A
পুঞ্জি
B
মহল্লা
C
পাড়া
D
টোল
No subjects available.
উত্তরের বিবরণ
খাসিয়া
-
খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
তারা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
এদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলা।
-
বর্তমানে তারা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করছে।
-
খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব হলো খাসি সেং কুটস্নেম, যার মাধ্যমে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
-
খাসিয়ারা তাদের গ্রামকে ‘পুঞ্জি’ বলে ডাকে।
-
প্রতিটি পুঞ্জির প্রধানকে বলা হয় ‘সিয়েম’।
-
বর্তমানে প্রায় ৮০%-৯০% খাসিয়া খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
প্রায় প্রতিটি পুঞ্জিতেই একটি করে গির্জা রয়েছে।
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 week ago
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? (আগস্ট, ২০২৫)
Created: 1 week ago
A
তরফদার রুহুল আমিন
B
তাবিথ আউয়াল
C
ইমরুল হাসান
D
কাজী সালাউদ্দিন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (Bangladesh Football Federation)
-
সংক্ষেপে বিএফএফ বা বাফুফে নামে পরিচিত।
-
এটি বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১৯৭২ সালে
-
ফিফার সদস্যপদ লাভ: ১৯৭৬ সালে
-
এএফসির সদস্যপদ লাভ: ১৯৭৩ সালে
-
বর্তমান সভাপতি: তাবিথ আউয়াল (আগস্ট, ২০২৫)
📌 তথ্যসূত্র: বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফ ফেডারেশন ওয়েবসাইট

0
Updated: 1 week ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি?
Created: 1 week ago
A
ফরিদপুর
B
পিরোজপুর
C
জামালপুর
D
যশোর
জনশুমারি ও গৃহগণনা ২০২২: জনসংখ্যা ও সাক্ষরতার পরিসংখ্যান
জনসংখ্যা ঘনত্ব ও সংখ্যা
-
সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা: ঢাকা (১০,০৬৭ জন/বর্গকিমি)
-
সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা: রাঙ্গামাটি (১০৬ জন/বর্গকিমি)
-
বিভাগভিত্তিক জনসংখ্যা:
-
সবচেয়ে বেশি: ঢাকা বিভাগ (৪৫,৬৪,৪৫৮৬ জন)
-
সবচেয়ে কম: বরিশাল বিভাগ (৯,৩২৫,৮২০ জন)
-
-
বিভাগভিত্তিক জনসংখ্যার ঘনত্ব:
-
সবচেয়ে বেশি: ঢাকা বিভাগ (২,১৫৬ জন/বর্গকিমি)
-
সবচেয়ে কম: বরিশাল বিভাগ (৬৮৮ জন/বর্গকিমি)
-
-
সিটি কর্পোরেশন ভিত্তিক:
-
সবচেয়ে বেশি জনসংখ্যা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (৫,৯০,৯০,৭২৩ জন)
-
সবচেয়ে কম জনসংখ্যা: বরিশাল সিটি কর্পোরেশন (৭,০৮,৫৭০ জন)
-
সবচেয়ে বেশি ঘনত্ব: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (৩৯,৪০৬ জন/বর্গকিমি)
-
সবচেয়ে কম ঘনত্ব: রংপুর সিটি কর্পোরেশন (৩,৪৪৫ জন/বর্গকিমি)
-
সাক্ষরতার হার
-
বিভাগভিত্তিক:
-
সবচেয়ে বেশি: ঢাকা বিভাগ (৭৮.২৪%)
-
সবচেয়ে কম: ময়মনসিংহ বিভাগ (৬৭.২৩%)
-
-
জেলাভিত্তিক:
-
সবচেয়ে বেশি: পিরোজপুর (৮৫.৫৩%)
-
সবচেয়ে কম: জামালপুর (৬১.৭০%)
-

0
Updated: 1 week ago
মুক্তিযোদ্ধাভিত্তিক চলচ্চিত্র 'আগুনের পরশমণি' এর পরিচালক কে?
Created: 1 week ago
A
হুমায়ুন আহমেদ
B
মোরশেদুল ইসলাম
C
গিয়াস উদ্দিন আহম্মেদ
D
জহির রায়হান
সাধারণ বিজ্ঞান
জনশুমারি ও গৃহ গণনা
তথ্য (Information)
বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা
হুমায়ুন আজাদ
No subjects available.
আগুনের পরশমণি
-
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম হলো ‘আগুনের পরশমণি’।
-
এ চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ।
-
নির্মাণকাল: ১৯৯৪ সাল
-
মুক্তির বছর: ১৯৯৫ সাল
-
কাহিনীতে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ ঢাকায় মুক্তিবাহিনীর অভিযান এবং একটি মধ্যবিত্ত পরিবারের সংকট।
-
অভিনয় করেছেন: আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, ডলি জহুরসহ আরও অনেকে।
-
চলচ্চিত্রটি ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
🏆 প্রাপ্ত পুরস্কারসমূহ:
-
শ্রেষ্ঠ চলচ্চিত্র – প্রযোজক হুমায়ূন আহমেদ
-
শ্রেষ্ঠ কাহিনীকার – হুমায়ূন আহমেদ
-
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা – হুমায়ূন আহমেদ
-
শ্রেষ্ঠ অভিনেত্রী – বিপাশা হায়াত
-
শ্রেষ্ঠ সংগীত পরিচালক – সত্য সাহা
-
শ্রেষ্ঠ শব্দগ্রাহক – মফিজুল হক
-
শ্রেষ্ঠ শিশুশিল্পী – শিলা আহমেদ
-
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার – হোসনে আরা পুতুল
📌 তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 week ago