They appointed him president. (passive)
A
President was appointed him by them.
B
He was appointed president by them.
C
He appointed president by them.
D
President was him appointed by them.
উত্তরের বিবরণ
The correct answer is - খ) He was appointed president by them.
Transitive verb-এর পরের complement (যেমন secretary, captain, president ইত্যাদি) active ও passive দুই voice-এই complement থাকে, subject হিসেবে ব্যবহৃত হতে পারে না।
যেমনঃ
- Active: We elected him secretary
- Passive: He was elected secretary by us.
- (Incorrect): Secretary was elected he by us.
Other options:
ক) President was appointed him by them.
বাক্য গঠনের ভুল: "President" কে subject করা ঠিক নয়, এবং “him” এর অবস্থানও ভুল।
গ) He appointed president by them.
“appointed” এর আগে auxiliary verb “was” নেই, এবং structure ভুল।
ঘ) President was him appointed by them.
শব্দগুলোর ক্রম সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর এবং grammar ভুল।

0
Updated: 1 month ago
Identifying correct sentences.
Created: 2 weeks ago
A
Neither the chairman nor the members were present yesterday.
B
Neither the chairman nor the members are present yesterday.
C
Not the chairman definitely nor the members were present yesterday.
D
Neither the chairman or the members were present yesterday.
সঠিক বাক্য হলো Neither the chairman nor the members were present yesterday. এখানে “Neither --- nor” Co-relative Conjunction হিসেবে ব্যবহার করা হয়েছে, যা দুটি উপাদানের মধ্যে নেতিবাচক সম্পর্ক প্রকাশ করে। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Neither --- nor ব্যবহারের নিয়ম
-
যখন দুটি Noun/Pronoun যুক্ত হয়, তখন Verb নির্ভর করে শেষের Noun/Pronoun এর ওপর।
-
উদাহরণে শেষের Noun হলো the members (plural), তাই Verb হলো were।
-
-
Structure:
-
[Either/Neither] + singular noun + [or/nor] + singular noun + singular verb
-
উদাহরণ: Neither the salesmen nor the marketing manager is in favor of the system.
-
-
[Either/Neither] + singular/plural noun + [or/nor] + plural noun + plural verb
-
উদাহরণ: Neither John nor his friends are going to the beach today.
-
-
-
ভুল অপশনগুলো:
-
(খ) Neither the chairman nor the members are present yesterday.
-
ভুল কারণ yesterday নির্দেশ করছে Past Tense, তাই are নয়, were হবে।
-
-
(গ) Not the chairman definitely nor the members are present.
-
ভুল কারণ "Nor" ব্যবহার করলে বাক্যের শুরুতে অবশ্যই Neither বসতে হবে।
-
-
(ঘ) Neither the chairman or the members are present.
-
ভুল কারণ Neither এর সাথে or নয়, nor ব্যবহার করতে হবে।
-
-

0
Updated: 2 weeks ago
Find out the correct passive form of the sentence:
Who taught you Spanish?
Created: 3 weeks ago
A
Were you taught Spanish by who?
B
By whom Spanish was taught you?
C
By whom were you taught Spanish?
D
Spanish was taught you by whom?
Active Voice: Who taught you Spanish?
Passive Voice: By whom were you taught Spanish?
নিয়ম (Who-যুক্ত Interrogative Sentence Active → Passive):
-
Who-এর পরিবর্তে By whom বসানো হয়।
-
Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসানো হয়।
-
Object কে Subject বানানো হয়।
-
অনেক সময় Tense অনুযায়ী কর্তার পরে be / being / been বসাতে হয়।
-
মূল Verb কে Past Participle আকারে ব্যবহার করা হয়।
-
প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়।
-
সুতরাং, সঠিক Passive Voice হবে: By whom were you taught Spanish?

0
Updated: 3 weeks ago
Which of the following novels is written by Charles Dickens?
Created: 3 weeks ago
A
Pride and Prejudice
B
Jude the Obscure
C
The White Tiger
D
Our Mutual Friend
Our Mutual Friend হলো Charles Dickens-এর একটি গুরুত্বপূর্ণ উপন্যাস যা অর্থ, সামাজিক ভণ্ডামি এবং মানবীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে।
-
Novel: Our Mutual Friend
-
এটি Charles Dickens-এর শেষ সম্পূর্ণ উপন্যাস।
-
১৮৬৪–৬৫ সালে ধারাবাহিকভাবে প্রকাশিত এবং ১৮৬৫ সালে বই আকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসে মানুষের টাকার প্রতি লোভ, সামাজিক ভণ্ডামি এবং শ্রেণি বিভাজনের কাহিনি উঠে এসেছে।
-
কাহিনি শুরু হয় লন্ডনের টেমস নদীতে পাওয়া এক মৃতদেহকে কেন্দ্র করে।
-
উপন্যাসে দেখানো হয়েছে— কীভাবে অর্থ উত্তরাধিকার মানুষকে বদলে দেয় এবং কীভাবে ভালোবাসা, বন্ধুত্ব ও মানবিকতা অর্থলোভের অন্ধকার অতিক্রম করতে পারে।
-
-
Charles Dickens (1812-1870):
-
তিনি একজন ইংরেজ উপন্যাসিক, যাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজার মতো সকল মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও তার সাহিত্যিক গুণাবলীর কারণে তার খ্যাতি দ্রুত বিস্তৃত হয়।
-
-
প্রখ্যাত উপন্যাসসমূহ:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
A Tale of Two Cities
-
David Copperfield
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Dombey and Son
-
Hard Times
-
-
Non-fiction:
-
American Notes
-
-
অন্য লেখকদের উল্লেখযোগ্য কাজ:
-
Pride and Prejudice – Jane Austen রচিত
-
Jude the Obscure – Thomas Hardy রচিত
-
The White Tiger – Aravind Adiga রচিত
-

0
Updated: 2 weeks ago