জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে কোন বিভাগ?
A
ময়মনসিংহ
B
রংপুর
C
সিলেট
D
খুলনা
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
-
সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা: ঢাকা (প্রতি বর্গ কিলোমিটারে ১০,০৬৭ জন)।
-
সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা: রাঙ্গামাটি (প্রতি বর্গ কিলোমিটারে ১০৬ জন)।
-
সবচেয়ে বেশি মানুষ বাস করে: ঢাকা বিভাগে (৪,৫৬,৪৪,৫৮৬ জন)।
-
সবচেয়ে কম মানুষ বাস করে: বরিশাল বিভাগে (৯৩,২৫,৮২০ জন)।
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: ঢাকা বিভাগে (২,১৫৬ জন প্রতি বর্গ কিলোমিটার)।
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম: বরিশাল বিভাগে (৬৮৮ জন প্রতি বর্গ কিলোমিটার)।
-
সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন)।
-
সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে: বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন)।
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন)।
-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম: রংপুর সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন)।
-
ভাসমান জনসংখ্যার দিক দিয়ে শীর্ষে: ঢাকা বিভাগ।
-
ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন অবস্থানে: ময়মনসিংহ বিভাগ।
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 week ago
কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়-
Created: 2 weeks ago
A
মাটির ক্ষয় রোধের জন্য
B
মাটির অম্লতা বৃদ্ধির জন্য
C
মাটির অম্লতা হ্রাসের জন্য
D
মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য
কৃষি জমিতে চুন ব্যবহার
-
মাটি যদি অত্যধিক অ্যাসিডযুক্ত হয়, তবে ফসল ভালো হয় না।
-
বেশি পরিমাণে অ্যামোনিয়াম সালফেট সার ব্যবহারে মাটির অ্যাসিড বাড়ে।
-
ফলে মাটি উর্বরতা হারায়।
-
চুন মাটিতে মেশালে এই অ্যাসিড কমে যায়।
-
তাই মাটির অম্লতা কমাতে চুন ব্যবহার করা হয়।
উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
কবর
B
আরেক ফাল্গুন
C
জীবন থেকে নেয়া
D
একুশে ফেব্রুয়ারি
ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য
-
প্রথম উপন্যাস: জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’
-
লেখা হয়েছে ১৯৫৫ সালে, ভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) পালন সংক্রান্ত অভিজ্ঞতার ভিত্তিতে।
-
উপন্যাসে পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃতদের পরিস্থিতি তুলে ধরা হয়েছে; একজন গ্রেপ্তারকৃত বলেন: “আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো।”
-
প্রধান চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা ইত্যাদি।
-
এ উপন্যাসে বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনা রূপায়িত হয়েছে।
-
-
প্রথম বাংলা নাটক ভাষা আন্দোলন নিয়ে: মুনীর চৌধুরীর ‘কবর’
-
প্রথম গল্প ভাষা আন্দোলন নিয়ে: জহির রায়হানের ‘একুশের গল্প’
-
এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত।
-
📌 তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
Created: 1 month ago
A
মেলানিন
B
থায়ামিন
C
ক্যারোটিন
D
হিমোগ্লোবিন
মানবদেহের ত্বকে থাকা বিশেষ ধরনের কোষ, যাদের বলা হয় মেলানোসাইট, তারা মেলানিন নামের এক ধরনের রঞ্জক উৎপন্ন করে। এই মেলানিনের পরিমাণ ও বিস্তারের উপরই মানুষের গায়ের রঙ গাঢ় বা ফর্সা হয়।
অন্যদিকে, মস্তিষ্কে অবস্থিত পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন নামক একটি হরমোন নিঃসরণ করে, যা ঘুম ও জাগরণের সময়চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যখন মেলানিন একেবারেই অনুপস্থিত থাকে, তখন ত্বকে কোনো রঙ থাকে না — ত্বক সাদাটে হয়ে যায়। এই অবস্থাকেই বিজ্ঞানের ভাষায় অ্যালবিনিজম বলা হয়, যা একটি বংশগত বৈশিষ্ট্যজনিত অবস্থা।
উৎস: প্রাণিবিজ্ঞান (একাদশ-দ্বাদশ শ্রেণি), ব্রিটানিকা ওয়েবসাইট।

0
Updated: 1 month ago