A
ফারসি
B
ফরাসি
C
তুর্কি
D
আরবি
উত্তরের বিবরণ
• ‘খারিজ’ 'আরবি' ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
- বায়ুমণ্ডলের চাপ ও তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের ফলে সৃষ্ট প্রবল ঝড়।
আরো কিছু আরবি শব্দ:
- ইবাদত,
- ইনসান,
- এতিম,
- এলাকা,
- মুসাফির ইত্যাদি।

0
Updated: 1 week ago
কোনটি তৎসম শব্দ?
Created: 2 weeks ago
A
কিংবদন্তি
B
হাতি
C
চাঁদ
D
তেঁতুল
যেসব শব্দের সংস্কৃত ভাষা থেকে কোন রূপ পরিবর্তন ছাড়া বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পত্র, মনুষ্য, মস্তক, গ্রহ, কর্ণ ইত্যাদি।

0
Updated: 2 weeks ago
কোনটি সংস্কৃত শব্দ?
Created: 1 week ago
A
ধৰ্ম
B
টোপর
C
ডিঙা
D
ইমান
শব্দের উৎসভিত্তিক উদাহরণ
সংস্কৃত শব্দ: ধৰ্ম → বিশেষ্য পদ।
অর্থ: ঈশ্বর ও উপাসনাপদ্ধতির বিষয়ে মতবাদ।
আরবি শব্দ: ইমান।
বাংলা শব্দ: ডিঙা।
দেশি শব্দ: টোপর।

0
Updated: 1 week ago
নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
Created: 4 weeks ago
A
গিন্নী
B
হস্ত
C
গঞ্জ
D
তসবি
গিন্নি-অর্ধ-তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ-তৎসম মানে আধাসংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ-তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে।
আরো কিছু অর্ধ-তৎসম শব্দ দেওয়া হলো: জোছনা, ছেরাদ্দ, কেষ্ট। অন্যদিকে, সংস্কৃত শব্দ: জ্যোৎস্না, শ্রাদ্ধ, কৃষ্ণ, গৃহিণী, চন্দ্র, সূর্য, আকাশ, হস্ত, মস্তক, চক্ষু, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

0
Updated: 4 weeks ago