A
পেনিসিলিন
B
ডিনামাইট
C
পারমানবিক বোমা
D
রেডিও
No subjects available.
উত্তরের বিবরণ
আলফ্রেড নোবেল
-
আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ শিল্পপতি।
-
তিনি তাঁর বাবার কারখানায় কাজ শিখেছিলেন।
-
প্রথমে স্টকহোমে এবং পরে জার্মানিতে তিনি রাসায়নিক গবেষণাগার স্থাপন করেন।
-
১৮৬৬ সালে জার্মানির গবেষণাগারে তিনি ডিনামাইট আবিষ্কার করেন।
উল্লেখযোগ্য তথ্য:
-
নোবেলের মৃত্যুর পর ১৮৯৭ সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি গঠিত হয়।
-
১৯০০ সালে প্রতিষ্ঠিত হয় নোবেল ফাউন্ডেশন।
-
১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয়।
-
তাঁর উইল অনুযায়ী, পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়, যা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
Created: 1 month ago
A
রন্টজেন
B
ফ্যারাডে
C
মার্কনি
D
এডিসন
ফনোগ্রাফ আবিষ্কার করেন টমাস আলভা এডিসন।
ফনোগ্রাফ:
- শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হলো ফনোগ্রাফ (Phonograph)।
- ফনোগ্রাফ আবিষ্কার করেন টমাস আলভা এডিসন।
- ফোনোগ্রাফ শব্দ ধারণ (রেকর্ড) করে পরে তা শোনাতে পারে।
- পাতলা এক খণ্ড টিনফয়েলে প্যাঁচানো খাঁজকাটা ধাতব সিলিন্ডার ছিল প্রথম ফোনোগ্রাফ যন্ত্র।
- ফনোগ্রাফকে পরবর্তী সময়ে গ্রামোফোনও বলা হতো।
উল্লেখ্য,
- এডিসনের সবচেয়ে মৌলিক উদ্ভাবন ছিল ফোনোগ্রাফ।
- এটিই ছিল সর্বপ্রথম প্রযুক্তি, যা শব্দ রেকর্ড করে তা পুনরায় শোনাতে সক্ষম হয়।
- ১৮৭৭ সালে এডিসন মেনলো পার্ক ল্যাবে ফনোগ্রাফ আবিষ্কার করেন।
- পরবর্তীকালে আলেক্সান্ডার গ্রাহাম বেলসহ বেশ ক'জন বিজ্ঞানী ফোনোগ্রাফকে আরো উন্নত করে তোলেন।
- টমাস আলভা এডিসন ফনোগ্রাফ এবং বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন।
অন্যদিকে,
- রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন।
- মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার এবং তড়িৎ বিশ্লেষণের জনক হিসাবে পরিচিত।
- মার্কনি বেতার যন্ত্র আবিষ্কার করেন।
উৎস: i) ২১ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
ii) উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 month ago
মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন কোরীয় উপদ্বীপকে কোন সমান্তরাল রেখায় ভাগ করে?
Created: 1 week ago
A
৮° অক্ষরেখা
B
২৮° অক্ষরেখা
C
৩৮° অক্ষরেখা
D
৪১° অক্ষরেখা
৩৮° অক্ষরেখা ও কোরিয়ার বিভাজন
-
১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের পরাজয়ের ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরিয়াকে ৩৮° সমান্তরাল রেখা দিয়ে বিভক্ত করে।
-
এর ফলে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া গঠন করে।
-
উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়।
-
১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে দুই দেশ প্রতিষ্ঠিত হয়।
বিভিন্ন দেশের উল্লেখযোগ্য আন্তর্জাতিক সীমারেখা
-
১০° চ্যানেল: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
২৮তম প্যারালাল: ভারত ও পাকিস্তান
-
৮° চ্যানেল: ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
পারমানবিক বোমার আবিষ্কারক কে?
Created: 1 week ago
A
আইনস্টাইন
B
ওপেন হেইমার
C
বিসমার্ক
D
ক্লেমেন শো
পারমাণবিক বোমা
-
পারমাণবিক বোমা আবিষ্কার করেন জে. রবার্ট ওপেনহেইমার, যিনি একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ।
-
শিক্ষা: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা, এবং গটিংজেন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট।
-
ম্যানহাটন প্রকল্প: মার্কিন সরকারের গবেষণা প্রকল্প, যা প্রথম পারমাণবিক বোমা তৈরি করে।
-
প্রকল্পের বিজ্ঞানীরা দক্ষিণ নিউ মেক্সিকোর আলামোগোর্ডোর কাছে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটান।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago