‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ এটি কার উক্তি?
A
সুফিয়া কামাল
B
কায়কোবাদ
C
জসীমউদ্দীন
D
জীবনানন্দ

1
Updated: 4 months ago
“তােমারেই যেন ভালােবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।” - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
Created: 3 days ago
A
অনন্ত প্রেম
B
উপহার
C
ব্যক্ত প্রেম
D
শেষ উপহার
রবীন্দ্রনাথ ঠাকুরের "মানসী" কাব্যগ্রন্থের অন্তর্গত ‘অনন্ত প্রেম’ কবিতার উল্লেখযোগ্য পঙ্ক্তিগুলো গভীর প্রেমের অনুভূতি প্রকাশ করে। কবিতায় প্রিয়তমকে শত রূপে, শতবার, জনমে জনমে ভালোবাসার অমর অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
কবিতায় চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গীতহার গাঁথার মাধ্যমে প্রেমের গভীরতা এবং উপহারের প্রতিফলন ফুটে উঠেছে।
-
"মানসী" কাব্যগ্রন্থ:
-
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এটি ১৮৯০ সালে প্রকাশিত হয়েছে এবং এটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক গ্রন্থ হিসেবে বিবেচিত।
-
বুদ্ধদেব বসু এই কাব্যকে “রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব” হিসেবে উল্লেখ করেছেন।
-
গ্রন্থে মোট ৬৬টি কবিতা অন্তর্ভুক্ত।
-
রবীন্দ্রনাথ নিজে লিখেছেন, “নূতন আবেষ্টনে এই কবিতাগুলি সহসা যেন নবদেহ ধারণ করল।”
-
-
মানসীর কবিতার বিভাজন:
-
কবিতাগুলো মূলত দুই ভাগে বিভক্ত: একদিকে অতীত জীবনের পিছুটানমূলক কবিতা এবং অন্যদিকে নবযৌবনের নিরুদ্ধ উদ্দীপনার খরদীপ্তি।
-
-
উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
উপহার
-
নিস্ফল উপহার
-
ক্ষণিক মিলন
-
নিস্ফল কামনা
-
অহল্যার প্রতি
-
নবদম্পতির প্রেমালাপ
-
মানসিক অভিসার
-
পুরুষের উক্তি
-
নারীর উক্তি
-
ব্যক্ত প্রেম
-
গুপ্ত প্রেম
-
অনন্ত প্রেম
-
শেষ উপহার
-
-
‘অনন্ত প্রেম’ কবিতা:
-
কবিতায় প্রেমিক বা প্রিয়তমকে চিরকাল ধরে অনন্তভাবে ভালোবাসার অনুভূতি ফুটে উঠেছে।
-
প্রেমের গভীরতা প্রকাশ পেয়েছে গীতহার ও উপহারের প্রতীকী ব্যবহার দ্বারা।
-
পঙ্ক্তিগুলোর পুনরাবৃত্তি ও ছন্দ প্রেমের স্থায়িত্ব এবং যুগপৎ অনুভূতির জোরদার প্রতিফলন ঘটায়।
-

0
Updated: 3 days ago
কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
Created: 4 months ago
A
তিনিই সমাজের মাথা
B
মাথা খাটিয়ে কাজ করবে
C
লজ্জায় আমার মাথা কাটা গেল
D
মাথা নেই তার মাথা ব্যথা
• 'মাথা খাটিয়ে কাজ কর' বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত।
অন্যদিকে,
• 'তিনিই সমাজের মাথা' বাক্যে ‘মাথা’ শব্দটি প্রধান ব্যক্তি অর্থে ব্যবহৃত।
• 'লজ্জায় আমার মাথা কাটা গেল' বাক্যে ‘মাথা’ শব্দটি সম্মান অর্থে ব্যবহৃত।
• 'মাথা নেই তার মাথা ব্যাথা' বাক্যে উভয় ‘মাথা’ই মাথা অর্থে ব্যবহৃত।
উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 months ago
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
Created: 4 months ago
A
অগ্রপথিক
B
বিদ্রোহী
C
প্রলয়োল্লাস
D
ধূমকেতু
• 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ:
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'।
- 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী কবি' হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
• অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মহররম।
---------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ।

0
Updated: 4 months ago