A
Perfect order
B
Total confusion
C
Great happiness
D
Complete silence
উত্তরের বিবরণ
Correct Answer: Total confusion.
• At sixes and sevens (idiom)
English Meaning: in a state of total confusion or disarray.
Bangla Meaning: সম্পূর্ণ বিভ্রান্তি বা বিড়ম্বনার অবস্থায় বা বিশৃঙ্খলার অবস্থায়।
Example Sentence:
- The team was at sixes and sevens trying to figure out the new strategy.
- নতুন কৌশল বের করার চেষ্টা করতে গিয়ে দলটি ছিল বিভ্রান্ত।
- The house was at sixes and sevens after the party, with everything out of place.
- পার্টির পর বাড়ি ছিল অরাজক অবস্থায়, সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল।

0
Updated: 1 week ago
What is the antonym of "Pedantry"?
Created: 4 weeks ago
A
Pragmatism
B
Carelessness
C
Elegance
D
Inaccuracy
• The opposite of 'Pedantry' is – Pragmatism.
• Pedantry (noun)
English Meaning: excessive concern with formal rules, details, or academic learning, often in a way that is nitpicky or overly scholarly without practical relevance.
Bangla Meaning: বিদ্যাবাগীশতা; অতিরিক্ত শাস্ত্রচর্চা বা খুঁতখুঁতে আচরণ।
অপশন আলোচনা:
ক) Pragmatism – ব্যবহারিকতা; বাস্তবতা ভিত্তিক চিন্তাভাবনা ও কাজ।
খ) Carelessness – অসতর্কতা; অবহেলা।
গ) Elegance – অভিজাততা; সৌন্দর্য বা শৈল্পিকতা।
ঘ) Inaccuracy – ভুল বা অনির্ভুল না হওয়া।

0
Updated: 4 weeks ago
The synonym of ‘genesis’ is-
Created: 3 months ago
A
introduction
B
preface
C
beginning
D
foreword
Genesis
English Meaning: The origin or mode of formation of something.
Bangla Meaning: সূচনা; প্রারম্ভিক বিন্দু।
• নিচের অপশনগুলোর অর্থ হলো –
ক) introduction – উপস্থাপনা; প্রস্তাবনা; প্রচলন; পরিচয়সাধন; প্রবর্তন।
খ) preface – মুখবন্ধ; প্রস্তাবনা।
গ) beginning – কোনো কিছুর শুরু/আরম্ভ/সূচনা।
ঘ) foreword – প্রারম্ভিক মন্তব্য; মুখবন্ধ।
• বিশ্লেষণ করলে দেখা যায়, উপরের বিকল্পগুলোর মধ্যে “beginning” শব্দটিই ‘Genesis’ শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করে।
Source:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 months ago
What is the antonym of 'Honorary'?
Created: 3 months ago
A
Official
B
Honorable
C
Salaried
D
Literary
• Honorary:
Englis Meaning: An honorary position in an organization is one for which no payment is made.
Bangla meaning: অবৈতনিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ -
- Official: আনুষ্ঠানিক কর্তৃত্বের বৈশিষ্ট্যপূর্ণ; আনুষ্ঠানিক কর্তৃত্বের উপযোগী।
- Honorable: সম্মানিত।
- Salaried: বৈতনিক।
- Literary: সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় Honorary শব্দটির অর্থ, Salaried শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই Honorary এর antonym হবে - Salaried.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 3 months ago