A
বাইসু
B
সোহরাই
C
বিজু
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
সাঁওতাল
-
জনসংখ্যা ও অবস্থান: সাঁওতাল হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। প্রধানভাবে রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায় বসবাস করে।
-
মূল নিবাস: রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চল।
-
উৎপত্তি ও ভাষা: অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর।
-
সংস্কৃতি:
-
ভারতীয় উপমহাদেশের অন্যতম আদি বাসিন্দা।
-
কৃষি উৎপাদন এবং কৃষিসংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত।
-
-
ধর্ম ও উপাসনা:
-
প্রধান উপাস্য: সূর্য, পর্বত দেবতা (মারাং বুরু) → গ্রামদেবতার মর্যাদা।
-
ধর্ম আছে, কিন্তু আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।
-
-
উৎসব ও বছরের শুরু:
-
বছর শুরু হয় ফাল্গুন মাসে।
-
প্রায় প্রতিমাসে বা ঋতুতে পরব বা উৎসব পালিত হয়।
-
সোহরাই উৎসব: জাতীয় উৎসবের মতো, পৌষ সংক্রান্তির দিন জাঁকজমকের সঙ্গে উদযাপিত।
-
-
সমাজ ব্যবস্থা: পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি।
-
ভাষা ও লিপি: সাঁওতালদের ভাষা আছে, কিন্তু লেখ্য বর্ণমালা নেই।
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Created: 1 week ago
A
১.১২%
B
১.২১%
C
১.২৭%
D
১.৩২%
জনশুমারি ও গৃহগণনা ২০২২: শিক্ষা ও জনসংখ্যা সংক্রান্ত তথ্য
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন প্রতি বর্গকিমি
-
সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
মহিলা: ৭২.৯৪%
-
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার:
-
সবচেয়ে বেশি: ঢাকা বিভাগ (৭৮.২৪%)
-
সবচেয়ে কম: ময়মনসিংহ বিভাগ (৬৭.২৩%)
-
-
জেলাভিত্তিক সাক্ষরতার হার:
-
সবচেয়ে বেশি: পিরোজপুর (৮৫.৫৩%)
-
সবচেয়ে কম: জামালপুর (৬১.৭০%)
-
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 2 days ago
'চাপচারকূত' কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসন্ত উৎসব?
Created: 1 week ago
A
ত্রিপুরা
B
রাখাইন
C
মারমা
D
লুসাই
লুসাই
-
উৎপত্তি: লুসাই নৃ-গোষ্ঠী বার্মা থেকে আগত বলে ধারণা করা হয়।
-
বংশ: তারা নিজেদেরকে মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর হিসেবে পরিচয় দেয়।
-
বাসস্থান: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় এবং ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: বর্তমানে শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
প্রধান উৎসবসমূহ:
১. চাপচারকূত – বসন্ত উৎসব
২. মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
৩. পলকূত – শস্য কাটার উৎসব
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, দেশে বর্তমান সিটি কর্পোরেশনের সংখ্যা কত?
Created: 1 week ago
A
১০টি
B
১১টি
C
১২টি
D
১৩টি
জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
দেশে মোট সিটি কর্পোরেশন: ১২টি
-
মোট উপজেলা: ৪৯৫টি
-
মোট মেট্রো থানা: ১০৫টি
-
মোট পৌরসভা: ৩২৭টি
-
মোট ইউনিয়ন: ৪,৫৯৬টি
-
মোট গ্রাম: ৯০,০৪৯টি
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 week ago