A
ত্রিপুরা
B
রাখাইন
C
মারমা
D
লুসাই
উত্তরের বিবরণ
লুসাই
-
উৎপত্তি: লুসাই নৃ-গোষ্ঠী বার্মা থেকে আগত বলে ধারণা করা হয়।
-
বংশ: তারা নিজেদেরকে মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর হিসেবে পরিচয় দেয়।
-
বাসস্থান: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় এবং ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: বর্তমানে শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
প্রধান উৎসবসমূহ:
১. চাপচারকূত – বসন্ত উৎসব
২. মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
৩. পলকূত – শস্য কাটার উৎসব
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
মুক্তিযোদ্ধাভিত্তিক চলচ্চিত্র 'আগুনের পরশমণি' এর পরিচালক কে?
Created: 1 week ago
A
হুমায়ুন আহমেদ
B
মোরশেদুল ইসলাম
C
গিয়াস উদ্দিন আহম্মেদ
D
জহির রায়হান
সাধারণ বিজ্ঞান
জনশুমারি ও গৃহ গণনা
তথ্য (Information)
বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা
হুমায়ুন আজাদ
No subjects available.
আগুনের পরশমণি
-
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম হলো ‘আগুনের পরশমণি’।
-
এ চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ।
-
নির্মাণকাল: ১৯৯৪ সাল
-
মুক্তির বছর: ১৯৯৫ সাল
-
কাহিনীতে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ ঢাকায় মুক্তিবাহিনীর অভিযান এবং একটি মধ্যবিত্ত পরিবারের সংকট।
-
অভিনয় করেছেন: আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, ডলি জহুরসহ আরও অনেকে।
-
চলচ্চিত্রটি ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
🏆 প্রাপ্ত পুরস্কারসমূহ:
-
শ্রেষ্ঠ চলচ্চিত্র – প্রযোজক হুমায়ূন আহমেদ
-
শ্রেষ্ঠ কাহিনীকার – হুমায়ূন আহমেদ
-
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা – হুমায়ূন আহমেদ
-
শ্রেষ্ঠ অভিনেত্রী – বিপাশা হায়াত
-
শ্রেষ্ঠ সংগীত পরিচালক – সত্য সাহা
-
শ্রেষ্ঠ শব্দগ্রাহক – মফিজুল হক
-
শ্রেষ্ঠ শিশুশিল্পী – শিলা আহমেদ
-
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার – হোসনে আরা পুতুল
📌 তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 week ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Created: 5 days ago
A
১.০২%
B
১.১২%
C
১.২১%
D
১.৩২%
সাধারণ বিজ্ঞান
জনশুমারি ও গৃহ গণনা
তথ্য (Information)
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
No subjects available.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ – বাংলাদেশ
-
জনসংখ্যা বৃদ্ধি হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন/বর্গ কিমি
-
সাক্ষরতার হার (৭ বছর ও তার উপরে): ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
মহিলা: ৭২.৯৪%
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার
-
সর্বোচ্চ: ঢাকা বিভাগ – ৭৮.২৪%
-
সর্বনিম্ন: ময়মনসিংহ বিভাগ – ৬৭.২৩%
জেলা ভিত্তিক তথ্য
-
সর্বোচ্চ সাক্ষরতার হার: পিরোজপুর – ৮৫.৫৩%
-
সর্বনিম্ন সাক্ষরতার হার: জামালপুর – ৬১.৭০%
তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ওয়েবসাইট।

0
Updated: 5 days ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি?
Created: 1 week ago
A
গারো
B
ত্রিপুরা
C
মারমা
D
চাকমা
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ক্ষুদ্র নৃগোষ্ঠী তথ্য
-
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যা: ১৬,৫০,৪৭৮ জন
-
বিভাগভিত্তিক:
-
সবচেয়ে বেশি বাস: চট্টগ্রাম বিভাগ (ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬০.০৪%)
-
সবচেয়ে কম বাস: বরিশাল বিভাগ (০.২৫%)
-
-
বেসি জনসংখ্যা বিশিষ্ট ক্ষুদ্র নৃগোষ্ঠী: চাকমা
-
ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত বিভিন্ন জনগোষ্ঠীর সংখ্যা:
-
চাকমা: ৪,৮৩,৩৬৫
-
মারমা: ২,২৪,২৯৯
-
ত্রিপুরা: ১,৫৬,৬২০
-
সাঁওতাল: ১,২৯,০৫৬
-
ওরাওঁ: ৮৫,৮৫৮
-
গারো: ৭৬,৮৫৪
-
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 week ago