A
ফাগুন হাওয়ায়
B
মেঘের পর মেঘ
C
আবার তোরা মানুষ হ
D
আমার জন্মভূমি
উত্তরের বিবরণ
ফাগুন হাওয়ায়
-
‘ফাগুন হাওয়ায়’ হলো ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র।
-
ছবিটির নির্মাতা: তৌকীর আহমেদ
-
প্রযোজনা প্রতিষ্ঠান: ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড
-
প্রধান অভিনেতা/অভিনেত্রী: নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ
-
উল্লেখযোগ্য: ‘আমার জন্মভূমি’, ‘আবার তোরা মানুষ হ’ ও ‘মেঘের পর মেঘ’ হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
📌 তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 week ago
খাসিয়া জনগোষ্ঠীর গ্রামকে কী বলা হয়?
Created: 1 week ago
A
পুঞ্জি
B
মহল্লা
C
পাড়া
D
টোল
সাধারণ বিজ্ঞান
ক্ষুদ্র জনগোষ্ঠীর উল্লেখযোগ্য ঘটনা
খাসিয়া
জনশুমারি ও গৃহ গণনা
তথ্য (Information)
No subjects available.
খাসিয়া
-
খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
তারা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
এদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলা।
-
বর্তমানে তারা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করছে।
-
খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব হলো খাসি সেং কুটস্নেম, যার মাধ্যমে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
-
খাসিয়ারা তাদের গ্রামকে ‘পুঞ্জি’ বলে ডাকে।
-
প্রতিটি পুঞ্জির প্রধানকে বলা হয় ‘সিয়েম’।
-
বর্তমানে প্রায় ৮০%-৯০% খাসিয়া খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
প্রায় প্রতিটি পুঞ্জিতেই একটি করে গির্জা রয়েছে।
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 week ago
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
কবর
B
আরেক ফাল্গুন
C
জীবন থেকে নেয়া
D
একুশে ফেব্রুয়ারি
ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য
-
প্রথম উপন্যাস: জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’
-
লেখা হয়েছে ১৯৫৫ সালে, ভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) পালন সংক্রান্ত অভিজ্ঞতার ভিত্তিতে।
-
উপন্যাসে পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃতদের পরিস্থিতি তুলে ধরা হয়েছে; একজন গ্রেপ্তারকৃত বলেন: “আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো।”
-
প্রধান চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা ইত্যাদি।
-
এ উপন্যাসে বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনা রূপায়িত হয়েছে।
-
-
প্রথম বাংলা নাটক ভাষা আন্দোলন নিয়ে: মুনীর চৌধুরীর ‘কবর’
-
প্রথম গল্প ভাষা আন্দোলন নিয়ে: জহির রায়হানের ‘একুশের গল্প’
-
এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত।
-
📌 তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? (আগস্ট, ২০২৫)
Created: 1 week ago
A
তরফদার রুহুল আমিন
B
তাবিথ আউয়াল
C
ইমরুল হাসান
D
কাজী সালাউদ্দিন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (Bangladesh Football Federation)
-
সংক্ষেপে বিএফএফ বা বাফুফে নামে পরিচিত।
-
এটি বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১৯৭২ সালে
-
ফিফার সদস্যপদ লাভ: ১৯৭৬ সালে
-
এএফসির সদস্যপদ লাভ: ১৯৭৩ সালে
-
বর্তমান সভাপতি: তাবিথ আউয়াল (আগস্ট, ২০২৫)
📌 তথ্যসূত্র: বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফ ফেডারেশন ওয়েবসাইট

0
Updated: 1 week ago