পদ বিবেচনায় শব্দ কত প্রকার?
A
৬ প্রকার
B
৭ প্রকার
C
৮ প্রকার
D
৯ প্রকার
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ৮ প্রকার
পদসমূহ হলো:
-
বিশেষ্য
-
বিশেষণ
-
সর্বনাম
-
ক্রিয়া
-
অব্যয়
-
সম্বন্ধসূচক
-
করণসূচক
-
বিবিধ (উপসর্গ, অভ্যর্থনা ইত্যাদি)

0
Updated: 1 month ago
'ণ-ত্ব বিধান' খাটে না কোন শব্দে?
Created: 1 month ago
A
ভূষণ
B
উত্তরায়ণ
C
ত্রিনয়ণ
D
পরিণয়
• ‘ত্রিনয়ণ’ শব্দে ণ-ত্ব বিধান খাটে না
-
সঠিক শব্দ: ত্রিনয়ন
ণ-ত্ব বিধান:
বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন ব্যবহৃত হয়। এগুলো বাংলা বানানেও মূল রূপে রক্ষিত হয়।
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারই ণ-ত্ব বিধান।
-
ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়।
-
ঋ, র, ষ-এর পরে 'ণ' বসে।
-
বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দে ‘ণ’ ব্যবহারের প্রয়োজন নেই।
যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
ক. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না; এই ক্ষেত্রে ‘ন’ ব্যবহৃত হয়।
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক
খ. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না; সবসময় ‘ন’ হয়।
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন
গ. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দে মূর্ধন্য-ণ লেখার প্রয়োজন নেই।
উদাহরণ:
-
‘ভূষণ’, ‘উত্তরায়ণ’, ‘পরিণয়’ – ণ-ত্ব বিধান অনুসারে সঠিক
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago
কোনটি অনুকার শব্দদ্বিত্ব?
Created: 1 month ago
A
মজার মজার
B
খকখক
C
গুনগুন
D
বুদ্ধিশুদ্ধি
• অনুকার দ্বিত্ব:
-
পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলা হয়। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও দ্বিতীয় শব্দটি প্রায়শই অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে গঠিত হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়।
উদাহরণ:
-
বুঝে-সুঝে
-
অল্পস্বল্প
-
বুদ্ধিশুদ্ধি
-
গুটিশুটি
-
অঙ্ক-টঙ্ক
-
আম-টাম
অন্যান্য দ্বিত্বের ধরণ:
-
পুনরাবৃত্ত দ্বিত্ব: মজার মজার
-
ধ্বন্যাত্মক দ্বিত্ব: খকখক, গুনগুন
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

0
Updated: 1 month ago
’সওগাত’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে?
Created: 1 month ago
A
আরবি
B
তুর্কি
C
ফারসি
D
জাপানি
সওগাত
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘সওগাত’ শব্দটি তুর্কি ভাষা থেকে গৃহীত।
-
এটি একটি বিশেষ্য পদ।
অর্থ: উপহার, ভেট।
তুর্কি ভাষা থেকে গৃহীত কিছু গুরুত্বপূর্ণ শব্দ
উজবুক, বাবুর্চি, বেগম, কাবু, কাঁচি, তোপ, কুর্নিশ, কোর্মা, চাকু, চোগা, তকমা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago