What is the primary meaning of "retard" as a verb?
A
To speed up progress
B
To ignore completely
C
To make something slower
D
To celebrate an achievement
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
To make a mountain of a molehill.
Choose the correct proverb:
Created: 4 weeks ago
A
তিলকে তাল বানানো।
B
নিয়মের বাইরে কাজ করা।
C
আপনি ভাল তো জগৎ ভাল।
D
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
To make a mountain of a molehill - তিলকে তাল বানানো
-
অর্থ: ছোট বা তুচ্ছ বিষয়কে অত্যধিক বড় বা গুরুতর আকারে উপস্থাপন করা।
অন্যান্য প্রবাদসমূহ:
-
To put the cart before the horse – ঘোড়ার আগে গাড়ি জোড়া; নিয়মের বাইরে কাজ করা
-
To the pure all things are pure – আপনি ভাল তো জগৎ ভাল
-
Too many cooks spoil the broth – অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

0
Updated: 4 weeks ago
What is the Bangla meaning of the proverb "As is the evil so is the remedy"?
Created: 1 month ago
A
যত গর্জে তত বর্ষে না।
B
যেমন কর্ম তেমন ফল।
C
যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।
D
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
Correct Answer: যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।
• As is the evil so is the remedy. - যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।
Other Options:
ক) Barking dogs seldom bite. - যত গর্জে তত বর্ষে না / পচা আদার ঝাল বেশি।
খ) As you make your bed so you must lie on it / As you sow so you reap. - যেমন কর্ম তেমন ফল।
ঘ) Better an empty house than an ill tenant. - দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

0
Updated: 1 month ago
What is the meaning of the proverb 'A man is known by the company he keeps'?
Created: 4 weeks ago
A
এক পয়সা জমানো মানে এক পয়সা আয় করা।
B
সঙ্গ দেখে লোক চেনা যায়।
C
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ।
D
স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না
সঠিক উত্তর হলো সঙ্গ দেখে লোক চেনা যায়।
A man is known by the company he keeps একটি Proverb। এটি বোঝায় যে একজন ব্যক্তির প্রকৃত চরিত্র বা স্বভাব তার সঙ্গে যে সঙ্গী বা বন্ধু রাখে তা দেখে জানা যায়।
-
বাংলা অর্থ: সঙ্গ দেখে লোক চেনা যায়
অন্য প্রবাদগুলো:
-
A penny saved is a penny earned
-
বাংলা অর্থ: এক পয়সা জমানো মানে এক পয়সা আয় করা
-
-
A pet lamb makes a cross ram
-
বাংলা অর্থ: কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ
-
-
A rolling stone gathers no moss
-
বাংলা অর্থ: স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না / চঞ্চলমতি ব্যক্তির প্রতিষ্ঠা বা অর্থ সঞ্চয় হয় না
-

0
Updated: 4 weeks ago