Which of the following is a synonym for "Edify"?
A
Neglect
B
Enlighten
C
Inaugurate
D
Pernicious
উত্তরের বিবরণ
Correct Answer: Enlighten.
• Edify (verb intransitive)
English Meaning: To improve people’s minds or characters by teaching them about something.
Bangla Meaning: নৈতিক অথবা মানসিক উন্নতিসাধন করা।।
Synonyms: Educate (শিক্ষা দেয়া), Enlighten (আলোকিত করা), Instruct (নির্দেশনা দেওয়া), Teach (উপদেশ দেওয়া), Cultivate (সুসভ্য করা)।
Antonyms: Mislead (ভুল পথে পরিচালিত করা), Misguide (ভুল শিক্ষা দেয়া), Neglect (অবহেলা, উপেক্ষা), Learn (শেখা), Confuse (দ্বিধান্বিত করা)।
Other Forms:
- Edification (Noun).
- Edifying (Adjective).
Other options:
- Inaugurate - অভিষিক্ত করা; উদ্বোধন করা।
- Pernicious - ক্ষতিকর; ধ্বংসকর।
Example Sentence:
1. It is not clear whether the purpose is to edify, or simply to make money.
2. Can you edify me I don't understand this proposal.

0
Updated: 1 month ago
The antonym of 'Truculence' is:
Created: 4 weeks ago
A
Belligerence
B
Irascible
C
Irresolute
D
Submission
Truculence একটি Noun। এটি বোঝায় ঝগড়া বা লড়াই করার প্রবণতা, এছাড়াও এমন আচরণ যা অপ্রিয় এবং প্রায়ই বিতর্ক সৃষ্টি করে।
-
বাংলা অর্থ: যুদ্ধাভিলাষ; জিঘাংসা; যুদ্ধোন্মাদ
-
সমার্থক শব্দ: Aggression (বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা), Belligerence (যুধ্যমান অবস্থা), Combativeness (যুদ্ধের ঝোঁক), Militancy (জঙ্গিপনা), Hostility (শত্রুতা)
-
বিপরীতার্থক শব্দ: Nonaggression (অনাক্রমণ), Pacifism (শান্তিবাদ), Submission (আত্মসমর্পন), Truce (সন্ধি), Ceasefire (যুদ্ধবিরতি)
-
অন্য রূপ:
-
Truculent (Adjective): যুদ্ধাভিলাষী; জিঘাংসু; হিংস্র; যুযুৎসু; যুদ্ধংদেহী
-
Truculently (Adverb): যুযুৎসুভাবে
-
-
উদাহরণ বাক্য:
১. I lost four friends in 18 months because of my truculence, my antagonism, my aggression and my mood swings.
২. It was a display of pointless truculence and ignorance, and he was applauded for it.

0
Updated: 4 weeks ago
Select the synonym of the word "Inconsequential" -
Created: 4 weeks ago
A
Decorum
B
Negligible
C
Substantial
D
Obsequious
সঠিক উত্তর হলো Negligible।
Inconsequential একটি Adjective। এটি বোঝায় এমন কিছু যা গুরুত্বপূর্ণ নয় এবং উপেক্ষা করা যায়।
-
বাংলা অর্থ: অকিঞ্চিৎকর।
-
সমার্থক শব্দ: Minor (কম গুরুত্বপূর্ণ), Negligible (উপেক্ষণীয়; তুচ্ছ), Insignificant (অর্থহীন), Illogical (অযৌক্তিক), Unimportant (অগুরুত্বপূর্ণ)
-
বিপরীতার্থক শব্দ: Significant (তাৎপর্যপূর্ণ), Important (গুরুত্বপূর্ণ), Crucial (মীমাংসা সূচক), Substantial (বিশেষ অর্থপূর্ণ), Logical (যৌক্তিক)
-
অন্য রূপ: Inconsequent (Adjective)
১. যা বলা বা করা হয়েছে তার থেকে স্বাভাবিকভাবে উদ্ভূত নয়; অসংলগ্ন; অসিদ্ধ; অযৌক্তিক; পূর্বাপরবিরুদ্ধ; যুক্তিবিরুদ্ধ; অবান্তর; পারম্পর্যহীন। যেমন: an inconsequent remark
২. (ব্যক্তি) কথায় বা কাজে পারম্পর্যহীন। -
উদাহরণ বাক্য:
১. Most of what she said was pretty inconsequential.
২. The inconsequential excuse he made is that, dog ate his homework.

0
Updated: 4 weeks ago
Antonym of 'Rescind' is:
Created: 4 weeks ago
A
Prohibitive
B
Overrule
C
Validate
D
Contentious
সঠিক উত্তর হলো **Validate**।
**Rescind** একটি **Verb (Transitive)**। এটি বোঝায় কোনো আইন, আদেশ বা সিদ্ধান্তকে আর বৈধ বা কার্যকর না করা; অর্থাৎ বাতিল করা।
* **বাংলা অর্থ**: (আইন, চুক্তি ইত্যাদি) বাতিল করা।
* **সমার্থক শব্দ**: Cancel (বাতিল/রদ করা), Overrule (বাতিল বা খারিজ করা), Invalidate (অকার্যকর করা), Abandon (পরিত্যাগ করা), Abort (বাতিল করা)
* **বিপরীতার্থক শব্দ**: Enforce (কার্যকর করা), Enact (আইন পাস করা), Uphold (বহাল রাখা), Validate (যাচাই করা), Implement (বাস্তবায়ন করা)
* **অন্য রূপ**:
* Rescinder (Noun)
* Rescindment (Noun)
* **উদাহরণ বাক্য**:
১. The government eventually rescinded the directive.
২. The navy rescinded its ban on women sailors.

0
Updated: 4 weeks ago