A
শীতলক্ষ্যা
B
বুড়িগঙ্গা
C
মেঘনা
D
তুরাগ
উত্তরের বিবরণ
বাকল্যান্ড বাঁধ:
ঢাকা শহরের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত একটি শহর পরিবেষ্টনী বাঁধ হল বাকল্যান্ড বাঁধ।
১৮৬৪ সালে তৎকালীন নগর কমিশনার সি.টি. বাকল্যান্ড এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন।
নদীর ঘাট পর্যন্ত কার্গো এবং যাত্রীবাহী স্টিমার চলাচল সহজ করতে পাড়ের নিম্নভাগে পলি জমা হওয়া রোধ করা এবং প্লাবন ও ভাঙন থেকে ঢাকা শহরকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এই বাঁধ নির্মাণ করা হয়।
প্রকল্পের প্রথম চাঁদাদাতাদের মধ্যে ছিলেন খাজা আব্দুল গণি এবং ভাওয়াল জমিদার কালীনারায়ণ রায়।
ঢাকার প্রায় সকল সম্পদশালী ব্যক্তির কাছ থেকে চাঁদা সংগ্রহে সাফল্য সত্ত্বেও এই বৃহৎ প্রকল্পের জন্য চাঁদার পরিমাণ অপ্রতুল ছিল। তাই বাকল্যান্ড সরকারি সহযোগিতার দাবি জানিয়ে ধর্নাও দেন।
বাকল্যান্ড বাঁধের দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago