A
২ ভাগে
B
৩ ভাগে
C
৪ ভাগে
D
৫ ভাগে
উত্তরের বিবরণ
গঠন অনুসারে বাংলা শব্দের বিভাজন
১. মৌলিক শব্দ
-
যেসব শব্দ ভেঙে বিশ্লেষণ করা যায় না।
-
এরা মূল আকারেই ব্যবহৃত হয়।
-
উদাহরণ: গোলাপ, নাক, লাল, তিন, ভাই, কলা, মাটি।
২. সাধিত শব্দ
-
যেসব শব্দ মৌলিক শব্দ বা ধাতুর সঙ্গে প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যোগে গঠিত হয়।
-
অর্থাৎ বিশ্লেষণ করলে মূল শব্দ পাওয়া যায়।
-
উদাহরণ: দেশি (দেশ + ই), মাটির (মাটি + র), বোনের (বোন + এর), হাতগুলো (হাত + গুলো), গোলাপী (গোলাপ + য়ী)।

0
Updated: 1 week ago
Ratio শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
Created: 1 month ago
A
নিত্যক্রম
B
ভগ্নাংশ
C
অনুপাত
D
সারি

0
Updated: 1 month ago
কোনটি ইংরেজি শব্দ?
Created: 2 weeks ago
A
ম্যাজেন্টা
B
পিস্তল
C
আলমারি
D
কমা
[প্রদত্ত অপশন অনুসারে সর্বাধিত গ্রহণযোগ্য উত্তর হিসেবে 'কমা' গ্রহণ করা হয়েছে।]
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘কমা’ লাতিন ভাষা থেকে আগত শব্দ।
বাংলা একাডেমি, অভিগম্য অভিধান অনুসারে,
• 'কমা' ইংরেজি ভাষার শব্দ।
- বিশেষ্য পদ,
অর্থ: বিরতি-চিহ্ন বিশেষ।
• ইংরেজি ভাষা থেকে আগত কিছু শব্দ:
এফিডেভিট, এপ্রিল, এমডি, এয়ারপোর্ট, কনফারেন্স, কফিন, কমিটি, ক্যাবিন, ডজন, ডলফিন, তার্পিন।
অন্যদিকে,
• 'ম্যাজেন্টা' ইতালিয়ান শব্দ।
• 'পিস্তল' ফরাসি ভাষার শব্দ।
• ‘আলমারি‘ পর্তুগিজ ভাষার শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।

0
Updated: 2 weeks ago
’মোড়ক’ শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
Created: 6 days ago
A
√মুড় + অক
B
√মুড় + ওক
C
√মোড় + অক
D
√মূড় + অক
“অক” কৃৎ-প্রত্যয় যোগে শব্দ গঠন
উদাহরণ:
-
√মুড় + অক = মোড়ক
-
√ঝল্ + অক = ঝলক
উল্লেখ্য
-
ক্রিয়ামূল বা ধাতু-কে বলা হয় ক্রিয়া-প্রকৃতি বা প্রকৃতি।
-
ক্রিয়া-প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
উদাহরণ:
চল্ (ক্রিয়া-প্রকৃতি) + অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ

0
Updated: 6 days ago