গঠন বিবেচনায় বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
A
২ ভাগে
B
৩ ভাগে
C
৪ ভাগে
D
৫ ভাগে
উত্তরের বিবরণ
গঠন অনুসারে বাংলা শব্দের বিভাজন
১. মৌলিক শব্দ
-
যেসব শব্দ ভেঙে বিশ্লেষণ করা যায় না।
-
এরা মূল আকারেই ব্যবহৃত হয়।
-
উদাহরণ: গোলাপ, নাক, লাল, তিন, ভাই, কলা, মাটি।
২. সাধিত শব্দ
-
যেসব শব্দ মৌলিক শব্দ বা ধাতুর সঙ্গে প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যোগে গঠিত হয়।
-
অর্থাৎ বিশ্লেষণ করলে মূল শব্দ পাওয়া যায়।
-
উদাহরণ: দেশি (দেশ + ই), মাটির (মাটি + র), বোনের (বোন + এর), হাতগুলো (হাত + গুলো), গোলাপী (গোলাপ + য়ী)।

0
Updated: 1 month ago
'দই' শব্দটির উৎস ভাষা কোনটি?
Created: 5 days ago
A
আরবি
B
সংস্কৃত
C
উর্দু
D
পর্তুগীজ
‘দই’ শব্দটির উৎস হলো সংস্কৃত শব্দ ‘দধি’, যার অর্থ জমাট বা ঘন দুধজাত পদার্থ। সময়ের সঙ্গে উচ্চারণের পরিবর্তনে ‘দধি’ শব্দটি রূপান্তরিত হয়ে বর্তমান বাংলা রূপ ‘দই’ হয়েছে।
-
সংস্কৃত ‘দধি’ শব্দের ধ্বনিগত পরিবর্তন বাংলা ভাষার স্বাভাবিক রূপান্তর প্রক্রিয়ার ফল।
-
এই শব্দটি প্রাচীনকাল থেকেই বাংলা উপভাষা ও লোকজ জীবনে ব্যবহৃত হয়ে আসছে।
-
শব্দটির মাধ্যমে বাংলা ভাষায় সংস্কৃতের প্রভাব ও শব্দগঠন প্রক্রিয়ার ধারাবাহিকতা প্রতিফলিত হয়েছে।

0
Updated: 5 days ago
কোনটি সংস্কৃত শব্দ?
Created: 1 month ago
A
কামড়
B
পয়লা
C
মাতা
D
চাউল
সংস্কৃত শব্দ – “মাতা”
-
পদপ্রকার: বিশেষ্য
-
অর্থ: মা, জননী, গর্ভধারিণী, আম্মা, মাতৃ বা কন্যাস্থানীয়া নারী।
দেশি শব্দের উদাহরণ:
-
কামড়
-
চাউল
-
পয়লা
কিছু সংস্কৃত শব্দের উদাহরণ:
-
সূর্য
-
চন্দ্র
-
জল
-
গৃহ
-
মৃত্তিকা
-
রাম
-
রাবণ
-
পুত্র
-
পিতা
-
জননী
-
দেব
-
দেবী
-
দর্শন
-
বয়ন
-
গমন
-
রাত্রি
-
দিবা
-
সৌর্য
-
কৃতিত্ব
-
আদিত্য
-
নারায়ণ
-
বৃক্ষ
-
পশু
-
লতা
-
নর
-
নারী
-
বেদ
-
বেদান্ত
-
উপনিষদ

0
Updated: 1 month ago
নিচের কোনটি গ্রিক শব্দ?
Created: 3 weeks ago
A
দাম
B
লুঙ্গি
C
তুফান
D
কুপন
বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘দাম’ শব্দটি গ্রিক উৎস থেকে এসেছে। এর অর্থ হলো মূল্য, দর, মর্যাদা ও গুরুত্ব।
অন্যদিকে,
-
লুঙ্গি শব্দটি ফারসি উৎস থেকে আগত।
-
তুফান শব্দটি এসেছে আরবি থেকে।
-
কুপন শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে।

0
Updated: 3 weeks ago