মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন কোরীয় উপদ্বীপকে কোন সমান্তরাল রেখায় ভাগ করে?
A
৮° অক্ষরেখা
B
২৮° অক্ষরেখা
C
৩৮° অক্ষরেখা
D
৪১° অক্ষরেখা
উত্তরের বিবরণ
৩৮° অক্ষরেখা ও কোরিয়ার বিভাজন
-
১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের পরাজয়ের ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরিয়াকে ৩৮° সমান্তরাল রেখা দিয়ে বিভক্ত করে।
-
এর ফলে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া গঠন করে।
-
উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়।
-
১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে দুই দেশ প্রতিষ্ঠিত হয়।
বিভিন্ন দেশের উল্লেখযোগ্য আন্তর্জাতিক সীমারেখা
-
১০° চ্যানেল: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
২৮তম প্যারালাল: ভারত ও পাকিস্তান
-
৮° চ্যানেল: ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
আলফ্রেড নোবেল কী আবিস্কার করেন?
Created: 1 month ago
A
পেনিসিলিন
B
ডিনামাইট
C
পারমানবিক বোমা
D
রেডিও
আলফ্রেড নোবেল
-
আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ শিল্পপতি।
-
তিনি তাঁর বাবার কারখানায় কাজ শিখেছিলেন।
-
প্রথমে স্টকহোমে এবং পরে জার্মানিতে তিনি রাসায়নিক গবেষণাগার স্থাপন করেন।
-
১৮৬৬ সালে জার্মানির গবেষণাগারে তিনি ডিনামাইট আবিষ্কার করেন।
উল্লেখযোগ্য তথ্য:
-
নোবেলের মৃত্যুর পর ১৮৯৭ সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি গঠিত হয়।
-
১৯০০ সালে প্রতিষ্ঠিত হয় নোবেল ফাউন্ডেশন।
-
১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয়।
-
তাঁর উইল অনুযায়ী, পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়, যা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
চাকা আবিষ্কার কোন সভ্যতার নিদর্শন?
Created: 1 month ago
A
ক্যালডীয় সভ্যতা
B
অ্যাসেরীয় সভ্যতা
C
সুমেরীয় সভ্যতা
D
গ্রিক সভ্যতা
সুমেরীয় সভ্যতা
-
প্রাচীন মেসোপটেমিয়ার সুমেরীয়রা চাকা আবিষ্কার করেছিল।
-
ধারণা করা হয়, প্রায় ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে প্রথমবার চাকার ব্যবহার শুরু হয়।
-
তারা মূলত চাকা ব্যবহার করত কৃষিকাজ ও যানবাহনে।
-
এর ফলে পরিবহন সহজ হয় এবং কৃষি উৎপাদনে দক্ষতা বাড়ে।
-
চাকার কারণে শস্য উৎপাদন বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আসে।
-
প্রথমে তারা পাথরের চাকা তৈরি করে, পরবর্তীতে কাঠ ও ধাতব চাকার উন্নয়ন করে।
-
মানব সভ্যতার বিকাশে চাকার আবিষ্কার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
'সনোরা লাইন' কোন দুইটি দেশের মাঝে অবস্থিত?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র-মেক্সিকো
B
কানাডা-যুক্তরাষ্ট্র
C
জার্মানি- ফ্রান্স
D
ভারত- আফগানিস্তান
সনোরা লাইন
-
সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে পৃথককারী সীমান্তরেখা।
-
এটি মেক্সিকোর সনোরা প্রদেশকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে আলাদা করে।
-
এই সীমান্তরেখা ১৮৫৩ সালে নির্ধারিত হয়।
-
এর বিপরীতে, ৪৯° উত্তর অক্ষরেখা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত হিসেবে কাজ করে।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 1 month ago