A
Boss
B
Assistant
C
Artisan
D
Insolvent
উত্তরের বিবরণ
Correct Answer: Boss.
• Yeoman (noun)
English Meaning: 1. (in Britain in the past) a farmer who owned and worked on his land. 2. An officer in the US Navy who does mainly office work.
Bangla Meaning: (১) (ইতিহাস) যে কৃষক নিজেই নিজের জমির মালিক (অন্যান্য মালিক যারা নিজেরা জমি চাষ করে না- তাদের বিপরীত অর্থে); জমির মালিক হিসেবে জুরি বিচারে বসার ও অন্যান্য অধিকার দাবি করতে পারে এমন ব্যক্তি; (প্রধানত প্রয়োজনের সময়ে রাজা বা ভূস্বামীর সপক্ষে লড়াই করার শর্তে নিষ্কর জমি ভোগকারী); ক্ষুদ্র কৃষক।
(২) (গ্রেট ব্রিটেনে) পতাকা প্রভৃতি দেখানোর মাধ্যমে সংকেতদানের কাজে নিয়োজিত নৌবাহিনীর সাধারণ কর্মকর্তা; (যুক্তরাষ্ট্রে) কেরানির দায়িত্বপালনকারী ছোটখাটো কর্মকর্তা।
(৩) (গ্রেট ব্রিটেনে) টাওয়ার অব লন্ডনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত বা বিশেষ উপলক্ষ্যে নিযুক্ত রাজকীয় দেহরক্ষী বাহিনীর সদস্য।
(৪) (ইতিহাস) কৃষকদের মধ্য থেকে নির্বাচিত ও গঠিত স্বেচ্ছাসেবক অশ্বারোহী বাহিনীর ইউনিট।
Synonyms: Farmer (কৃষক), Assistant (সহকারী), Attendant (খাদিম), Commoner (সাধারণ), Subordinate (অধীনস্থ)।
Antonyms: Boss (তত্ত্বাবধায়ক), Manager (ব্যবস্থাপক), Master (প্রশাসক), Supervisor (তত্ত্বাবধায়ক), Director (পরিচালক)।
Other Forms:
- Yeomanhood (Noun).
- Yeomanly (Adverb).
Other options:
- Artisan - শিল্পে বা বাণিজ্যে কর্মরত দক্ষ কারিগর; মিস্ত্রি।
- Insolvent - ঋণ পরিশোধে অসমর্থ; দেউলিয়া।
Example Sentence:
1. The son of a yeoman farmer, he was one of those remarkable men of the Victorian age.
2. If Yeoman treated her employees like family, she treated her customers like royalty.

0
Updated: 1 week ago
Antonym of ample is-
Created: 3 months ago
A
Extensive
B
Limited
C
Sufferness
D
Abundant
আসছে

0
Updated: 3 months ago
Omnipotent-
Created: 3 weeks ago
A
Feeble
B
Supreme
C
Impotent
D
Vulnerable
• Omnipotent (adjective)
- সর্বশক্তিমান।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Feeble (adjective)
- দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
খ) Supreme (adjective)
- সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।
গ) Impotent (adjective)
- অক্ষম, নিবীর্য; অশক্ত; অসমর্থ; (পুরুষ) নপুংসক; ক্লীব; পুরুষত্বহীন; ভগ্নধ্বজ।
ঘ) Vulnerable (adjective)
- ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; আক্রম্য; অরক্ষিত।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Supreme শব্দটি Omnipotent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 weeks ago
What is the verb of the word 'Ability'?
Created: 3 months ago
A
Ableness
B
Able
C
Ably
D
Enable
• Ability (noun)
English Meaning: possession of the means or skill to do something.
Bangla meaning: সামর্থ; সক্ষমতা।
- এর verb form হচ্ছে - Enable.
• Enable(verb)
English Meaning: to make someone able to do something, or to make something possible.
Bangla Meaning: সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।
অন্য অপশন গুলোর মধ্যে -
• Ableness (noun)
English Meaning: the state of being unable to do something.
Bangla Meaning: সামর্থ; সক্ষমতা।
• Able (adjective)
English Meaning: To have the necessary physical strength, mental power, skill, time, money, or opportunity to do something:
Bangla Meaning: কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।
• Ably (adverb)
English Meaning: Skilfully; competently.
Bangla Meaning: সক্ষমতার সঙ্গে।
Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.

0
Updated: 3 months ago