একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয়, তার নাম কী?
A
পদাণু
B
আবেগ
C
বচন
D
যোজক
উত্তরের বিবরণ
বচন (Number)
-
সংজ্ঞা: বচন হলো সংখ্যার ধারণা। এটি গণনাবাচক বিশেষ্য বা সর্বনাম শব্দের সংখ্যা নির্দেশ করে।
-
প্রকারভেদ: একবচন ও বহুবচন
১. একবচন (Singular)
-
লগ্নক ছাড়া বা নির্দিষ্ট নির্দেশকসহ একটি মাত্র বস্তুকে বোঝায়।
-
উদাহরণ:
-
শিক্ষক ক্লাসে এসেছেন।
-
বইটা কোথায় হারিয়ে গেল? (
টা
→ নির্দেশক)
-
২. বহুবচন (Plural)
-
লগ্নক বা নির্দিষ্টক যোগে একবচন শব্দ থেকে বহু বস্তুকে বোঝানো হয়।
-
উদাহরণ:
-
মাঝিরা নৌকা চালায়। (
রা
→ বহুবচন লগ্নক) -
কলমগুলোর দাম অনেক। (
গুলো
→ বহুবচন লগ্নক)
-

0
Updated: 1 month ago
লগ্নক কত প্রকার?
Created: 1 month ago
A
দুই
B
তিন
C
চার
D
পাঁচ
লগ্নক (শব্দে যুক্ত বিশেষ অংশ)
-
শব্দ পদে পরিণত হলে এর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোকেই লগ্নক বলে।
-
লগ্নক প্রধানত ৪ প্রকার:
১. বিভক্তি
-
ক্রিয়ার কাল বা কারক বোঝায়।
-
দুই ভাগ: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি।
-
উদাহরণ: করলাম (লাম = ক্রিয়া-বিভক্তি), কৃষকের (এর = কারক-বিভক্তি)।
২. নির্দেশক
-
পদকে নির্দিষ্ট করে।
-
উদাহরণ: লোকটি, ভালোটুকু (টি, টুকু = নির্দেশক)।
৩. বচন
-
পদে সংখ্যা প্রকাশ করে।
-
উদাহরণ: ছেলেরা, বইগুলো (রা, গুলো = বচন)।
৪. বলক
-
বক্তব্যে জোর আনে।
-
উদাহরণ: তখনই, এখনও (ই, ও = বলক)।

0
Updated: 1 month ago
'বৃক্ষ' শব্দকে বহুবচন করতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
আবলি
B
সমূহ
C
মালা
D
সব
বাংলা ভাষায় প্রাণী বা বস্তুর নামকে বহুবচনে রূপ দিতে ‘-সব’, ‘-সমূহ’, ‘-আবলি’, ‘-মালা’ ইত্যাদি লগ্নক ব্যবহার করা হয়।
• উদাহরণ:
-
সব: ভাইসব, পাখিসব
-
সমূহ: গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ
-
আবলি: নিয়মাবলি, রচনাবলি
-
মালা: মেঘমালা, পর্বতমালা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২৫)।

0
Updated: 1 week ago
বচন অর্থ কী?
Created: 3 months ago
A
সংখ্যার ধারণা
B
গণনার ধারণা
C
ক্রমের ধারণা
D
পরিমাপের ধারণা
‘বচন’ শব্দটি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পরিভাষিক শব্দ। এটি মূলত সংখ্যার ধারণা প্রকাশে ব্যবহৃত হয়। অর্থাৎ, কোনো বিশেষ্য বা সর্বনামের কতজন বা কতগুলো বোঝাতে যে রূপান্তর ঘটে, তাকেই বলে বচন।
বচনের প্রয়োগ:
বচনের প্রয়োগ কেবলমাত্র বিশেষ্য এবং সর্বনাম শব্দের ক্ষেত্রে হয়। অর্থাৎ, ক্রিয়া, বিশেষণ বা অব্যয় প্রভৃতি শব্দে বচনের কোনো প্রভাব থাকে না।
বাংলা ভাষায় বচনের প্রকারভেদ
বাংলা ভাষায় বচন মূলত দুই প্রকার:
-
একবচন:
যা দ্বারা একটি বস্তু, ব্যক্তি বা ধারণা বোঝানো হয়।
উদাহরণ:-
একটি বই
-
একজন খেলোয়াড়
-
সে আসছে
-
-
বহুবচন:
যা দ্বারা একাধিক বস্তু, ব্যক্তি বা ধারণা বোঝানো হয়।
উদাহরণ:-
মেয়েরা স্কুলে যাচ্ছে
-
আমাকে দুটি কলম দিন
-
তিনজন লোক একসঙ্গে গান গাইছে
-
‘বচন’ শব্দের ব্যুৎপত্তি ও অর্থ
-
উৎপত্তি: তৎসম শব্দ, সংস্কৃত ভাষা থেকে আগত।
-
প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ:
বচন = বচ্ (মূল ধাতু) + অন (প্রত্যয়) -
আক্ষরিক অর্থ: বাক্য বা কথা।
তথ্যসূত্র:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
-
নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 months ago