Which of the following is an antonym for "Yeoman"?
A
Boss
B
Assistant
C
Artisan
D
Insolvent
উত্তরের বিবরণ
Correct Answer: Boss.
• Yeoman (noun)
English Meaning: 1. (in Britain in the past) a farmer who owned and worked on his land. 2. An officer in the US Navy who does mainly office work.
Bangla Meaning: (১) (ইতিহাস) যে কৃষক নিজেই নিজের জমির মালিক (অন্যান্য মালিক যারা নিজেরা জমি চাষ করে না- তাদের বিপরীত অর্থে); জমির মালিক হিসেবে জুরি বিচারে বসার ও অন্যান্য অধিকার দাবি করতে পারে এমন ব্যক্তি; (প্রধানত প্রয়োজনের সময়ে রাজা বা ভূস্বামীর সপক্ষে লড়াই করার শর্তে নিষ্কর জমি ভোগকারী); ক্ষুদ্র কৃষক।
(২) (গ্রেট ব্রিটেনে) পতাকা প্রভৃতি দেখানোর মাধ্যমে সংকেতদানের কাজে নিয়োজিত নৌবাহিনীর সাধারণ কর্মকর্তা; (যুক্তরাষ্ট্রে) কেরানির দায়িত্বপালনকারী ছোটখাটো কর্মকর্তা।
(৩) (গ্রেট ব্রিটেনে) টাওয়ার অব লন্ডনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত বা বিশেষ উপলক্ষ্যে নিযুক্ত রাজকীয় দেহরক্ষী বাহিনীর সদস্য।
(৪) (ইতিহাস) কৃষকদের মধ্য থেকে নির্বাচিত ও গঠিত স্বেচ্ছাসেবক অশ্বারোহী বাহিনীর ইউনিট।
Synonyms: Farmer (কৃষক), Assistant (সহকারী), Attendant (খাদিম), Commoner (সাধারণ), Subordinate (অধীনস্থ)।
Antonyms: Boss (তত্ত্বাবধায়ক), Manager (ব্যবস্থাপক), Master (প্রশাসক), Supervisor (তত্ত্বাবধায়ক), Director (পরিচালক)।
Other Forms:
- Yeomanhood (Noun).
- Yeomanly (Adverb).
Other options:
- Artisan - শিল্পে বা বাণিজ্যে কর্মরত দক্ষ কারিগর; মিস্ত্রি।
- Insolvent - ঋণ পরিশোধে অসমর্থ; দেউলিয়া।
Example Sentence:
1. The son of a yeoman farmer, he was one of those remarkable men of the Victorian age.
2. If Yeoman treated her employees like family, she treated her customers like royalty.

0
Updated: 1 month ago
Select the antonym for "Indignant."
Created: 2 months ago
A
Annoyed
B
Wrathful
C
Disgruntled
D
Content
• The opposite of 'Indignant' is – Content.
• Indignant (adjective)
English Meaning: feeling or showing anger or annoyance at what is perceived as unfair treatment.
Bangla Meaning: ক্ষুব্ধ; অন্যায়ের প্রতি ক্রোধান্বিত।
অপশন আলোচনা:
Annoyed – বিরক্ত; বিরক্তিকর অবস্থায় থাকা।
Wrathful – প্রচণ্ড রাগান্বিত; প্রচণ্ড ক্রোধে ফেটে পড়া।
Disgruntled – অসন্তুষ্ট; বিরক্ত বা হতাশ বোধ করা।
Content – সন্তুষ্ট; আত্মতুষ্টিতে ভরপুর।

0
Updated: 2 months ago
What is the antonym of 'Honorary'?
Created: 5 months ago
A
Official
B
Honorable
C
Salaried
D
Literary
• Honorary:
Englis Meaning: An honorary position in an organization is one for which no payment is made.
Bangla meaning: অবৈতনিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ -
- Official: আনুষ্ঠানিক কর্তৃত্বের বৈশিষ্ট্যপূর্ণ; আনুষ্ঠানিক কর্তৃত্বের উপযোগী।
- Honorable: সম্মানিত।
- Salaried: বৈতনিক।
- Literary: সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় Honorary শব্দটির অর্থ, Salaried শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই Honorary এর antonym হবে - Salaried.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 5 months ago
What is the synonym of 'Incite'?
Created: 5 months ago
A
Instigate
B
Permit
C
Urge
D
Deceive
• Incite - প্ররোচিত/উত্তেজিত করা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Urge - তাড়া করা/দেওয়া; তাড়ানো
খ) Permit - অনুমতি দান করা; বাধা সৃষ্টি না-করা
গ) Instigate - প্ররোচিত/উৎসাহিত করা; উসকানি দেওয়া;
ঘ) Deceive - প্রতারিত করা; ধোঁকা দেওয়া, বিভ্রান্ত করা
সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Instigate শব্দটি Incite এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর - Instigate.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 5 months ago