He is ___________ than any other boy in the class.
A
more intelligent
B
most intelligent
C
very intelligent
D
the most intelligent
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
Which of the following is correct?
Created: 1 month ago
A
I still have a few money in my pocket.
B
I still have a little money in my pocket.
C
I still have quite little money in my pocket.
D
I still have many money in my pocket.
Correct sentence: I still have a little money in my pocket.
Little, A little, Few, A few এর ব্যবহার:
-
এগুলো Quantifier determiners।
-
Little এবং A little ব্যবহৃত হয় Uncountable nouns এর সাথে।
-
Few এবং A few ব্যবহৃত হয় Countable nouns এর সাথে।
-
Little ও Few হলো negative quantifier determiners, অর্থাৎ খুব অল্প বা প্রায় নেই।
ব্যবহারের অর্থ অনুযায়ী:
-
অল্প কয়েকটি অর্থে Countable noun এর আগে A few ব্যবহৃত হয়।
-
অল্প একটু বা সামান্য অর্থে Uncountable noun এর আগে A little ব্যবহৃত হয়।
-
A few বা A little উভয়ের অর্থ হলো Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।
প্রদত্ত বাক্যের ব্যাখ্যা:
-
বাক্যে money একটি Uncountable noun, তাই এখানে Little/A little ব্যবহার হবে।
-
বাক্যটি বোঝাচ্ছে এখনও কিছু টাকা আছে, তাই Little নয়, বরং a little money in my pocket ব্যবহার হবে।
-
A little অর্থ হলো: অল্প একটু বা সামান্য।

0
Updated: 1 month ago
You need not _________, it wasn’t your fault.
Created: 2 months ago
A
apologize
B
apologized
C
apologizing
D
apologizes
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
Complete sentence: You need not apologize; it wasn’t your fault.

0
Updated: 2 months ago
They ______ the match because of heavy rain.
Created: 1 month ago
A
called at
B
called out
C
called off
D
called for
Call Off
-
Correct Answer: গ) called off
-
Complete Sentence: They called off the match because of heavy rain.
-
Meaning (English): withdraw, cancel
-
Meaning (Bangla): উঠাইয়া নেওয়া, বাতিল করা
-
Common Error: The strike was called at. → Correct: The strike was called off.
Other “Call” Phrases
Phrase | English Meaning | Bangla Meaning | Example Sentence |
---|---|---|---|
Call at | visit | কোন জায়গায় যাওয়া | He called at my office yesterday. |
Call out | shout | চিৎকার করা | He called out me loudly for help. |
Call for | demand | চাওয়া | He called for the teacher to explain. |
Source: Applied English Grammar & Composition, P.C. DAS

0
Updated: 1 month ago