ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি?
A
কবর
B
আরেক ফাল্গুন
C
জীবন থেকে নেয়া
D
একুশে ফেব্রুয়ারি
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য
-
প্রথম উপন্যাস: জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’
-
লেখা হয়েছে ১৯৫৫ সালে, ভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) পালন সংক্রান্ত অভিজ্ঞতার ভিত্তিতে।
-
উপন্যাসে পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃতদের পরিস্থিতি তুলে ধরা হয়েছে; একজন গ্রেপ্তারকৃত বলেন: “আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো।”
-
প্রধান চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা ইত্যাদি।
-
এ উপন্যাসে বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনা রূপায়িত হয়েছে।
-
-
প্রথম বাংলা নাটক ভাষা আন্দোলন নিয়ে: মুনীর চৌধুরীর ‘কবর’
-
প্রথম গল্প ভাষা আন্দোলন নিয়ে: জহির রায়হানের ‘একুশের গল্প’
-
এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত।
-
📌 তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী মুসলিম জনসংখ্যা কত শতাংশ?
Created: 1 month ago
A
৮৯.৬৩%
B
৯০.২৪%
C
৯১.০৮%
D
৯২.৫৭%
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ধর্মভিত্তিক জনসংখ্যা
-
মুসলমান: ৯১.০৮%
-
হিন্দু: ৭.৯৬%
-
বৌদ্ধ: ০.৬১%
-
খ্রিষ্টান: ০.৩০%
-
অন্যান্য ধর্ম: ০.০৬%
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, শহর অঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত শতাংশ?
Created: 1 month ago
A
৩৯.৩৮%
B
৪১.৩০%
C
৪৪.১৪%
D
৪৫.১৭%
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ইন্টারনেট ব্যবহারকারী (৫ বছর ও তদূর্ধ্ব)
-
মোট ব্যবহারকারী: ৩০.৬৯%
-
পুরুষ ব্যবহারকারী: ৩৮.০৪%
-
নারী ব্যবহারকারী: ২৩.৫২%
-
বিভাগভিত্তিক:
-
সবচেয়ে বেশি: ঢাকা বিভাগ (৪০.৪২%)
-
সবচেয়ে কম: রংপুর বিভাগ (২৩.৫২%)
-
-
শহর ও গ্রাম:
-
শহর: ৪১.৩০%
-
গ্রাম: ২৫.৭৩%
-
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে?
Created: 1 month ago
A
BBSI
B
CAPI
C
MDFA
D
CPIO
জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) কর্তৃক ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।
-
এ শুমারি অনুষ্ঠিত হয় ১৫ জুন থেকে ২১ জুন, ২০২২ তারিখ পর্যন্ত।
-
এটি ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি।
-
তথ্য সংগ্রহে ব্যবহৃত পদ্ধতি হলো CAPI (Computer Assisted Personal Interviewing)।
-
গণনায় অনুসৃত পদ্ধতি ছিল Modified De-facto পদ্ধতি।
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 month ago