বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? (আগস্ট, ২০২৫)
A
তরফদার রুহুল আমিন
B
তাবিথ আউয়াল
C
ইমরুল হাসান
D
কাজী সালাউদ্দিন
উত্তরের বিবরণ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (Bangladesh Football Federation)
-
সংক্ষেপে বিএফএফ বা বাফুফে নামে পরিচিত।
-
এটি বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১৯৭২ সালে
-
ফিফার সদস্যপদ লাভ: ১৯৭৬ সালে
-
এএফসির সদস্যপদ লাভ: ১৯৭৩ সালে
-
বর্তমান সভাপতি: তাবিথ আউয়াল (আগস্ট, ২০২৫)
📌 তথ্যসূত্র: বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফ ফেডারেশন ওয়েবসাইট

0
Updated: 1 month ago
'সাংগ্রাই' কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব?
Created: 1 month ago
A
ওরাও
B
মারমা
C
গারো
D
চাকমা
বিশদ ব্যাখ্যা:
-
উৎসবের নাম: সাংগ্রাই
-
উদ্দেশ্য: নতুন বছরের আগমনকে স্বাগত জানানো এবং আগের বছরের সব কষ্ট ও বিপদ থেকে মুক্তি লাভের কামনা।
-
উৎসবকাল: সাধারণত এপ্রিল মাসে উদযাপিত হয়।
-
প্রধান কার্যক্রম:
-
পানি উৎসব: এই দিনে একে অপরের উপর পানি ছিটিয়ে শুভকামনা জানানো হয়।
-
ঘরবাড়ি ও পুকুর পরিষ্কার করা হয়।
-
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন নাচ, গান ও ভোজন।
-
-
সাংস্কৃতিক গুরুত্ব:
-
চাকমাদের ঐতিহ্য, সামাজিক ঐক্য ও সম্প্রদায়িক বন্ধনকে দৃঢ় রাখে।
-
বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রকৃতি উপাসনার সঙ্গে জড়িয়ে আছে।
-
সারসংক্ষেপে, সাংগ্রাই হলো চাকমা জনগোষ্ঠীর নতুন বছরের উৎসব, যা ধর্ম, সংস্কৃতি ও সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Created: 1 month ago
A
১.১২%
B
১.২১%
C
১.২৭%
D
১.৩২%
জনশুমারি ও গৃহগণনা ২০২২: শিক্ষা ও জনসংখ্যা সংক্রান্ত তথ্য
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন প্রতি বর্গকিমি
-
সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
মহিলা: ৭২.৯৪%
-
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার:
-
সবচেয়ে বেশি: ঢাকা বিভাগ (৭৮.২৪%)
-
সবচেয়ে কম: ময়মনসিংহ বিভাগ (৬৭.২৩%)
-
-
জেলাভিত্তিক সাক্ষরতার হার:
-
সবচেয়ে বেশি: পিরোজপুর (৮৫.৫৩%)
-
সবচেয়ে কম: জামালপুর (৬১.৭০%)
-
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 month ago
খাসিয়া জনগোষ্ঠীর গ্রামকে কী বলা হয়?
Created: 1 month ago
A
পুঞ্জি
B
মহল্লা
C
পাড়া
D
টোল
খাসিয়া
-
খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
তারা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
এদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলা।
-
বর্তমানে তারা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করছে।
-
খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব হলো খাসি সেং কুটস্নেম, যার মাধ্যমে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
-
খাসিয়ারা তাদের গ্রামকে ‘পুঞ্জি’ বলে ডাকে।
-
প্রতিটি পুঞ্জির প্রধানকে বলা হয় ‘সিয়েম’।
-
বর্তমানে প্রায় ৮০%-৯০% খাসিয়া খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
প্রায় প্রতিটি পুঞ্জিতেই একটি করে গির্জা রয়েছে।
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 month ago