Which of the following is a synonym for "Eclat"?
A
Infamy
B
Renown
C
Timidity
D
Conformity
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
Select the antonym for "Indignant."
Created: 2 months ago
A
Annoyed
B
Wrathful
C
Disgruntled
D
Content
• The opposite of 'Indignant' is – Content.
• Indignant (adjective)
English Meaning: feeling or showing anger or annoyance at what is perceived as unfair treatment.
Bangla Meaning: ক্ষুব্ধ; অন্যায়ের প্রতি ক্রোধান্বিত।
অপশন আলোচনা:
Annoyed – বিরক্ত; বিরক্তিকর অবস্থায় থাকা।
Wrathful – প্রচণ্ড রাগান্বিত; প্রচণ্ড ক্রোধে ফেটে পড়া।
Disgruntled – অসন্তুষ্ট; বিরক্ত বা হতাশ বোধ করা।
Content – সন্তুষ্ট; আত্মতুষ্টিতে ভরপুর।

0
Updated: 2 months ago
The synonym of 'Vociferous'-
Created: 2 weeks ago
A
Dishonest
B
Soft-spoken
C
Noisy
D
Silent
‘Vociferous’ শব্দটির অর্থ হলো উচ্চকণ্ঠে বা জোরালোভাবে মতামত প্রকাশ করা, যা সাধারণত শব্দ বা কোলাহলের সঙ্গে সম্পর্কিত। এই শব্দের বাংলা অর্থ হলো উচ্চনাদী বা হট্টগোলকারী।
-
Vociferous (adjective): English অর্থে কোন মতামত জোরালোভাবে বা উচ্চস্বরে প্রকাশ করা।
-
বাংলা অর্থ: উচ্চনাদী; হট্টগোলকারী।
-
প্রদত্ত বিকল্পসমূহ:
-
ক) Dishonest – অসৎ; অসাধু; প্রতারণামূলক।
-
খ) Soft-spoken – মৃদুভাষী; মধুভাষী।
-
গ) Noisy – কোলাহলপূর্ণ; হৈচৈপূর্ণ।
-
ঘ) Silent – নীরব; শব্দহীন।
-
-
অর্থ বিবেচনায় দেখা যায়, ‘Vociferous’ এর সমার্থক শব্দ হলো Noisy।

0
Updated: 2 weeks ago
Which of the following is an antonym of "Odium"?
Created: 1 month ago
A
Affluent
B
Affection
C
Abhorrence
D
Servitude
Correct Answer: Affection.
• Odium (noun)
English Meaning: A feeling of hate or dislike that a lot of people have towards somebody, because of something they have done
Bangla Meaning: তীব্র ঘৃণা বা বিদ্বেষ।
Synonyms: Abhorrence (ঘৃণা), Antipathy (তীব্র ঘৃণা), Hatred (ঘৃণা), Dislike (অপছন্দ করা) Loathing (তীব্র ঘৃণা)।
Antonyms: Affection (স্নেহ), Compliment (প্রশংসা), Approval (অনুমোদন), Respect (শ্রদ্ধা), Fondness (অনুরাগ)।
Other Forms:
- Odious (Adjective)
Other options:
- Affluent - বৈভবশালী; বিত্তবান; অঢেল; সুপ্রচুর; প্রাচুর্যময়।
- Servitude - দাসত্ব; দাসত্ববন্ধন; দাসত্বশৃঙ্খল।
Example Sentence:
1. I am sorry if you are genuinely unaware of the public odium against your company in the West of London.
2. She needs to accumulate much more odium before she'll qualify for the UN job.

0
Updated: 1 month ago