A
খাগড়াছড়ি
B
বান্দরবান
C
রাঙ্গামাটি
D
রাজশাহী
উত্তরের বিবরণ
ওরাওঁ
-
ওরাওঁ বাংলাদেশের একটি নৃগোষ্ঠী, যাদের প্রধান আবাস বরেন্দ্র অঞ্চল।
-
নৃবিজ্ঞানীদের মতে তারা অস্ট্রিক, আবার ভাষাতাত্ত্বিক সূত্রে তারা দ্রাবিড়।
-
মুঘল শাসনামলে তারা বরেন্দ্র অঞ্চলে প্রবেশ করে এবং সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে।
-
বর্তমানে ওরাওঁরা বাংলাদেশের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বসবাস করছে।
-
ওরাওঁরা জড়োপাসক; তাদের ভগবানের নাম ধরমী বা ধার্মেশ/ধরমেশ।
-
তারা সৃষ্টিকর্তা ধরমেশকে সন্তুষ্ট রাখতে পূজা অর্চনা করে এবং তাঁর উদ্দেশ্যে ‘ডানডাকাঁটা’ উৎসব পালন করে।
-
ওরাওঁদের ভাষার নাম কুরুক।
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী মুসলিম জনসংখ্যা কত শতাংশ?
Created: 1 week ago
A
৮৯.৬৩%
B
৯০.২৪%
C
৯১.০৮%
D
৯২.৫৭%
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ধর্মভিত্তিক জনসংখ্যা
-
মুসলমান: ৯১.০৮%
-
হিন্দু: ৭.৯৬%
-
বৌদ্ধ: ০.৬১%
-
খ্রিষ্টান: ০.৩০%
-
অন্যান্য ধর্ম: ০.০৬%
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 week ago
প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি?
Created: 1 week ago
A
হাঙর নদী গ্রেনেড
B
ওরা এগারো জন
C
বিদ্রোহ
D
সংগ্রাম
ওরা এগারো জন
-
‘ওরা এগারো জন’ হলো প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
-
চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মাসুদ পারভেজ সোহেল রানা।
-
নির্মাতা-প্রযোজক মুক্তিযোদ্ধাদের দিয়ে চলচ্চিত্রে অভিনয় করিয়েছেন, যা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত।
-
চলচ্চিত্রের পরিচালক: চাষী নজরুল ইসলাম।
-
সিনেমার নাম ‘ওরা এগারো জন’ রাখা হয়েছে কারণ একাত্তরে ১১টি সেক্টরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন বাঙালি।
-
এটি চাষী নজরুল ইসলামের প্রথম পরিচালিত সিনেমা।
-
ছবিটির শুটিং হয়েছে জয়দেবপুরে।
-
চিত্রগ্রাহক: আব্দুস সামাদ।
-
সিনেমা শুরু হয় সাইফুল ইসলামের কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘ও আমার দেশের মাটি’ দিয়ে।
📌 তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক প্রথম আলো, ১৩ আগস্ট ২০২২

0
Updated: 1 week ago
টেস্ট ম্যাচে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে?
Created: 1 week ago
A
হাবিবুল বাশার
B
আমিনুল ইসলাম বুলবুল
C
নাইমুর রহমান
D
আকরাম খান
টেস্টে বাংলাদেশের প্রথম গুরুত্বপূর্ণ রেকর্ডসমূহ
-
প্রথম টেস্ট ম্যাচে অধিনায়ক: নাইমুর রহমান
-
প্রথম টেস্ট ম্যাচ খেলেছে: ভারতের বিপক্ষে
-
প্রথম জয়: জিম্বাবুয়ের বিপক্ষে
-
প্রথম টেস্ট উইকেট শিকার: নাইমুর রহমান
-
প্রথম হাফ-সেঞ্চুরি: হাবিবুল বাশার
-
প্রথম সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল
-
প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম
-
প্রথম ৫ উইকেট শিকার: নাইমুর রহমান
-
প্রথম ১০০ উইকেট: মোহাম্মদ রফিক
-
প্রথম ব্যক্তিগত ১০০০ রান: হাবিবুল বাশার
-
একমাত্র ১০ উইকেট শিকার: এনামুল হক জুনিয়র
📌 তথ্যসূত্র: ক্রিকইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮

0
Updated: 1 week ago