কোন নির্দেশকটি বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়?
A
টা
B
পাটি
C
টি
D
খানা
উত্তরের বিবরণ
পদাশ্রিত নির্দেশক
-
কোনো পদের পরে যুক্ত হয়ে নির্দিষ্টতা প্রকাশ করে।
-
বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি Definite Article "The"-এর সমতুল্য।
প্রত্যয়/অব্যয় উদাহরণ:
-
টা, টি, খানা, খানি, টুকু ইত্যাদি।
বিশেষ শব্দ:
-
তা → দশ তা কাগজ দাও।
-
পাটি → আমার একপাটি জুতো ছিঁড়ে গেছে।

0
Updated: 1 month ago
উক্তি-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√উক্+তি
B
√উচ্ + ক্তি
C
√বচ্+ ক্তি
D
√বচ্+তি
উক্তি = √বচ্ + ক্তি (সংস্কৃত কৃৎ প্রত্যয়)। মুচ + ক্তি = মুক্তি।

0
Updated: 1 month ago
”দোলনা” শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
Created: 2 months ago
A
√দুল্ + অন
B
√দুল্ + অনা
C
√দল্ + ওনা
D
√দুল্ + আন
• ”অনা”- কৃৎ প্রত্যয় যোগে বাংলা শব্দ গঠন:
- √দুল্ + অনা= দুলনা> দোলনা।
- √খেল্ + অনা =খেলনা।
উল্লেখ্য,
- ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
যেমন-
- চল্ (ক্রিয়া প্রকৃতি)+ অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
- চল (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ-প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।

0
Updated: 2 months ago
‘পাঠক’ শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√পাঠ + অক
B
√পঠ + অক
C
√পা + ঠক
D
√পাঠ + টক
কর্তৃবাচ্য ধাতুর পরে 'অক' প্রত্যয় যোগ হয়ে রুট পঠ + অক = পাঠক শব্দটি গঠিত হয়েছে। উদাহরণ: পঠ + অক = পাঠক, দিন + ইক = দৈনিক। এখানে, 'অক' ও ইক' তদ্ধিত প্রত্যয় এবং 'পঠ' ও 'দৈনিক' হলো তদ্ধিতান্ত শব্দ।

0
Updated: 1 month ago