A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৫ সালে
উত্তরের বিবরণ
কাবাডি
-
কাবাডি খেলাকে বাংলাদেশে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।
-
বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয় ১৯৭৩ সালে।
-
১৯৭৪ সালে বাংলাদেশ প্রথম কাবাডি টেস্ট খেলে ভারতের সফররত দলের সঙ্গে।
-
১৯৭৮ সালে এশিয়ান অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠিত হয়।
-
১৯৮০ সালে প্রথম এশীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করা হয়; এতে ভারত চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্স-আপ হয়।
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
চাকমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব -
Created: 1 week ago
A
ওয়ানগালা
B
বৈসু
C
বিজু
D
সাংগ্রাই
চাকমা
-
চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
-
তারা নিজেদেরকে চাঙমা নামে পরিচিত করে।
-
পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চল তাদের প্রধান বসতি।
-
চাকমাদের প্রায় ৯০% রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
-
বাংলাদেশ ছাড়াও ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে তাদের কিছু বসতি রয়েছে।
-
চাকমারা মূলত মধ্য মায়ানমার ও আরাকান অঞ্চলের অধিবাসী ছিলেন।
-
তাদের বর্ষবরণ উৎসব হলো বিজু।
-
চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও বর্তমানে এটি ব্যবহৃত হয় না; এখন চাকমা ভাষা সাধারণত বাংলা লিপিতে লেখা হয়।
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া, পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট, দৈনিক কালের কণ্ঠ, ০৪ এপ্রিল ২০১৭

0
Updated: 1 week ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী মুসলিম জনসংখ্যা কত শতাংশ?
Created: 1 week ago
A
৮৯.৬৩%
B
৯০.২৪%
C
৯১.০৮%
D
৯২.৫৭%
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ধর্মভিত্তিক জনসংখ্যা
-
মুসলমান: ৯১.০৮%
-
হিন্দু: ৭.৯৬%
-
বৌদ্ধ: ০.৬১%
-
খ্রিষ্টান: ০.৩০%
-
অন্যান্য ধর্ম: ০.০৬%
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 week ago
টেস্ট ম্যাচে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে?
Created: 1 week ago
A
হাবিবুল বাশার
B
আমিনুল ইসলাম বুলবুল
C
নাইমুর রহমান
D
আকরাম খান
টেস্টে বাংলাদেশের প্রথম গুরুত্বপূর্ণ রেকর্ডসমূহ
-
প্রথম টেস্ট ম্যাচে অধিনায়ক: নাইমুর রহমান
-
প্রথম টেস্ট ম্যাচ খেলেছে: ভারতের বিপক্ষে
-
প্রথম জয়: জিম্বাবুয়ের বিপক্ষে
-
প্রথম টেস্ট উইকেট শিকার: নাইমুর রহমান
-
প্রথম হাফ-সেঞ্চুরি: হাবিবুল বাশার
-
প্রথম সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল
-
প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম
-
প্রথম ৫ উইকেট শিকার: নাইমুর রহমান
-
প্রথম ১০০ উইকেট: মোহাম্মদ রফিক
-
প্রথম ব্যক্তিগত ১০০০ রান: হাবিবুল বাশার
-
একমাত্র ১০ উইকেট শিকার: এনামুল হক জুনিয়র
📌 তথ্যসূত্র: ক্রিকইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮

0
Updated: 1 week ago