প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি?
A
হাঙর নদী গ্রেনেড
B
ওরা এগারো জন
C
বিদ্রোহ
D
সংগ্রাম
উত্তরের বিবরণ
ওরা এগারো জন
-
‘ওরা এগারো জন’ হলো প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
-
চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মাসুদ পারভেজ সোহেল রানা।
-
নির্মাতা-প্রযোজক মুক্তিযোদ্ধাদের দিয়ে চলচ্চিত্রে অভিনয় করিয়েছেন, যা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত।
-
চলচ্চিত্রের পরিচালক: চাষী নজরুল ইসলাম।
-
সিনেমার নাম ‘ওরা এগারো জন’ রাখা হয়েছে কারণ একাত্তরে ১১টি সেক্টরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন বাঙালি।
-
এটি চাষী নজরুল ইসলামের প্রথম পরিচালিত সিনেমা।
-
ছবিটির শুটিং হয়েছে জয়দেবপুরে।
-
চিত্রগ্রাহক: আব্দুস সামাদ।
-
সিনেমা শুরু হয় সাইফুল ইসলামের কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘ও আমার দেশের মাটি’ দিয়ে।
📌 তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক প্রথম আলো, ১৩ আগস্ট ২০২২

0
Updated: 1 month ago
প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি?
Created: 1 month ago
A
হাঙর নদী গ্রেনেড
B
ওরা এগারো জন
C
বিদ্রোহ
D
সংগ্রাম
ওরা এগারো জন
-
‘ওরা এগারো জন’ হলো প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
-
চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মাসুদ পারভেজ সোহেল রানা।
-
নির্মাতা-প্রযোজক মুক্তিযোদ্ধাদের দিয়ে চলচ্চিত্রে অভিনয় করিয়েছেন, যা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত।
-
চলচ্চিত্রের পরিচালক: চাষী নজরুল ইসলাম।
-
সিনেমার নাম ‘ওরা এগারো জন’ রাখা হয়েছে কারণ একাত্তরে ১১টি সেক্টরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন বাঙালি।
-
এটি চাষী নজরুল ইসলামের প্রথম পরিচালিত সিনেমা।
-
ছবিটির শুটিং হয়েছে জয়দেবপুরে।
-
চিত্রগ্রাহক: আব্দুস সামাদ।
-
সিনেমা শুরু হয় সাইফুল ইসলামের কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘ও আমার দেশের মাটি’ দিয়ে।
📌 তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক প্রথম আলো, ১৩ আগস্ট ২০২২

0
Updated: 1 month ago
'চাপচারকূত' কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসন্ত উৎসব?
Created: 1 month ago
A
ত্রিপুরা
B
রাখাইন
C
মারমা
D
লুসাই
লুসাই
-
উৎপত্তি: লুসাই নৃ-গোষ্ঠী বার্মা থেকে আগত বলে ধারণা করা হয়।
-
বংশ: তারা নিজেদেরকে মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর হিসেবে পরিচয় দেয়।
-
বাসস্থান: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় এবং ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: বর্তমানে শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
প্রধান উৎসবসমূহ:
১. চাপচারকূত – বসন্ত উৎসব
২. মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
৩. পলকূত – শস্য কাটার উৎসব
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
টেস্ট ম্যাচে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে?
Created: 1 month ago
A
হাবিবুল বাশার
B
আমিনুল ইসলাম বুলবুল
C
নাইমুর রহমান
D
আকরাম খান
টেস্টে বাংলাদেশের প্রথম গুরুত্বপূর্ণ রেকর্ডসমূহ
-
প্রথম টেস্ট ম্যাচে অধিনায়ক: নাইমুর রহমান
-
প্রথম টেস্ট ম্যাচ খেলেছে: ভারতের বিপক্ষে
-
প্রথম জয়: জিম্বাবুয়ের বিপক্ষে
-
প্রথম টেস্ট উইকেট শিকার: নাইমুর রহমান
-
প্রথম হাফ-সেঞ্চুরি: হাবিবুল বাশার
-
প্রথম সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল
-
প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম
-
প্রথম ৫ উইকেট শিকার: নাইমুর রহমান
-
প্রথম ১০০ উইকেট: মোহাম্মদ রফিক
-
প্রথম ব্যক্তিগত ১০০০ রান: হাবিবুল বাশার
-
একমাত্র ১০ উইকেট শিকার: এনামুল হক জুনিয়র
📌 তথ্যসূত্র: ক্রিকইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮

0
Updated: 1 month ago