A
এরিস্টটল
B
ভলতেয়ার
C
নিকোলা মেকিয়াভেলী
D
রুশো
উত্তরের বিবরণ
নিকোলা মেকিয়াভেলী
-
তিনি রেনেসাঁ যুগের অন্যতম বরপুত্র।
-
তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হলো “The Prince”।
-
নিকোলা মেকিয়াভেলীকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়।
উল্লেখ্য:
-
রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত হলেন এরিস্টটল।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
আলফ্রেড নোবেল কী আবিস্কার করেন?
Created: 1 week ago
A
পেনিসিলিন
B
ডিনামাইট
C
পারমানবিক বোমা
D
রেডিও
সাধারণ জ্ঞান
আবিষ্কার ও আবিষ্কারক
নোবেল পুরস্কার
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন
No subjects available.
আলফ্রেড নোবেল
-
আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ শিল্পপতি।
-
তিনি তাঁর বাবার কারখানায় কাজ শিখেছিলেন।
-
প্রথমে স্টকহোমে এবং পরে জার্মানিতে তিনি রাসায়নিক গবেষণাগার স্থাপন করেন।
-
১৮৬৬ সালে জার্মানির গবেষণাগারে তিনি ডিনামাইট আবিষ্কার করেন।
উল্লেখযোগ্য তথ্য:
-
নোবেলের মৃত্যুর পর ১৮৯৭ সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি গঠিত হয়।
-
১৯০০ সালে প্রতিষ্ঠিত হয় নোবেল ফাউন্ডেশন।
-
১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয়।
-
তাঁর উইল অনুযায়ী, পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়, যা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
কোন যুদ্ধের সাথে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জড়িত ছিলেন?
Created: 1 week ago
A
ক্রিমিয়ার যুদ্ধ
B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
কোরীয় যুদ্ধ
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
-
জন্ম: ১২ মে ১৮২০, ইতালি।
-
ক্রিমিয়ান যুদ্ধের সময় তিনি স্বেচ্ছাসেবী নার্স হিসেবে তুরস্কের সামরিক হাসপাতালে সেবা প্রদান করেন।
-
আহত সৈন্যদের সেবার জন্য তিনি পরিচিত হন “লেডি উইথ দ্য ল্যাম্প” নামে।
-
তাঁর কার্যকলাপের মাধ্যমে নার্সিং পেশায় বৈপ্লবিক পরিবর্তন আসে এবং আধুনিক নার্সিংয়ের ভিত্তি স্থাপিত হয়।
-
তিনি আধুনিক নার্সিংয়ের অগ্রদূত হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৩ আগস্ট ১৯১০, লন্ডন।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
ক্যালকুলাস আবিষ্কার করেন-
Created: 1 week ago
A
নিউটন
B
আইনস্টাইন
C
আল খোয়ারিজিমি
D
নেপিয়ার
সাধারণ জ্ঞান
আইজ্যাক নিউটন
আবিষ্কার ও আবিষ্কারক
প্যাস্কালেন যান্ত্রিক ক্যালকুলেটর
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন
No subjects available.
গণিত ও বিজ্ঞানে উল্লেখযোগ্য আবিষ্কার ও অবদান
-
আইজ্যাক নিউটন: ক্যালকুলাস আবিষ্কারক।
-
আলবার্ট আইনস্টাইন: আপেক্ষিকতার তত্ত্বের জন্য খ্যাত।
-
আল-খোয়ারিজমি: গাণিতিক বীজগণিত (Algebra)-এর জনক।
-
জন নেপিয়ার: লঘুগুণ (Logarithm) আবিষ্কারক।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago