভিন্ন হয়।
(ক) একবচনে:
টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন- টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।
(খ) বহুবচনে:
গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নিদের্শক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন মানুষগুলি, লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি।
অন্যদিকে,
• কোনো সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক:
টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 6 days ago