জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, শহর অঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত শতাংশ?
A
৩৯.৩৮%
B
৪১.৩০%
C
৪৪.১৪%
D
৪৫.১৭%
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ইন্টারনেট ব্যবহারকারী (৫ বছর ও তদূর্ধ্ব)
-
মোট ব্যবহারকারী: ৩০.৬৯%
-
পুরুষ ব্যবহারকারী: ৩৮.০৪%
-
নারী ব্যবহারকারী: ২৩.৫২%
-
বিভাগভিত্তিক:
-
সবচেয়ে বেশি: ঢাকা বিভাগ (৪০.৪২%)
-
সবচেয়ে কম: রংপুর বিভাগ (২৩.৫২%)
-
-
শহর ও গ্রাম:
-
শহর: ৪১.৩০%
-
গ্রাম: ২৫.৭৩%
-
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 month ago
টেস্ট ম্যাচে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে?
Created: 1 month ago
A
হাবিবুল বাশার
B
আমিনুল ইসলাম বুলবুল
C
নাইমুর রহমান
D
আকরাম খান
টেস্টে বাংলাদেশের প্রথম গুরুত্বপূর্ণ রেকর্ডসমূহ
-
প্রথম টেস্ট ম্যাচে অধিনায়ক: নাইমুর রহমান
-
প্রথম টেস্ট ম্যাচ খেলেছে: ভারতের বিপক্ষে
-
প্রথম জয়: জিম্বাবুয়ের বিপক্ষে
-
প্রথম টেস্ট উইকেট শিকার: নাইমুর রহমান
-
প্রথম হাফ-সেঞ্চুরি: হাবিবুল বাশার
-
প্রথম সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল
-
প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম
-
প্রথম ৫ উইকেট শিকার: নাইমুর রহমান
-
প্রথম ১০০ উইকেট: মোহাম্মদ রফিক
-
প্রথম ব্যক্তিগত ১০০০ রান: হাবিবুল বাশার
-
একমাত্র ১০ উইকেট শিকার: এনামুল হক জুনিয়র
📌 তথ্যসূত্র: ক্রিকইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮

0
Updated: 1 month ago
কাবাডি খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেয়া হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৫ সালে
কাবাডি
-
কাবাডি খেলাকে বাংলাদেশে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।
-
বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয় ১৯৭৩ সালে।
-
১৯৭৪ সালে বাংলাদেশ প্রথম কাবাডি টেস্ট খেলে ভারতের সফররত দলের সঙ্গে।
-
১৯৭৮ সালে এশিয়ান অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠিত হয়।
-
১৯৮০ সালে প্রথম এশীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করা হয়; এতে ভারত চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্স-আপ হয়।
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'চাপচারকূত' কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসন্ত উৎসব?
Created: 1 month ago
A
ত্রিপুরা
B
রাখাইন
C
মারমা
D
লুসাই
লুসাই
-
উৎপত্তি: লুসাই নৃ-গোষ্ঠী বার্মা থেকে আগত বলে ধারণা করা হয়।
-
বংশ: তারা নিজেদেরকে মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর হিসেবে পরিচয় দেয়।
-
বাসস্থান: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় এবং ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: বর্তমানে শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
প্রধান উৎসবসমূহ:
১. চাপচারকূত – বসন্ত উৎসব
২. মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
৩. পলকূত – শস্য কাটার উৎসব
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago