A
কেনিয়া
B
ভারত
C
পাকিস্তান
D
জিম্বাবুয়ে
No subjects available.
উত্তরের বিবরণ
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ
-
আইসিসি ট্রফি জয়: ১৯৯৭ সালে
-
ওয়ানডে স্ট্যাটাস লাভ: ১৯৯৭ সালে
-
সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ: পাকিস্তানের বিপক্ষে, ৩১ মার্চ ১৯৮৬
-
ওয়ানডেতে প্রথম জয়: ২২ ম্যাচ খেলার পর, কেনিয়ার বিপক্ষে
📌 তথ্যসূত্র: ক্রিকইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮

0
Updated: 1 week ago
মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে-
Created: 2 weeks ago
A
২৫ জোড়া
B
২৪ জোড়া
C
২৩ জোড়া
D
২০ জোড়া
নবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমোজোম থাকে।
-
অর্থাৎ, প্রতিটি মানব কোষে মোট ৪৬টি ক্রোমোজোম আছে।
-
এই ২৩ জোড়ার মধ্যে ২২ জোড়াকে বলা হয় অটোজোম।
-
অটোজোম দেহের বিভিন্ন গঠন এবং জীববৈজ্ঞানিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
-
লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই।
-
-
বাকি একটি জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম।
-
এটি নির্ধারণ করে যে সন্তানের লিঙ্গ ছেলে হবে নাকি মেয়ে।
-
লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়াকে X এবং Y দ্বারা চিহ্নিত করা হয়।
উৎস: জীববিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
-

0
Updated: 2 weeks ago
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? (আগস্ট, ২০২৫)
Created: 1 week ago
A
তরফদার রুহুল আমিন
B
তাবিথ আউয়াল
C
ইমরুল হাসান
D
কাজী সালাউদ্দিন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (Bangladesh Football Federation)
-
সংক্ষেপে বিএফএফ বা বাফুফে নামে পরিচিত।
-
এটি বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১৯৭২ সালে
-
ফিফার সদস্যপদ লাভ: ১৯৭৬ সালে
-
এএফসির সদস্যপদ লাভ: ১৯৭৩ সালে
-
বর্তমান সভাপতি: তাবিথ আউয়াল (আগস্ট, ২০২৫)
📌 তথ্যসূত্র: বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফ ফেডারেশন ওয়েবসাইট

0
Updated: 1 week ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Created: 5 days ago
A
১.০২%
B
১.১২%
C
১.২১%
D
১.৩২%
সাধারণ বিজ্ঞান
জনশুমারি ও গৃহ গণনা
তথ্য (Information)
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
No subjects available.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ – বাংলাদেশ
-
জনসংখ্যা বৃদ্ধি হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন/বর্গ কিমি
-
সাক্ষরতার হার (৭ বছর ও তার উপরে): ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
মহিলা: ৭২.৯৪%
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার
-
সর্বোচ্চ: ঢাকা বিভাগ – ৭৮.২৪%
-
সর্বনিম্ন: ময়মনসিংহ বিভাগ – ৬৭.২৩%
জেলা ভিত্তিক তথ্য
-
সর্বোচ্চ সাক্ষরতার হার: পিরোজপুর – ৮৫.৫৩%
-
সর্বনিম্ন সাক্ষরতার হার: জামালপুর – ৬১.৭০%
তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ওয়েবসাইট।

0
Updated: 5 days ago