A
৬ প্রকার
B
৭ প্রকার
C
৮ প্রকার
D
৯ প্রকার
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ৮ প্রকার
পদসমূহ হলো:
-
বিশেষ্য
-
বিশেষণ
-
সর্বনাম
-
ক্রিয়া
-
অব্যয়
-
সম্বন্ধসূচক
-
করণসূচক
-
বিবিধ (উপসর্গ, অভ্যর্থনা ইত্যাদি)

0
Updated: 1 week ago
বাংলাভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
Created: 3 months ago
A
চাকু, চাকর
B
খদ্দর, হরতাল
C
চা, চিনি
D
রিকশা, রেস্তোঁরা
১। চা
🔹 উৎস: চীনা শব্দ
🔹 অর্থ:
-
Camellia sinensis উদ্ভিদের কচি পাতা যা প্রক্রিয়াজাত করে পানীয় প্রস্তুত করা হয়
-
ফুটন্ত জলে পাতাগুলি দিয়ে তৈরি পানীয়
-
চায়ের সঙ্গে পরিবেশিত হালকা খাবার
২। চিনি
🔹 উৎস: সাধারণভাবে এটি অর্ধ-তৎসম শব্দ, 'শর্করা' থেকে আগত। তবে নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ে একে চীনা শব্দ বলা হয়েছে।
🔹 অর্থ:
-
আখ, বিট ইত্যাদি উদ্ভিদ থেকে প্রাপ্ত মিষ্ট পদার্থ
৩। চাকু (বিশেষ্য)
🔹 উৎস: তুর্কি শব্দ
🔹 অর্থ:
-
ভাঁজ করে রাখা যায় এমন একধরনের ফলাযুক্ত ছুরি
৪। চাকর (বিশেষ্য)
🔹 উৎস: ফারসি শব্দ
🔹 অর্থ:
-
ভৃত্য বা সেবক
-
নির্দিষ্ট কাজের জন্য নিযুক্ত কর্মচারী
-
আজ্ঞাবহ বা তাঁবেদার
৫। হরতাল (বিশেষ্য)
🔹 উৎস: গুজরাটি শব্দ
🔹 অর্থ:
-
ধর্মঘট বা প্রতিবাদস্বরূপ কর্মবিরতি
-
যানবাহন, দোকানপাট, অফিস, আদালত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রাখা
৬। রিকশা
🔹 উৎস: জাপানি শব্দ
🔹 অর্থ:
-
দুই বা তিন চাকার মনুষ্যচালিত যানবাহন
৭। রেস্তোরাঁ (বিশেষ্য)
🔹 উৎস: ফারসি শব্দ
🔹 অর্থ:
-
হোটেল বা চায়ের দোকান যেখানে খাবার পরিবেশিত হয়
📌 মন্তব্য:
বাংলা একাডেমি আধুনিক অভিধান অনুযায়ী 'চিনি' শব্দটি অর্ধ-তৎসম, যদিও কিছু পাঠ্যবইয়ে এটি চীনা শব্দ হিসেবে উল্লেখ আছে। সেই প্রেক্ষিতে অধিক গ্রহণযোগ্য ব্যুৎপত্তির ভিত্তিতে ‘চা’ ও ‘চিনি’ দুটি শব্দের উৎস চীনা হিসেবে ধরা যেতে পারে।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, অভিগম্য অভিধান, পাঠ্যবই (নবম-দশম শ্রেণি)।

0
Updated: 3 months ago
দুর্দমনীয়' বলতে কী বোঝায়?
Created: 1 week ago
A
নষ্ট হওয়াই স্বভাব নয় যার
B
যা নিবারণ করা কষ্টকর
C
যা দমন করা কষ্টকর
D
যা দমন করা যায় না
দুর্দমনীয়
-
অর্থ: যা দমন করা কষ্টকর বা সহজে নিয়ন্ত্রণে আনা যায় না।
অন্যান্য সম্পর্কিত শব্দ:
-
অদম্য – যা দমন করা যায় না।
-
দুর্নিবার – যা নিবারণ করা কষ্টকর।
-
অবিনশ্বর – নষ্ট হওয়াই স্বভাব নয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 week ago
পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে-
Created: 2 months ago
A
টেবিল
B
চেয়ার
C
বালতি
D
শরবত
'বালতি' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ
পর্তুগিজ উপনিবেশিক প্রভাবের ফলে বাংলা ভাষায় বেশ কিছু শব্দ যুক্ত হয়েছে, যা এখন দৈনন্দিন ভাষায় ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
বালতি – হাতলযুক্ত জলপাত্র
-
আনারস – এক ধরনের ফল
-
গির্জা – খ্রিস্টানদের উপাসনালয়
-
পেয়ারা – একটি সুস্বাদু ফল
-
পেঁপে – কাঁচা ও পাকা অবস্থায় খাওয়ার যোগ্য ফল
-
সালোয়ার – একধরনের পোশাক
-
চাবি – তালা খোলার যন্ত্র
-
গুদাম – পণ্য সংরক্ষণের স্থান
-
পাউরুটি – রুটি জাতীয় খাদ্য
-
পাদরি – খ্রিস্টান ধর্মযাজক
-
কামরা – কক্ষ বা রুম
-
বোতল – তরল পদার্থ রাখার পাত্র
-
জানালা – ঘরের আলো ও বাতাস প্রবেশের ফাঁক
-
বোতাম – জামার বন্ধনী
-
তোয়ালে – শরীর মুছতে ব্যবহৃত কাপড়
ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ
ঔপনিবেশিক শাসনকাল ও আধুনিক শিক্ষাব্যবস্থার প্রভাবে বহু ইংরেজি শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে।
উদাহরণ:
-
টেবিল
-
চেয়ার
আরবি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ
ধর্মীয় ও সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে বাংলা ভাষায় অনেক আরবি শব্দ অন্তর্ভুক্ত হয়েছে।
উদাহরণ:
-
শরবত – সুগন্ধযুক্ত মিষ্টি পানীয়
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 months ago