A
ক্যালডীয় সভ্যতা
B
অ্যাসেরীয় সভ্যতা
C
সুমেরীয় সভ্যতা
D
গ্রিক সভ্যতা
No subjects available.
উত্তরের বিবরণ
সুমেরীয় সভ্যতা
-
প্রাচীন মেসোপটেমিয়ার সুমেরীয়রা চাকা আবিষ্কার করেছিল।
-
ধারণা করা হয়, প্রায় ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে প্রথমবার চাকার ব্যবহার শুরু হয়।
-
তারা মূলত চাকা ব্যবহার করত কৃষিকাজ ও যানবাহনে।
-
এর ফলে পরিবহন সহজ হয় এবং কৃষি উৎপাদনে দক্ষতা বাড়ে।
-
চাকার কারণে শস্য উৎপাদন বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আসে।
-
প্রথমে তারা পাথরের চাকা তৈরি করে, পরবর্তীতে কাঠ ও ধাতব চাকার উন্নয়ন করে।
-
মানব সভ্যতার বিকাশে চাকার আবিষ্কার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
কোন যুদ্ধের সাথে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জড়িত ছিলেন?
Created: 1 week ago
A
ক্রিমিয়ার যুদ্ধ
B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
কোরীয় যুদ্ধ
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
-
জন্ম: ১২ মে ১৮২০, ইতালি।
-
ক্রিমিয়ান যুদ্ধের সময় তিনি স্বেচ্ছাসেবী নার্স হিসেবে তুরস্কের সামরিক হাসপাতালে সেবা প্রদান করেন।
-
আহত সৈন্যদের সেবার জন্য তিনি পরিচিত হন “লেডি উইথ দ্য ল্যাম্প” নামে।
-
তাঁর কার্যকলাপের মাধ্যমে নার্সিং পেশায় বৈপ্লবিক পরিবর্তন আসে এবং আধুনিক নার্সিংয়ের ভিত্তি স্থাপিত হয়।
-
তিনি আধুনিক নার্সিংয়ের অগ্রদূত হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৩ আগস্ট ১৯১০, লন্ডন।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন কোরীয় উপদ্বীপকে কোন সমান্তরাল রেখায় ভাগ করে?
Created: 1 week ago
A
৮° অক্ষরেখা
B
২৮° অক্ষরেখা
C
৩৮° অক্ষরেখা
D
৪১° অক্ষরেখা
৩৮° অক্ষরেখা ও কোরিয়ার বিভাজন
-
১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের পরাজয়ের ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরিয়াকে ৩৮° সমান্তরাল রেখা দিয়ে বিভক্ত করে।
-
এর ফলে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া গঠন করে।
-
উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের অধীনে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়।
-
১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে দুই দেশ প্রতিষ্ঠিত হয়।
বিভিন্ন দেশের উল্লেখযোগ্য আন্তর্জাতিক সীমারেখা
-
১০° চ্যানেল: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
২৮তম প্যারালাল: ভারত ও পাকিস্তান
-
৮° চ্যানেল: ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago
পারমানবিক বোমার আবিষ্কারক কে?
Created: 1 week ago
A
আইনস্টাইন
B
ওপেন হেইমার
C
বিসমার্ক
D
ক্লেমেন শো
পারমাণবিক বোমা
-
পারমাণবিক বোমা আবিষ্কার করেন জে. রবার্ট ওপেনহেইমার, যিনি একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিদ।
-
শিক্ষা: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা, এবং গটিংজেন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট।
-
ম্যানহাটন প্রকল্প: মার্কিন সরকারের গবেষণা প্রকল্প, যা প্রথম পারমাণবিক বোমা তৈরি করে।
-
প্রকল্পের বিজ্ঞানীরা দক্ষিণ নিউ মেক্সিকোর আলামোগোর্ডোর কাছে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটান।
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 week ago