A
অনুভূতি বা ভাব
B
পৌনঃপুনিকতা
C
ধ্বনিব্যঞ্জনা
D
বিশেষণ
উত্তরের বিবরণ
অব্যয় পদের দ্বিরুক্তির উদাহরণ
-
ভাবের গভীরতা বোঝাতে:
-
সবাই হায় হায় করতে লাগল।
-
ছি ছি, তুমি এত খারাপ!
-
-
পৌনঃপুনিকতা বোঝাতে:
-
বার বার সে কামান গর্জে উঠল।
-
-
অনুভূতি বা ভাব বোঝাতে:
-
ভয়ে গা ছম ছম করছে।
-
ফোঁড়াটা টন টন করছে।
-
-
বিশেষণ বোঝাতে:
-
পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
-
-
ধ্বনিব্যঞ্জনা বোঝাতে:
-
ঝির ঝির করে বাতাস বইছে।
-
বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
-

0
Updated: 1 week ago
‘ধামা ধামা ধান।' - বাক্যে 'ধামা ধামা' কী অর্থ প্রকাশ করেছে?
Created: 1 week ago
A
অনুভূতি বোঝাতে
B
আধিক্য
C
ভাবের গভীরতা
D
ধারাবাহিকতা
বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার
-
আধিক্য বোঝাতে
-
রাশি রাশি ধান
-
ধামা ধামা ধান
-
-
সামান্য বোঝাতে
-
আমি জ্বর জ্বর বোধ করছি।
-
-
ধারাবাহিকতা বোঝাতে
-
তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।
-
-
ভাবের গভীরতা বোঝাতে
-
তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।
-
-
অনুভূতি বোঝাতে
-
ভয়ে গা ছম ছম করছে।
-

0
Updated: 1 week ago
অব্যয়ীভাব সমাসে ‘অব্যয়’ পদের অর্থ–
Created: 3 days ago
A
পরিবর্তিত
B
সংকুচিত হয়
C
বৃদ্ধি ঘটে
D
প্রধান থাকে
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত = অজানুলম্বিত।

0
Updated: 3 days ago
উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
Created: 1 month ago
A
বিশেষ্য
B
সর্বনাম
C
অব্যয়
D
বিশেষণ
যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ সৃষ্টি করে তাকে উপসর্গ বলে।

0
Updated: 1 month ago